বাংলা নিউজ > ময়দান > ক্ষতিগ্রস্ত নাক, অক্ষিকোটর, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাঁর চোট সম্পর্কে খোলসা করলেন কেভিন ডি'ব্রুইন

ক্ষতিগ্রস্ত নাক, অক্ষিকোটর, চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাঁর চোট সম্পর্কে খোলসা করলেন কেভিন ডি'ব্রুইন

ফাইনালে আহত হয়ে অশ্রুজলে মাঠ ছাড়ছেন কেভিন ডি'ব্রুইন। ছবি- রয়টার্স। (Pool via REUTERS)

ম্যাচের ৬০ মিনিটের মাথায় আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন কেভিন ডি'ব্রুইন।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে খেতাব নিজেদের ঘরে তুলেছে থমাস টুশেলের চেলসি। তবে ম্যাচের মধ্যেই অ্যান্টোনিও রুডিগারের সঙ্গে সংঘর্ষের জেরে ৬০ মিনিটের মাথায় আহত হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি'ব্রুইন।

সিটির ২৯ বছর বয়সী তারকা নিজের চোট সম্পর্কে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তাঁর অনুরাগীদের অবগত করেন। তিনি লেখেন, ‘সদ্য হাসপাতাল থেকে ফিরলাম। আমার নাকের হাড় ও বাঁ-চোখের অক্ষিকোটরে চিড় ধরেছে। তবে আমি তা সত্ত্বেও মোটামুটি ঠিকঠাক অনুভব করছি। গতকালের হার নিয়ে খুবই হতাশ। তবে আমরা আবার আরও শক্তিশালী হয়ে ফিরে আসব।’

ক্লাব ফুটবলের মরশুম শেষ হয়ে গেলেও এ বছর বসতে চলেছে ইউয়েফা ইউরোর আসর। টুর্নামেন্ট শুরু হতে আর দুই সপ্তাহও বাকি নেই। বেলজিয়াম দলের গুরুত্বপূর্ণ সদস্য ডি'ব্রুইন। ১৩ তারিখ (ভারতীয় সময় অনুযায়ী) তাঁরা টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়ার মুখোমুখি হবে। 

তাঁর আগে ডি'ব্রুইনের সম্পূর্ণভাবে সুস্থ হয়ে ওঠা কার্যত অসম্ভব। রেড ডেভিলসদের ‘স্বর্নযুগে’র সকলের একসঙ্গে এটাই হয়তো ট্রফি জেতার শেষ এবং সবচেয়ে ভাল সুযোগ। এমন এক টুর্নামেন্টের আগে দলের মিডফিল্ড জাদুকরের চোট নিঃসন্দেহে চিন্তায় রাখবে কোচ রর্বাতো মার্টিনেজকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন