বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো- মুম্বই ছাড়ার প্রস্তুতি, গোয়ায় নেট সেশন শুরু করে দিলেন জুনিয়র তেন্ডুলকর

ভিডিয়ো- মুম্বই ছাড়ার প্রস্তুতি, গোয়ায় নেট সেশন শুরু করে দিলেন জুনিয়র তেন্ডুলকর

গোয়ায় নেট সেশন শুরু অর্জুন তেন্ডুলকর।

জুনিয়র তেন্ডুলকর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন। ঘরের টিম ছাড়ার পিছনে অর্জুনের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ, নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়েই এই মরশুমে মুম্বই দল থেকে বাদ পড়া।

কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর মুম্বই দল ছাড়তে চলেছেন বলে খবরটা কিছু দিন ধরে শোনা যাচ্ছি। এবং তিনি যে আগামী ঘরোয়া মরশুমে গোয়ার হয়ে খেলতে পারেন, এমন সম্ভাবনাও প্রবল। এই বাঁ-হাতি ফাস্ট বোলার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। যদিও একটিও ম্যাচ খেলেননি। তিনি ২০২-২১ সালে মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে হরিয়ানা এবং পুদুচেরির বিপক্ষে দু'টি ম্যাচ খেলেছিলেন।

আরও পড়ুন: মুম্বই ছাড়ছেন সচিন পুত্র, স্থানীয় ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে চাইলেন ছাড়পত্র

জানা গিয়েছে যে, জুনিয়র তেন্ডুলকর মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের থেকে ছাড়পত্রের (এনওসি) জন্য আবেদন করেছেন। এমন কী তিনি গোয়ায় নেট সেশনও শুরু করে দিয়েছেন। সেই ভিডিয়ো সম্প্রতি ভাইরালও হয়েছে।

অর্জুন ২০২২ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরশুমেও মুম্বই ইন্ডিয়ান্স স্কোয়াডের অংশ ছিলেন। টুর্নামেন্টের আগে মেগা নিলামে তাঁকে কিনে নেয় মুম্বই ফ্র্যাঞ্চাইজি। তবে গোটা আইপিএল মরশুমে মুম্বইয়ের একাদশে সুযোগ পাননি অর্জুন।

এতে হতাশ হয়ে পড়েছিলেন সচিন পুত্র। সে সময়ে সিনিয়র তেন্ডুলকর একটি ইউটিউব ভিডিয়োর মাধ্যমে তাঁর ছেলেকে একটি বার্তা দিয়েছিলেন। যেখানে সচিন বলেছিলেন, ‘ওর (অর্জুন) খেলার দিকে মনোনিবেশ করা উচিত এবং দলে সুযোগ পাচ্ছে কিনা, তা নিয়ে চিন্তা করা উচিত নয়। আমি বাছাই প্রক্রিয়ার সঙ্গে জড়িত নই, আমি সেটি শুধুমাত্র ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিচ্ছি।’

আরও পড়ুন: একটা সচিন কি কম ছিল যে আরও একটা এল! ভারতের এই ব্যাটারকে ভয় পেতেন ব্রেট লি

এদিকে, গোয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি সুরজ লটলিকার বলেছেন, ‘আমরা বাঁ-হাতি বোলিং প্রতিভা খুঁজছি এবং একাধিক দক্ষতা রয়েছে, এমন মিডল অর্ডারে খেলোয়াড়ের সন্ধানে রয়েছি। এই প্রসঙ্গে, আমরা অর্জুন তেন্ডুলকরকে গোয়া দলে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। আমরা প্রাক-মরশুম ট্রায়াল ম্যাচ খেলব (সাদা বল) ) এবং তিনি সেই গেমগুলিতে খেলবেন। নির্বাচকেরা তার পরে তাঁর পারফরম্যান্সের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবে।’

তিন মরশুম আগে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে দু'টি ম্যাচ খেলেছিলেন অর্জুন তেন্ডুলকর। সে সময়ে তিনি মুম্বইয়ের সম্ভাব্য সীমিত ওভারের দলেও অন্তর্ভুক্ত ছিলেন। অর্জুনের জন্য সবচেয়ে বড় হতাশার কারণ, নিজেকে প্রমাণ করার সুযোগ না পেয়েই এই মরশুমে মুম্বই দল থেকে বাদ পড়া। যে কারণে তিনি গোয়ায় গিয়ে নিজেকে প্রমাণ করতে মুখিয়ে রয়েছেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী ভোটের মুখে মাথায় বাজ রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.