বাংলা নিউজ > ময়দান > শাকিবের সঙ্গে কোনও রকম দ্বন্দ্ব নেই- বিতর্ক উড়িয়ে দিলেন তামিম ইকবাল

শাকিবের সঙ্গে কোনও রকম দ্বন্দ্ব নেই- বিতর্ক উড়িয়ে দিলেন তামিম ইকবাল

তামিম ইকবাল এবং শাকিব আল হাসান।

গত এক-দেড় বছর ধরে মাঠের বাইরে নাকি নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলছেন না শাকিব আল হাসান এবং তামিম ইকবাল। আর দুই তারকার সম্পর্কের এই শীতলতার ফলে নাকি বাংলাদেশ দলের মধ্যেও একটা বিভেদের সুর ছড়িয়ে পড়েছে। তবে সমস্ত জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন তামিম ইকবাল স্বয়ং।

শুভব্রত মুখার্জি: বাংলাদেশ ক্রিকেটের এই মুহূর্তে সর্বাধিক আলোচিত বিষয় দেশের সেরা অলরাউন্ডার শাকিব আল হাসানের সঙ্গে দেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের সম্পর্ক। বাংলাদেশ জুড়ে একটাই আলোচনা, শাকিব-তামিমের কি দ্বন্দ্ব রয়েছে ? অনেকেই জানিয়েছেন, গত এক-দেড় বছর ধরে মাঠের বাইরে নাকি নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলছেন না দুই তারকা। আর দুই তারকার সম্পর্কের এই শীতলতার ফলে নাকি বাংলাদেশ দলের মধ্যেও একটা বিভেদের সুর ছড়িয়ে পড়েছে। তবে সমস্ত জল্পনাকে ফুৎকারে উড়িয়ে দিলেন তামিম ইকবাল স্বয়ং।

আরও পড়ুন: বাপ কা বেটা- মইনের দলের বিরুদ্ধে ছেলের তাণ্ডব, বাবার মতো ছয় মেরে তাক লাগালেন আজম- ভিডিয়ো

রবিবার মিরপুরে ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকদের। সেখানে স্বাভাবিক ভাবেই উঠে আসে এই দ্বন্দ্বের বিষয়টি। তামিম অবশ্য ধরি মাছ না ছুঁই পানি কায়দায় উত্তর দিয়েছেন। মাঠের বাইরে শাকিব আল হাসানের সঙ্গে তাঁর দ্বন্ধের খবরটি ভুল বলে সরাসরি দাবি করেননি তিনি। জানিয়েছেন, মাঠের মধ্যে খেলার সময়ে শাকিবের সঙ্গে তাঁর কোনও সমস্যা নেই।

আরও পড়ুন: কোহলির হতাশ দৃষ্টিতে হাড়হিম হয়ে গিয়েছিল- কখন শ্রীধর চাকরি ছাড়ার কথা ভেবেছিলেন

তামিম বলেছেন, ‘গুরুত্বপূর্ণ জিনিসটা হল আমি এবং শাকিব যখন বাংলাদেশের জার্সি পরে মাঠে নামি, তখন আমরা দু'জনই শতভাগ দিই। এখানে অন্য কোনও বিষয় নেই। আমার কাছে দলের পরিবেশ খুবই ভালো মনে হয়। অনেক আগে থেকেই এটা মনে হয়। ফলাফলেই সেটা দেখতে পাচ্ছেন। আমরা সব সময়েই ওয়ানডেতে ভালো খেলি। শেষ ৫-৬টা সিরিজে ভালো ফল করেছি। ড্রেসিংরুম ভালো পরিবেশ না থাকলে এটা সম্ভব হত না।’

তামিম আশা করেছিলেন, বেশির ভাগ প্রশ্ন তাঁর এবং শাকিবকে ঘিরে তৈরি হয়ে যাওয়া সাম্প্রতিক বিতর্ক নিয়েই হতে চলেছে। এই বিষয়ে তিনি বলেছেন, ‘প্রস্তুত ছিলাম গতকাল থেকেই। আমার পক্ষে সহজ ছিল নো কমেন্ট বলা। কিন্তু বার্তাটা দিতে চেয়েছিলাম। আমার জন্য, শাকিবের জন্য এবং দলের সমর্থকদের জন্যও।’

বন্ধ করুন