বাংলা নিউজ > ময়দান > প্রকাশিত হল ইউরো ২০২০-র চূড়ান্ত গ্রুপ বিন্যাস

প্রকাশিত হল ইউরো ২০২০-র চূড়ান্ত গ্রুপ বিন্যাস

ইউরোর ট্রফি। ছবি- গেটি ইমেজেস।

প্রথমবার ফুটবলের বড় কোনও প্রতিযোগিতার মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে নর্থ ম্যাসিডোনিয়া।

শুভব্রত মুখার্জি

করোনার ফলে ২০২০ সালে সারা বিশ্ব জুড়ে স্থগিত হয়ে গিয়েছে একাধিক ক্রীড়া প্রতিযোগিতা। ক্রিকেট, ফুটবল-সহ সমস্ত ক্রীড়াক্ষেত্রে পড়েছে করোনার নেগেটিভ প্রভাব। এমনকি অলিম্পিকের মতো প্রতিযোগিতাও স্থগিত করতে হয়েছে পরিস্থিতির চাপে। ২০২০ সালের ইউরোর ক্ষেত্রেও ঘটেছে একই ঘটনা।

প্লে-অফে খেলে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪-এ জায়গা করে নিয়েছে। ২০২০ সালে জুন-জুলাই মাসে হওয়ার কথা ছিল ইউরো কাপের। কিন্তু করোনার কারণে ইউরো কাপকে একবছর পিছিয়ে দেয় উয়েফা। ২০২১ সালের জুন-জুলাই মাসে এই প্রতিযোগিতা হলেও নাম বদলানো হয়নি। নাম দেওয়া হয়েছে ইউরো ২০২০। ২০১৯ সালের নভেম্বরে মূল পর্বের ড্র করে ফেলেছিল উয়েফা। চারটি জায়গা ফাঁকা ছিল।

প্লে-অফে জিতে চারটি দল ইউরোর চূড়ান্ত ২৪-এ জায়গা করে নিয়েছে। এই চারটি দল হল স্কটল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া ও নর্থ ম্যাসিডোনিয়া। প্রথমবার ফুটবলের বড় কোনও প্রতিযোগিতার মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে নর্থ ম্যাসিডোনিয়া। ১৯৯৮ সালে বিশ্বকাপের পর ফের ফুটবলের বড় মঞ্চে ফিরেছে স্কটল্যান্ড।

∆ একনজরে দেখে নিন ইউরো ২০২০'র গ্রুপ বিন্যাস:-

∆ গ্রুপ এ- ইতালি, তুরস্ক, ওয়েলস, সুইজারল্যান্ড।

∆ গ্রুপ বি- ডেনমার্ক, ফিনল্যান্ড, বেলজিয়াম, রাশিয়া।

∆ গ্রুপ সি- নেদারল্যান্ডস, ইউক্রেন, অস্ট্রিয়া, নর্থ ম্যাসিডোনিয়া।

∆ গ্রুপ ডি- ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, স্কটল্যান্ড, চেক প্রজাতন্ত্র‌।

∆ গ্রুপ ই- স্পেন, সুইডেন, পোল্যান্ড, স্লোভাকিয়া।

∆ গ্রুপ এফ- পর্তুগাল, ফ্রান্স, জার্মানি, হাঙ্গেরি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন