ভারত থেকে হয়তো চলে যেতে হয়েছে। কিন্তু মনটা পড়ে রয়েছে ভারতেই। দেশে ফিরে যাওয়ার পরেও তাই খুব মন খারাপ ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনের। দূর থেকে হলেও কঠিন পরিস্থিতিতে ভারতের মানুষকে লড়াইয়ের জন্য অনুপ্রেরণা জোগাতে হিন্দিতে মেসেজ করলেন প্রাক্তন ব্রিটিশ অধিনায়ক। যা নিঃসন্দেহে আপনার মনকে ছুঁয়ে যাবে।
হিন্দিতে টুইট করে পিটারসেন লিখেছেন, ‘আমি হয়তো ভারত ছেড়ে চলে গিয়েছি। কিন্তু এখনও সেই দেশের কথাই ভেবে চলেছি, যারা আমাকে ভালবাসা, মমতায় ভরিয়ে দিয়েছে। প্লিজ সাবধানে থাকুন। এই সময়টা পার হয়ে যাবে, কিন্তু আপনাদের খুব সাবধানে থাকতে হবে।’
এ ছাড়াও একটি ইংরেজিতেও টুইট করেছেন। সেখানেও ভারতের জন্য খারাপ লাগা, এই দেশের প্রতি তাঁর ভালবাসা, আনুগত্য প্রকাশ পেয়েছে। সেখানে তিনি লিখেছেন, ‘ভারত- আমি এমন একটি দেশকে দেখে কষ্ট পাচ্ছি, যাকে ভালবাসি।’
করোনার দ্বিতীয় ঢেউ ভারতে আছড়ে পড়ার পরই সংক্রমণের মাত্রা হুহ করে বেড়েছে। পাল্লা দিয়ে গোটা ভারত জুড়ে যেন মৃত্যু মিছিল চলেছে। চিকিৎসার অভাব, অক্সিজেনের অভাব, ওযুধের কালোবাজারী, চূড়ান্ত শোচনীয় পরিস্থিতি এই মুহূর্তে ভারতের। করোনার জেরে আইপিএল পর্যন্ত বন্ধ করে দিতে হয়েছে। ভারতের এই শোচনীয় অবস্থা দেখে দেশের ফেরার পরও তাই স্বস্তি পাচ্ছেন না পিটারসেন। এই দেশের মানুষের জন্য তিনি যন্ত্রণায় ছটফট করছেন।