রিয়াল মাদ্রিদকে হারিয়ে প্রায় এক দশক পরে ফের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে চেলসি। তাঁদের প্রতিপক্ষ ইংল্যান্ডেরই নীল জার্সি পরিহিত আরেক ক্লাব ম্যাঞ্চেস্টার সিটি। তবে মাদ্রিদের বিরুদ্ধে সেমিফাইনাল জিতে মাঠের যুদ্ধ শেষ হওয়ার পর ৪৮ ঘন্টার বেশি অতিক্রম হয়ে গেলেও মাঠের বাইরের যুদ্ধ থামতেই চাইছে না।
রিয়াল মাদ্রিদ তারকা টনি ক্রুসের এক মন্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচের আগে চেলসির সম্পর্কে ক্রুস বলেন, ‘আমার ১৫ বছরের ফুটবল কেরিয়ারে আমি কোন প্রতিপক্ষের বিরুদ্ধে মাঠ নামতেই ভয় পাইনি। কোন দলই আমার রাতের ঘুম কেড়ে নিতে সক্ষম হয়নি।’
টিমো ওয়ার্নার ও মেসন মাউন্টের গোলে ঘরের মাঠে দ্বিতীয় লেগে চেলসি ২-০ তে হারায় রিয়ালকে। ম্যাচের পর চেলসির তরুণ মিডফিল্ডার মেসন মাউন্ট ক্রুসের মন্তব্যের প্রসঙ্গ টেনে এনে সিবিস স্পোটর্সকে জানায়, ‘আমি ওদের দলের একজনকে বলতে শুনেছিলাম, সে নাকি কোন ব্যক্তিগত ফুটবলারের বিরুদ্ধে মাঠে নামার আগে রাতের ঘুম হারায় না। তবে প্রতিপক্ষ দল হিসাবে ওদের আমাদের বিরুদ্ধে এ বার থেকে ঘুম হারানোই উচিত।’
নিজের অকপট ও তীক্ষ্ণ মন্তব্যের জন্য পরিচিত ক্রুস মাউন্টকে এবারও ছেড়ে কথা বলেনি। তিনি চেলসিকে জয়ের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘এখনও আমি ভাল ভাবেই ঘুমোতে পারছি। তবে গতকালের জন্য অভিনন্দন। জীবনের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তোমার জন্য অনেক শুভেচ্ছা।’ বিশ্বকাপ ও চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়ী জার্মান ও রিয়াল তারকা ক্রুস যে এর মধ্যে দিয়ে আবারও মাউন্টকে বিঁধেছেন, তা বোঝা খুব একটা কষ্টের নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।