বাংলা নিউজ > ময়দান > ছয় বছরের ‘বনবাস’ কাটিয়ে অবশেষে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন করিম বেঞ্জেমা

ছয় বছরের ‘বনবাস’ কাটিয়ে অবশেষে ফ্রান্সের জাতীয় দলে ফিরলেন করিম বেঞ্জেমা

করিম বেঞ্জেমা। ছবি- রয়টার্স। (REUTERS)

সতীর্থ ম্যাথিউ ব্যালবোয়েনাকে ব্ল্যাকমেল করার অভিযোগে জাতীয় দল থেকে বাদ পড়েন রিয়াল মাদ্রিদ তারকা।

অবশেষে ধারাবাহিক ভাল পারফরম্যান্সের সুফল পেলেন করিম বেঞ্জেমা। আসন্ন উয়েফা ইউরোর জন্য ফ্রান্সের জাতীয় দলের ২৬ জন সদস্যের মধ্যে নির্বাচিত হয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা। 

সতীর্থ ম্যাথিউ ব্যালবোয়েনাকে ব্ল্যাকমেল করার বিতর্কের জেরে ফ্রান্সের জাতীয় দল থেকে বাদ পড়তে হয়েছিল। ২০১৬ ইউরো ও ২০১৮ বিশ্বকাপে সফল ফ্রান্স দলেও একই কারণে ব্রাত্য ছিলেন ৩৩ বছর বয়সী স্ট্রাইকার। ক্ষুব্ধ হয়ে একসময় আলজিরিয়ার (পিতা-মাতার সুবাদে) হয়ে খেলার হুমকি দিলেও ফিফার নিয়মে ফ্রান্সের হয়ে ৮১ ম্যাচ খেলা বেঞ্জেমার পক্ষে তা সম্ভব ছিল না। তবে অবশেষে তিনি ফিরলেন।

ফ্রান্স কোচ দিদিয়ের দেশঁ পুরনো স্মৃতি ভুলে সামনের দিকে এগানোর দিকেই তাকাচ্ছেন। রিয়াল তারকার সাথে এক লম্বা আলোচনার পরেই তিনি নিজের সিদ্ধান্তে পৌঁছান বলে জানান বিশ্বজয়ী কোচ ও খেলোয়াড়। দেশঁ বলেন, ‘ফ্রান্স দল বেঞ্জেমার উপস্থিতিতে আরও শক্তিশালী হবে। আগে যা হয়ে গিয়েছে তা কারুর পক্ষেই বদলানো সম্ভব নয়। বেশ কিছু ধাপ পেরিয়ে আমার এই সিদ্ধান্ত। ওর (বেঞ্জেমা) সাথে আমি দেখা করি এবং দীর্ঘক্ষণ আলোচনার পরেই আমি আজ এই সিদ্ধান্তে পৌঁছাই। আমার আর ওর দুইজনের জন্যেই এই সাক্ষাৎ-র প্রয়োজন ছিল।’

তবে তাঁদের মধ্যে কী কথা হয়েছে তা জানাতে বিন্দুমাত্র আগ্রহী নন দেশঁ। বেঞ্জেমার পাশাপাশি দলে জায়গা পেয়েছেন অলিভিয়ের জিরোঁও। নিজের দলে দুই তারকা স্ট্রাইকারকে একসাথে রাখায় কোন সমস্যা দেখছেন না ফ্রান্স কোচ। কিন্তু গত বছরে দুই স্ট্রাইকারের মধ্যেকার লড়াই শিরোনাম দখল করেছিল। তাঁরা কী ভাবে একই দলে খেলেন, এখন সেটাই দেখার অপেক্ষা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর ‘‌একুশ হাজার মদের দোকান বেড়েছে, এই মুখ্যমন্ত্রী মদশ্রী’‌, বেলাগাম শুভেন্দু পদবী নিয়ে বিতর্কের মাঝেই ত্রিপুরায় মনোনয়ন জমা দিলেন বিজেপি প্রার্থী কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.