শুভব্রত মুখার্জি: চলতি বিগ ব্যাশ লিগে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করলেন অস্ট্রেলিয়ার কিপার ব্যাটার ম্যাথু ওয়েড। হোবার্ট হারিকেনের হয়ে ব্যাট হাতে এদিন মারকাটারি ব্যাটিং করেন তিনি। পাশাপাশি গড়ে ফেলেন দ্রুততম অর্ধশতরানের নজিরও। এদিনের ইনিংসে বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন তিনি। একটি ওভারে পরপর তিনটি 'র্যাম্প শটে' ছয় হাঁকিয়ে তাক লাগিয়ে দেন ওয়েড। চমকের এখানেই শেষ নয় এক্সট্রা কভারের উপর দিয়ে একটি অনবদ্য ড্রাইভে ছয় হাঁকিয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন তিনি।
আরও পড়ুন… রজার ফেডেরার থেকে ঝুলন গোস্বামী: ছয় সুপারস্টার যারা ২০২২ সালে অবসর ঘোষণা করেছেন
এদিন অ্যালবুরির মাঠের ছোট বাউন্ডারির সুবিধা নেন ম্যাথু ওয়েড। ক্রিজে নেমে নিজের প্রথম ওভারেই পরপর তিনটি ছয় হাঁকান তিনি। তাঁর দলের হয়ে বড় রান তাড়া করার ক্ষেত্রে দারুণ একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেন তিনি। মাত্র ১৯ বলেই তিনি হাঁকান অর্ধশতরান। ২২৯ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই ব্যাট হাতে তান্ডব চালান ম্যাথু ওয়েড। এদিন প্রথমে ব্যাট করতে নামে সিডনি থান্ডার্স। তাঁদের হয়ে দুরন্ত অর্ধশতরান করেন অ্যালেক্স হেলস (৭৭) এবং ওলি ডেভিস (৬৫)।
রান তাড়া করতে নেমে হোবার্টের শুরুটা এদিন ভালো হয়নি। প্রথম দুই ওভারে ওঠে মাত্র সাত রান। প্রথম ওভারের তৃতীয় বলেই আউট হয়ে যান তাঁদের ওপেনার ডার্সি শর্ট। এরপরেই ক্রিজে আসেন ওয়েড। আর প্রথম বল থেকেই তাঁর ব্যাটে দেখা যায় রানের সুনামি। নিজের ইনিংসের প্রথম পাঁচ বলে তিনি করেন ২২ রান। এর মধ্যে ছিল দুটি দুই রান এবং তিনটি পরপর মারা ছয়। কাকাতলীয়ভাবে ওয়েড তিনটি ছয় মারেন কিপারের মাথার উপর দিয়ে। যাকে ক্রিকেটীয় পরিভাষাতে বলা হয় 'র্যাম্প শট'।
আরও পড়ুন… কীভাবে ওকে সান্ত্বনা দেব- ছাত্র সুযোগ না পাওয়ায় কেঁদেছিলেন কুলদীপের শৈশবের কোচ
এরপর পাওয়ার প্লেতে আর একটি ও বাউন্ডারি হাঁকাতে পারেননি ওয়েড। তবে ড্যানিয়েল স্যামসকে আক্রমণে আনার পরেই তিনি ভিন্ন রুপ ধারণ করেন। এবারও তিনি এক ওভারে হাঁকান তিনটি ছয়। মিড উইকেট অঞ্চল দিয়ে দুবার পুল করে ছয় হাঁকান। তারপর এক্সট্রা কভারের উপর দিয়ে অনবদ্য ছয়ে নিজের অর্ধশতরান পূরণ করেন। ফলে হোবার্ট হারিকেনের হয়ে বিগ ব্যাশে দ্রুততম অর্ধশতরানটি করে ফেলেন ম্যাথু ওয়েড। টপকে যান বেন ডাঙ্ককে। যিনি ২০ বলে হাঁকিয়েছিলেন অর্ধশতরান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।