বাংলা নিউজ > ময়দান > স্টোকসের পথে হেঁটেই ওয়ান ডে বিশ্বকাপের পরে অবসর নিতে পারেন হার্দিক, দাবি শাস্ত্রীর

স্টোকসের পথে হেঁটেই ওয়ান ডে বিশ্বকাপের পরে অবসর নিতে পারেন হার্দিক, দাবি শাস্ত্রীর

রবি শাস্ত্রী (ছবি-রয়টার্স:)

ওয়ান ডে ফর্ম্যাট থেকে ধীরে ধীরে ক্রিকেটারদের উৎসাহ হারাচ্ছে বলে মনে করছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ।

শুভব্রত মুখার্জি

মাত্র কয়েকদিন আগেই ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস মাত্র ৩১ বছর বয়সে ওয়ান ডে ফর্ম্যাট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন। ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী সেই প্রসঙ্গ টেনে এনেই কার্যত বিস্ফোরক দাবি করেছেন। তাঁর মতে ওয়ান ডে বিশ্বকাপের পরেই এই ফর্ম্যাট থেকে স্টোকসের পথে হেঁটেই অবসরের পথে হাঁটতে পারেন হার্দিক পান্ডিয়া।

প্রসঙ্গত এই ফর্ম্যাট বাতিলের দাবিতে অনেকেই দাবি তুলেছেন। ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও এই পথের পথিক। তিনি মনে করছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও বিশ্বকাপের পরেই ওয়ান ডে থেকে অবসর ঘোষণা করবেন। ২০২৩ ওয়ান ডে বিশ্বকাপের পরেই এই জল্পনা বাস্তব হতে পারে।

তিনি বলেন, 'ওয়ান ডে ক্রিকেট থেকে ধীরে ধীরে ক্রিকেটারদের উৎসাহ হারাচ্ছে। টেস্ট ক্রিকেটের গুরুত্ব সব সময় থাকবে। টি-২০ ক্রিকেটেও বিনোদন রয়েছে । এখন থেকেই ক্রিকেটাররা নির্দিষ্ট ফর্ম্যাটকে বেছে নিচ্ছে। হার্দিককেই দেখুন। টি-২০ ছাড়া অন্য ফর্ম্যাটে সে খেলতে চায় না।'

আরও পড়ুন:- করোনা টিকা নিয়ে কঠোর আমেরিকা, US Open-এ খেলা কার্যত অসম্ভব জকোভিচের

তিনি আরও যোগ করেন, 'আগামী বছর ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপ হবে। তাই হয়তো হার্দিক সেই আসরে খেলবে। কিন্তু তারপর দেখবেন ও হয়তো ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে পারে। তার পূর্ণ অধিকার রয়েছে নিজের পছন্দের ফর্ম্যাটে খেলার।'

শাস্ত্রীর মতে, 'ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। টি-২০ ক্রিকেট এখন গোটা বিশ্ব শাসন করছে। দ্বিপাক্ষিক সিরিজের গুরুত্ব কমে যাচ্ছে। কারণ ক্রিকেটাররা টি-২০ খেলার দিকে বেশি আগ্রহ দেখাচ্ছে। এই বিষয়টা ক্রিকেট কর্তাদেরও বুঝতে হবে।'

আরও পড়ুন:- ENG vs SA: ধোনির স্টাইলে মার্করামকে বিদ্যুৎ গতিতে রান-আউট করলেন বাটলার, ভিডিয়ো

শাস্ত্রীর মতে, ক্রিকেটের ঠাসা সূচির জন্য একটা সময়ের পর থেকে ক্রিকেটাররা শুধু নির্দিষ্ট ফর্ম্যাটেই খেলবেন। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ান ডে বিশ্বকাপ। সেই আসর শেষে হার্দিক পান্ডিয়া ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর নিতে পারেন বলে মনে করছেন শাস্ত্রী।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন