বাংলা নিউজ > ময়দান > ২০২৪-তে আমেরিকায় হবে কোপা আমেরিকা, নামবেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি?

২০২৪-তে আমেরিকায় হবে কোপা আমেরিকা, নামবেন বিশ্বচ্যাম্পিয়ন মেসি?

কোপা আমেরিকা। ছবি টুইটার

শুক্রবার কনকাকাফ এবং কম্বল ফেডারেশন এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। দুই ফেডারেশনের মধ্যে নয়া পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অঙ্গ এই প্রতিযোগিতা। এর পাশাপাশি ক্লাব পর্যায়ের চালু করা হবে নয়া টুর্নামেন্ট।

শুভব্রত মুখার্জি: ২০২৪ সালের কোপা আমেরিকর আসর বসতে চলেছে আমেরিকায়। দক্ষিণ আমেরিকা মহাদেশের ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সাক্ষী থাকবে উত্তর আমেরিকা ফুটবলপ্রেমীরা। এবার ব্রাজিল, আর্জেন্তিনা, উরুগুয়ের পাশাপাশি খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও। কাতার বিশ্বকাপ চ্যাম্পিয়ন তথা গতবারের কোপা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা এবং লিওনেল মেসিদের উপরে যে আলাদা নজর থাকবে তা বলাই বাহুল্য। উল্লেখ্য ১৯৯৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসে ছিল আমেরিকাতে। তারপর ফের একবার এত বড় মাপের প্রতিযোগিতার আসর বসছে সেখানে। ২০২৬ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজনের আগে এইভাবেই ড্রেস রিহার্সালটা সেরে নিতে চাইছে আমেরিকা।

শুক্রবার কনকাকাফ এবং কমবোল ফেডারেশন এক যৌথ বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন। দুই ফেডারেশনের মধ্যে নয়া পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অঙ্গ এই প্রতিযোগিতা। এর পাশাপাশি ক্লাব পর্যায়ের চালু করা হবে নয়া টুর্নামেন্ট। পরের বছর কোপা আমেরিকাতে কনকাকাফ জোন থেকেও খেলবে ছটি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ছটি দেশকে আমন্ত্রণ জানানো হবে খেলার জন্য। প্রসঙ্গত এটি প্রথমবার নয়। এর আগেও এই টুর্নামেন্ট খেলা হয়েছে আমেরিকায়। ২০১৬ সালে বিশেষ সম্মানসূচক এক কোপা প্রতিযোগিতার আয়োজন হয়েছিল মার্কিন প্রদেশে। সেবারেও এটি কনকাকাফ জোনের দেশ খেলেছিল এই প্রতিযোগিতায়।

অন্যদিকে মহিলা ফুটবলে কনকাকাফ জোন প্রথমবার আয়োজন করতে চলেছে মহিলা গোল্ড কাপের। ২০২৪ সালে খেলা হবে এই টুর্নামেন্ট। সেখানে খেলতে আমন্ত্রণ জানানো হবে চার দক্ষিণ আমেরিকার ফুটবল খেলিয়ে দেশকে। পাশাপাশি দুই ফেডারেশন একটি যৌথ ক্লাব প্রতিযোগিতারও আয়োজন করবে। কোপা লিবারতোদোরেস এবং কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ থেকে দুটি করে ক্লাব এখানে খেলার সুযোগ পাবে।

এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে 'ঐতিহাসিকভাবে এবং আবেগগত ভাবে এই দুই ফেডারেশনের সম্পর্ক নিবিড়। সবথেকে বড় কথা ফুটবলের জন্য প্যাশন আমাদেরকে একসঙ্গে মিলিয়ে দিয়েছে। এই অঞ্চল এর ফুটবলের উন্নতিতে এই ফ্যাশনকে কাজে লাগাতে আমরা একাধিক টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করেছি। এই পার্টনারশিপের মধ্যে দিয়ে এই অঞ্চলের মহিলা এবং পুরুষ ফুটবলের উন্নতির নিরন্তর চেষ্টা করা হবে।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

'ভেবেছিলাম সমস্যা হবে...', সপ্তর্ষিকে বিয়ে করার অনুমতি সোহিনীকে কে প্রথম দেন? বাংলায় নতুন আটটি মেডিক্যাল কলেজের অনুমোদন, চিকিৎসা জগতে বড় সুখবর তোমাকে প্রার্থী করতে পারলাম না, বরাহনগরের কাউন্সিলরকে ফোন মমতার কংগ্রেস থেকে মোদী শিবিরে গোবিন্দা, শিবসেনায় যোগ দিলেন অভিনেতা, লড়তে পারেন ভোটে এই শনি-রবিবার খোলা থাকছে বেশ কিছু ব্যাঙ্ক! দেখুন তালিকা দক্ষিণে আসন সমঝোতা নিয়ে জোর চেষ্টা করছে সিপিএম, কংগ্রেসের দাবি বাড়ছে 'কত কী সয়ে যেতে হয়...',ভালোবাসায় সিলমোহর! শোভনের বুকে মাথা রাখলেন সোহিনী কংগ্রেসে যোগদান করে INDIA জোটকে সমর্থন করলেন অজয় এডওয়ার্ড লাইমলাইট থেকে দূরে থাকেন, জানেন এখন কোথায় আছেন অক্ষয় খান্না, কী করেন তিনি শক্তিশালী সৈন্যরাই সবচেয়ে কঠিন পরীক্ষায় বসে- MI প্লেয়ারদের তাতালেন হার্দিক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.