শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরুর আগে ৬ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ভারত ছিল ১০ নম্বরে। সিরিজের প্রথম দু'টি ম্যাচে জয়ের পর একলাফে আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে টিম ইন্ডিয়া।
দু'টি ম্যাচ থেকে (১০+১০) ২০ পয়েন্ট তুলে নেওয়ার সুবাদে ৮ ম্যাচে ভারতের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ৪৯। টিম ইন্ডিয়া পিছনে ফেলে দেয় অস্ট্রেলিয়া ও পাকিস্তানকে।
১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট নিয়ে ইংল্যান্ড যথারীতি সুপার লিগ টেবিলের এক নম্বরে রয়েছে। জিম্বাবোয়েকে হোয়াইটওয়াশ করার পর বাংলাদেশের সংগ্রহে রয়েছে ১২ ম্যাচে ৮০ পয়েন্ট। তারা অবস্থান করছে দ্বিতীয় স্থানে। ভারত বড়সড় লাফ দিয়ে তিন নম্বরে চলে এসেছে। অস্ট্রেলিয়া ৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে রয়েছে। পাকিস্তান ৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পিছিয়ে গিয়েছে।
আয়ারল্যান্ড ১২ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে জায়গা করে নিয়েছে। নিউজিল্যান্ড (৩ ম্যাচে ৩০ পয়েন্ট), আফগানিস্তান (৩ ম্যাচে ৩০ পয়েন্ট) ও ওয়েস্ট ইন্ডিজ (৬ ম্যাচে ৩০ পয়েন্ট) রয়েছে যথাক্রমে লিগ টেবিলের সাত, আট ও নয় নম্বরে। ৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা রয়েছে ১০ নম্বরে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।