ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের সংক্ষিপ্ত ওভারের স্কোয়াড নিয়ে এ বার প্রশ্ন তুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। তাঁর মতে, রবিচন্দ্রন অশ্বিনকে কেন বাদ দেওয়া হল, সেটা তাঁর বোধগম্য হয়নি। সেই সঙ্গে রাহুল চাহার এবং বরুণ চক্রবর্তীকে নিয়ে কেন দলে নেই, সেই বিষয়টিও তাঁকে অবাক করেছে। যাইহোক এই সিরিজে রোহতি শর্মা দলে ফিরছেন। তিনিই নেতৃত্ব দেবেন। তবে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাহকে। মহম্মদ শামিও এই সিরিজের দলে নেই। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজেও তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের জন্য বুধবরাই ভারতের দল ঘোষণা করা হয়েছে।
আকাশ চোপড়া তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ‘অশ্বিনের কী হল, আমি জানি না। জানা গেছে ওকে দেড় মাসের জন্য পাওয়া যাবে না। কিন্তু বিসিসিআই এমন কিছু প্রকাশ করেনি। রাহুল চাহার বা বরুণ চক্রবর্তীর কী হল, সেটাও জানা নেই।’
রবি বিষ্ণোইকে দলে সুযোগ দেওয়ায় খুশি আকাশ চোপড়া। তবে ইশান কিষাণ ওডিআই দলে না থাকায় তিনি আবার বেশ হতভম্ব হয়েছেন। চোপড়া বলেছেন, ‘রবি বিষ্ণোইকে প্রথম বার বাছাই করা হয়েছে। অথচ রাহুল চাহার সম্পর্কে কেউ কোনও কথা বলছেন না, যা খুবই আশ্চর্যজনক। বেঙ্কটেশ আইয়ারকে বাদ দেওয়া হয়েছে, কারণ ও দু'টি ওয়ানডে খেলে (দক্ষিণ আফ্রিকায়) ভালো পারফরম্যান্স করতে পারেনি। দীপক হুডা সুযোগ পাচ্ছে, তিনি অফস্পিনারের বিকল্প হতে পারে। তবে ঈশান কিষাণও দলে নেই। এটা খুবই মজার বিষয় যে, যে সমস্ত প্লেয়ারকে (যারা স্কোয়াডের অংশ নয়) মাত্র কয়েক মাস আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই করা হয়েছিল এবং আমি ভেবেছিলাম, ওদের ব্যাক করানো হবে, কিন্তু সেটা হল না!’