বাংলা নিউজ > ময়দান > নিজের দক্ষতায় লাল বলের দলেও জায়গা পাকা করতে চান বেঙ্কটেশ আইয়ার

নিজের দক্ষতায় লাল বলের দলেও জায়গা পাকা করতে চান বেঙ্কটেশ আইয়ার

নিজের লক্ষ্যের কথা জানিয়ে দিলেন বেঙ্কটেশ আইয়ার (ছবি:আইপিএল)

শুধু সীমিত ওভারের ম্যাচে নয়, নিজের দক্ষতায় লাল বলের লড়াইয়েও জায়গা পাকা করতে চায় বেঙ্কটেশ আইয়ার

মধ্যপ্রদেশের ২৬ বছর বয়সী বেঙ্কটেশ আইয়ার নিজের পারফরমেন্স দিয়ে আসন্ন ভারত-নিউজিল্যান্ড টি টোয়েন্টি ম্যাচে নিজের জায়গা করে নিয়েছেন। তবে সেই জায়গা কতটা পাকা হবে তা এখন সময় বলবে। তবে ভারতীয় দলে অল-রাউন্ডার হিসাবে নিজের জায়গা স্থায়ী করতে চান বেঙ্কটেশ। শুধু সীমিত ওভারের ম্যাচে নয়, টেস্টেও নিজের নাম দেখতে চান বেঙ্কটেশ আইয়ার। আসলে ১৪তম আইপিএল-এ যে ভাবে তিনি কলকাতা নাইট রাইডার্সের হয়ে ব্যাট করেছেন, তারপরেই এই সুযোগ চলে এসেছে বেঙ্কটেশের কাছে। তবে এটা তো সবে সাদা বলের সুযোগ, এবার এই সুযোগকে কাজে লাগিয়ে লাল বলেও নিজের জায়গা পাকা করতে চান বেঙ্কটেশ।   

দলে সুযোগ পেয়ে বেঙ্কটেশ জানান, ‘এখন পর্যন্ত আমার কাজের চাপ নেওয়ার ধরণটা ভালো হয়েছে। আমি একজন অলরাউন্ডার তাই আমাকে খেলার উভয় দিকেই সমানভাবে মনোযোগী হতে হবে। আমি আমার বয়স ভিত্তিক থেকে রাজ্য স্তরের দিন গুলোতে এটাই করছি। এটি এখনও পর্যন্ত একটি খুব বড় সমস্যা হয়নি।’

তবে শুধু সীমিত ওভারের ম্যাচে নয়, সাদা বলের মতোই লাল বলেও দাপিয়ে খেলতে চান বেঙ্কটেশ আইয়ার। তিনি জানান, ‘আমি সবসময় আমার লাল বলের খেলায় কঠোর পরিশ্রম করেছি এবং এটি আমার সচেতন প্রচেষ্টা ছিল এক মাত্রিক নয়। আপনাকে যদি ভারতের হয়ে খেলতে হয়, আপনাকে সব ফর্ম্যাটে ধারাবাহিক হতে হবে এবং সেজন্য আমি খেলার উভয় বিভাগেই অনেক কাজ করেছি। আমি আমার ব্যাটিংয়ে যতটা কাজ করেছি, আমি আমার বোলিংয়েও কাজ করেছি।’

বন্ধ করুন