বাংলা নিউজ > ময়দান > US Open: অবিশ্বাস্য হারে টুর্নামেন্ট থেকে বিদায় উইম্বলডন জয়ী বার্টি'র, চতুর্থ রাউন্ডে গেলেন জকোভিচ

US Open: অবিশ্বাস্য হারে টুর্নামেন্ট থেকে বিদায় উইম্বলডন জয়ী বার্টি'র, চতুর্থ রাউন্ডে গেলেন জকোভিচ

অ্যাশলে বার্টে ও নোভাক জকোভিচ। ছবি- গেটি ইমেজেস।

কেই নিশিকোরিকে পরাস্ত করেন 'জোকার', তবে অবাছাই শেলবি রজার্সের বিরুদ্ধে হারতে হয় বার্টেকে।

উইম্বলডন জয়ের পর অলিম্পিক্সে আশানুরূপ ফল করতে পারেননি অস্ট্রেলিয়ান টেনিস তারকা তথা এক নম্বর মহিলা টেনিস তারকা অ্যাশলে বার্টি। যুক্তরাষ্ট্র ওপেনও ফের ব্যর্থ তিনি। যুক্তরাষ্ট্রের অবাছাই শেলবি রজার্সের বিরুদ্ধে তিন সেটের লড়াইয়ে হেরে তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হল খেতাব জয় অন্যতম সেরা দাবিদার বার্টেকে। তবে হোঁচট খেলেও চেনা প্রতিদ্বন্দ্বী কেই নিশিকোরিকে হারিয়ে চতুর্থ রাউন্ডে জায়গা পাকা করলেন নোভাক জকোভিচ।

যুক্তরাষ্ট্র ওপেনে একাধিক ইতিহাস সৃষ্টির হাতছানি নিয়েই কোর্টে নেমেছেন বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা নোভাক জকোভিচ। প্রসঙ্গত, ২০১৪ সালে যুক্তরাষ্ট্র ওপেনেই ফাইনালে পৌঁছানোর পথে জকোভিচকে পরাস্ত করেছিলেন নিশিকোরি। তবে তার পর থেকে দুই জনের মুখোমুখি সাক্ষাৎ-এ জোকার নাগাড়ে ১৭টি ম্যাচ জিতেছেন। সাম্প্রতিক অলিম্পিক্সেও কোয়ার্টার-ফাইনালে নিশিকোরিকে স্ট্রেট সেটে পর্যদুস্ত করেন সার্বিয়ান টেনিস তারকা। 

তবে এখনো অবধি জোকারকে ফ্লাশিং মিডোয় নিজের সেরা খেলা খেলতে দেখতে যায়নি। এদিনও প্রথম রাউন্ডেই নিশিকোরির কাছে ৬-৭(৪) ব্যবধানে পরাজিত হন তিনি। তবে গত দুই ম্যাচের মতো নিজেকে সামলে অভিজ্ঞ নিশিকোরির বিরুদ্ধে কামব্যাক করেন সার্বিয়ান তারকা। পরের তিন সেটে দাপট দেখিয়ে ৬-৩, ৬-৩ ও ৬-২ ব্যবধানে ম্যাচ জিতে নেন তিনি। চতুর্থ রাউন্ডে তাঁর প্রতিপক্ষ ওয়াইল্ড কার্ড এন্ট্রি যুক্তরাষ্ট্রের জেনসন ব্রুক্সবি।

অপরদিকে, শুরুতেই অ্যাশলে বার্টের খেলায় অশনি সঙ্কেতের দেখা মিলেছিল। প্রথম সেটে তৃতীয় গেমেই চারটে ডবল ফল্ট করে শেলবিকে কার্যত ব্রেক পয়েন্ট হাতে তুলে দেন অ্যাশলে। ২-৬ সেট খোয়াতে হয় তাঁকে। প্রথম সেটেই মোট ১৭টি আনফোর্সড এরর করেন তিনি। দ্বিতীয় সেটে কিছুটা হলেও প্রত্যাবর্তনের আশা জাগান অজি তারকা। ৬-১ ব্যবধানে দাপুটে ভঙ্গিমায় সেট নিজের নামে করেন। 

তৃতীয় সেটে ৫-২ এগিয়ে গিয়েছিলেন বার্টে। সবাই ধরে নিয়েছিল শুরুর ধাক্কা সামলে আশানুরূপভাবে চতুর্থ রাউন্ডে নিজের জায়গা পাকা করবেন তিনি, আর তখনই ঘটে ছন্দপতন। তবে আর্থার অ্যাশ স্টেডিয়ামে দর্শকদের প্রবল সমর্থনে ভর করে ঘরের মেয়ে নাগাড়ে চার পয়েন্ট জিতে দুরন্তভাবে ম্যাচে ফিরে আসেন। ট্রাইব্রেকারে অবশেষে ম্যাচ জিতে নিয়ে প্রবল আবেগে ভাসেন আমেরিকান শেলবি। ম্যাচ শেষে কিন্তু দর্শকদের ধন্যবাদও জানাতে ভোলেননি তিনি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.