ভুল করেছেন বুঝতে পেরে অবশেষে বৈশালী রমেশবাবুর সঙ্গে দেখা করতে এলেন উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার নোদিরবেক ইয়াকুববোয়েভ। কয়েকদিন আগেই নেদারল্যান্ডসের টাটা স্টিল চেস মাস্টার্স প্রতিযোগিতার সময় বৈশালীর সঙ্গে হাত মেলাননি এই দাবাড়ু। বিষয়টিতে বৈশালী কিছুটা অবাক হয়েই গেছিলেন। এরপর বৈশালী তাঁকে দাবায় হারিয়ে দেন।
ম্যাচের আগে নিয়ম মাফিক সমস্ত প্রতিযোগি তাঁদের প্রতিপক্ষের সঙ্গে হাত মিলিয়ে থাকে, কিন্তু বৈশালী হাত মেলাতে গেলে নোদিরবেক তাঁকে অসম্মান করে হাত মেলাতে চাননি। এরপর ম্যাচ হেরেও বৈশালীর সঙ্গে আর কথা না বাড়িয়ে উজবেকিস্তানের দাবাড়ু চলে যান। কিন্তু টানা সমালোচনার মুখে এবার নীরবতা ভেঙেছেন তিনি। কারণ তাঁর বিরুদ্ধে পক্ষপাতদুষ্টের অভিযোগ তুলেছে নেটিজেনরা। কারণ বৈশালীর সঙ্গে হাত না মেলালেও অতীতে ২০২৩ সালে দিব্যা দেশমুখের সঙ্গে নোদিরবেক হাত মিলিয়েছিলেন।
সমালোচনার মুখে পড়ে এবার উজবেকিস্তানের দাবাড়ু নোদিরবেক ইয়াকুববোয়েভ দেখা করলেন বৈশালীর সঙ্গে। চেসবেস ইন্ডিয়া নামক এক এক্স ইউজারের দেওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে বৈশালী এবং তাঁর ভাই প্রজ্ঞানন্দের সঙ্গে কথা বলছেন তিনি। ফুল এবং চকলেট নিয়ে বৈশালীর সঙ্গে দেখা করতে যান নোদিরবেক, এরপর নিজের কাজের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি।
আরও পড়ুন-‘ISLএ এত ভালো ফুটবল হয় জানতাম না, ট্রফি জিততে চাইব…’ বলছেন লালহলুদ তারকা সেলিস
এরপর বৈশালী এবং প্রজ্ঞানন্দও বিষয়টিকে হাল্কা করে নেন এবং ভালোভাবেই কথা বলতে দেখা যায় উজবেকিস্তানের দাবাড়ুর সঙ্গে। নোদিরবেক দাবি করেছিলেন ভিডিয়োতে যে তিনি ধর্মীয় কারণে হাত মেলাতে চাননি। কারণ অন্য ধর্মের মহিলাকে স্পর্শ করা যায় না তাঁর ধর্ম অনুযায়ী। আর অতীতের কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন দিব্যা দেশমুখের সঙ্গেও তিনি হাত মেলাতেন না। কিন্তু সেদিন তিনি অতটা খেয়াল না করেই হাত মিলিয়েছিলেন।
নোদিরবেক ইয়াকুববোয়েভ বলেন, ‘আমাদের দুজনের জন্যই এই পরিস্থিতিটা অত্যন্ত খারাপ। আমি দুঃখিত গোটা বিষয়টির জন্য। আমি তোলায় এবং তোমার ভাইকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাতে চাইব। আমি তোমাদের দুজন ভাই বোনকেই অনেক সম্মা করি। তোমাদের ধন্যবাদ আমার বিষয়টি বুঝতে পারার জন্য, গুডবাই আর অল দ্য বেস্ট’। অবশ্য এখানে তাঁকে একটা হাতে হাতে ঘুঁষি বা ফিস্ট বাম্প দিতে দেখা গেছে, যা নিয়ে নেটিজেনরা প্রশ্ন করেছে, তাহলে কি এটাও অন্য ধর্মের মহিলাকে স্পর্শ করা নয়?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।