নিশ্চিত শতরান হাতছাড়া করলেন উপুল থরঙ্গা। যদিও টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংসের রেকর্ড গড়েন শ্রীলঙ্কার উইকেটকিপার-ব্যাটসম্যান। মূলত থরঙ্গার দুরন্ত ইনিংসে ভর করেই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ লেজেন্ডসকে ৪২ রানে পরাজিত করে শ্রীলঙ্কা লেজেন্ডস।
রায়পুরে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। সনৎ জয়সূর্য মাত্র ৪ রান করে অবসৃত হন। তিলকরত্নে দিলশান ২৩ বলে ৩৩ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে উপুল থরঙ্গা ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত থাকে যান। ৪৭ বলের আতশীয় ইনিংসে তিনি ১১টি চার ও ৫টি ছক্কা মারেন। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে থরঙ্গার অপরাজিত ৯৯ রানই এখনও পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড।
এছাড়া চামারা সিলভা করেন ২৪ রান। ফারভেজ মাহরুফ যোগদান রাখেন ১২ রানের। শ্রীলঙ্কা লেজেন্ডস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮০ রান তোলে।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ লেজেন্ডস ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩৮ রানে আটকে যায়। নাজিমুদ্দিন ৪১ বলে ৫৪ রান করেন। এছাড়া মেহরাব হোসেন ২৭ ও খালেদ মাশুদ ২৮ রান করেন। ৩টি উইকেট নেন দিলশান। ম্যাচের সেরা হয়েছেন থরঙ্গা।