বিরাট কোহলিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার কপিল দেব। এবার কপিলের সেই মন্তব্যের উপহাস করলেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার উসমান খোয়াজা। আইসিসির পোস্টের মধ্যেই মন্তব্য করলেন খোয়াজা, যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। কিছুদিন আগেইপ্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সম্পর্কে কপিল দেব এমন কিছু বলেছিলেন যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছেন। ভারতকে ক্রিকেটে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন করা অধিনায়কের মন্তব্য ঘিরে বর্তমানে সমালোচিত হচ্ছেন তিনি। এরপরে আবার কপিলের মন্তব্য শেয়ার করল আইসিসি।
বিরাট কোহলির বর্তমান পারফরমেন্স নিয়ে ভারতের ১৯৮৩ সালের ক্যাপ্টেন কপিল দেব বলেছিলেন যদি অশ্বিন দল থেকে বাদ পড়তে পারে তাহলে বিরাট কোহলি নয় কেন। আসলে কপিল দেব বলতে চেয়েছিলেন বলা ভালো কপিল দেব বিশ্বাস করেন যে, খেলোয়াড়রা কেবল তাদের বড় নামের ভিত্তিতে দলে থাকতে পারে না,দলে থাকার জন্য তাদেরও সেভাবে পারফর্ম করা উচিত।
আরও পড়ুন… ৯৪ বছর বয়সী ঠাকুমার অসাধ্য সাধন! ভারতের হয়ে জিতলেন সোনা সহ তিনটি পদক
কপিল দেবের এই মন্তব্যের জবাবে অধিনায়ক রোহিত শর্মাও সমালোচনা করেছেন। এবার কপিলের সেই মন্তব্য আইসিসি নিজেদের সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করেছে। সেই মন্তব্যতে নিজের বক্তব্য রেখেছেন উসমান খোয়াজা। সোশ্যাল মিডিয়ায় কপিল দেবকে ব্যঙ্গ করেছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান উসমান খোয়াজা।
আরও পড়ুন… ৯৪ বছর বয়সী ঠাকুমার অসাধ্য সাধন! ভারতের হয়ে জিতলেন সোনা সহ তিনটি পদক
আইসিসি কপিল দেবের বক্তব্য শেয়ার করেছে,যাতে লেখা আছে, ‘যদি আপনার কাছে অনেক বিকল্প থাকে, তাহলে ফর্মে থাকা খেলোয়াড়দের খেলার সুযোগ দিন। আপনি শুধুমাত্র নামের ভিত্তিতে একজন খেলোয়াড় বাছাই করতে পারবেন না,আপনাকে তার ফর্মও দেখতে হবে। আপনি দলের স্থায়ী খেলোয়াড় হতে পারেন,কিন্তু এর মানে এই নয় যে আপনি ক্রমাগত ব্যর্থতা সত্ত্বেও দলে থাকবেন।’ আইসিসির এই পোস্টে উসমান খোয়াজা কমেন্টে লিখেছেন,‘১৪০-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ৫০ এর গড়। ভালো ব্যাপার, অস্ট্রেলিয়া এতে রাজি হবে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।