বাংলা নিউজ > ময়দান > ফের ট্র্যাকে উসেইন বোল্ট, এবার ৮০০ মিটারে!

ফের ট্র্যাকে উসেইন বোল্ট, এবার ৮০০ মিটারে!

ফের ট্র্যাকে নামলেন বোল্ট (ছবি:রয়টার্স) (REUTERS)

অবসর ভেঙে ঘরের ট্র্যাকে ৮০০ মিটারে নামলেন উসেইন বোল্ট।

দারুন ভাবে ট্র্যাকে ফিরলেন উসেইন বোল্ট। বিশ্বের দ্রুততম মানুষ উসেইন বোল্ট মঙ্গলবার জামাইকাতে নিজের ঘরের ট্র্যাকে এক প্রচারমূলক দৌড় প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। একদিনের জন্য নিজের অবসর গ্রহণের সিদ্ধান্ত থেকে বেরিয়ে এসেছিলেন তিনি। প্রথমবারের মতো তার বিখ্যাত দ্রুত গতিতে ৮০০ মিটার দৌড়াতে চেষ্টা করলেন। কিন্তু অন্য বোল্টকে দেখল বিশ্ব। বিদ্যুত গতির বদলে ধীরে ধীরে সামলে দৌড়ালেন তিনি। তবে তার সঙ্গে এই প্রতিযোগিতায় আর কোনও প্রথিযোগীকে দেখা যায়নি। বোল্ট একাই দৌড়ালেন এদিন। 

১০০ মিটার এবং ২০০ মিটারে বিশ্ব রেকর্ডধারক এবং আটবারের অলিম্পিক স্বর্ণপদক জয়ীর কাছে এটা ছিল মজার একটা প্রতিযোগিতা। ৮০০ মিটার শেষ করতে বোল্ট সময় নিলেন ২:৩৭। কিন্তু পরে দেখা যায় সেই রেকর্ড ২:৪০ হয়েগেছে। এই সময়টা সরকারি ভাবে গ্রহণ করা হয়নি। একটি স্বাচ্ছন্দ্যময়, মজাদার পরিবেশের মধ্যে দিয়ে নিজের দৌড় শেষ করেছিলেন বোল্ট। তবে সেই সময় বোল্টের যে শরীরে খুব কষ্ট হচ্ছিল সেটা দেখেই বোঝা যাচ্ছিল।

৮০০ মিটার পুরুষের বিশ্ব রেকর্ডটি বোল্টের পারফরম্যান্সের চেয়েও দ্রুত। ২০১২ সালে ডেভিড রুডিশার ১: ৪০.৯১ রেকর্ড করেছিলেন।

ভক্তরা দৌড় প্রতিযোগিতা দেখতে যাওয়ার আগে থেকেই উচ্চ প্রত্যাশায় ছিলেন।  তবে উসেইন বোল্ট তাদের সেই প্রত্যাশা পূরণ করতে পারেননি এদিন। পুরো দৌড়ের জন্য বোল্ট নিজের প্র্যাকটিসের সহজ দৌড়টি বজায় রেখেছিলেন। সেই কারণেই দেখে মনে হয়েছিল প্রতিযোগিতাটি বোল্ট খুব সহজ ভাবেই নিয়েছিলেন। তবে দৌড়ের সময় বোল্ট নিজের সম্পূর্ণ ঘাম ঝড়িয়েছিলেন। অলিম্পিকস ডটকম প্রদর্শনী রেসের পরে বোল্ট জানিয়েছিলেন, ‘মনে মনে, আমি ভেবেছিলাম এটি অনেকটাই সহজ হবে। কিন্তু এটা ততটা সহজ নয়,  ৮০০ মিটার দৌড়বিদদের সেলাম। তবে আমার জন্য, আমি এই চ্যালেঞ্জটা উপভোগ করছি।’

‘বোল্ট এরপরে জানান, এই প্রতিযোগিতায় প্রস্তুত হওয়ার জন্য আমি প্রচুর কার্ডিও করেছি এবং আমি মনে করি আমার আরও কিছু করা দরকার ছিল।’ বোল্টকে এরপরে প্রশ্ন করা হয় তাহলে কী আবার ফিরে আসবেন?  জামাইকান তারকা দ্রুত উত্তর দিয়েছিলেন ‘না না না, এটি একবার করার জিনিস।’ এদিনের রেসের দৌড়ের পরে বোঝা গিয়েছিল এই দৌড়ের জন্য কতটা প্রস্তুত হয়েছিলেন বোল্ট। 

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

CAA-র জন্য যোগ্যতা সার্টিফিকেট কীভাবে পাবেন? রিপোর্টে সামনে এল গুরুত্বপূর্ণ তথ্য ‌দিলীপের বিরুদ্ধে দায়ের হল এফআইআর, মুখ্যমন্ত্রীকে কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণের জের তৃণমূলের মৃতপ্রায় দশা, বললেন লোকসভা ভোটে তৃণমূল প্রার্থী ইঁদুর মারা চলবে না, শব্দ তরঙ্গের মাধ্যমে তাড়ানোর ব্যবস্থা করেছে কলকাতা পুরসভা IPL 2024: RCB-র সেরা রেকর্ড ভেঙে চুরমার, SRH-কে কি বলে শুভেচ্ছা দিল কোহলির দল ‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.