শুভব্রত মুখার্জি: বার্মিংহাম কমনওয়েলথ গেমসের আগে নিজেদেরকে শেষবারের মতো আন্তর্জাতিক মঞ্চে পরীক্ষা করার সুযোগ পাচ্ছে ভারতীয় মহিলা হকি দল। মহিলা বিশ্বকাপ হকিতে ভারত মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড দলের। তাদের তারকা খেলোয়াড় রানি রামপাল চোটের কারণে টুর্নামেন্ট শুরুর আগেই ছিটকে গিয়েছেন। এই অবস্থায় গোলরক্ষক সবিতা পুনিয়ার নেতৃত্বে ভারত খেলতে নেমেছে বিশ্বকাপে। আর বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা ইংল্যান্ড দলের বিরুদ্ধে ১-১ ফলে ড্র করল।
টোকিও অলিম্পিক গেমসে চতুর্থ স্থানাধিকারী ভারতের সামনে এদিন ম্যাচ জয়ের সুযোগ থাকলেও তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। ফলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের। পুল-বি'র ম্যাচে অ্যামস্টেলভিনে এদিন মুখোমুখি হয়েছিল দুই দেশ। উল্লেখ্য টোকিও গেমসে এই ইংল্যান্ড দলের কাছে হেরেই ব্রোঞ্জ পদক জিততে পারেননি সবিতারা। ফলে এদিন ছিল ভারতের সামনে প্রতিশোধের ম্যাচ। যা শেষ হল ১-১ ফলে। ১৯৭৪ সালে হকি বিশ্বকাপে চতুর্থ স্থানে শেষ করেছিল ভারত। যা এখন পর্যন্ত তাদের সেরা পারফরম্যান্স।
রবিবার ম্যাচের প্রথম কোয়ার্টারের ৮ মিনিটেই এগিয়ে যায় ইংল্যান্ড দল। তাদের হয়ে গোল করেন পিটের। প্রথম কোয়ার্টারে ভারতীয় দল ১-০ ফলে পিছিয়ে ছিল। পেনাল্টি কর্নার পেয়েও ভারতীয় দল তার থেকে গোল করতে পারেনি। দ্বিতীয় কোয়ার্টারের ১২ মিনিটে সমতায় ফেরে ভারত। তাদের পেনাল্টি কর্নার সেভ করে দেয় ইংল্যান্ড। রিবাউন্ড থেকে গোল করে ভারতকে সমতায় ফেরান বন্দনা। এরপর দুই দল একাধিক গোল করার সুযোগ পেলেও গোলের মুখ তারা খুলতে পারেনি। ভারতের গোলে অনবদ্য খেলে এদিন দলের পতন রোধ করেন অধিনায়িকা সবিতা পুনিয়া।