বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: ভাগ্য খারাপ শোয়েব মালিকের! বল লাগতেই ভেঙে গেল হেলমেট, তারপর ঘটল ঐতিহাসিক ঘটনা

ভিডিয়ো: ভাগ্য খারাপ শোয়েব মালিকের! বল লাগতেই ভেঙে গেল হেলমেট, তারপর ঘটল ঐতিহাসিক ঘটনা

শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ

বলটি তার ব্যাটে পুরোপুরি না এসে দ্রুত শোয়েব মালিকের হেলমেটে আঘাত করে। ম্যাচের দুর্ভাগা শোয়েব মালিক শুধু মাথায় আঘাত পাননি, এই বলে নিজের উইকেটও হারান। তিনি তার উইকেট দেওয়ার পাশাপাশি বলের আঘাতের ব্যথায় অস্থিরও ছিলেন।

পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকা অলরাউন্ডার শোয়েব মালিকের সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। মাঠের বাইরে, তাঁর স্ত্রী তথা ভারতীয় টেনিস সুপারস্টার সানিয়া মির্জার সঙ্গে তার বিচ্ছেদের খবর চারিদিকে ঘুরছে। একই সঙ্গে এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দলে জায়গা পাননি তিনি। এখন যেহেতু তিনি মাঠে তার দক্ষতা দেখানোর অবস্থানে পৌঁছেছেন, ভাগ্য এখানে তার পক্ষে মনে হচ্ছে না। লঙ্কা প্রিমিয়ার লিগের এক ম্যাচে এমনভাবে তিনি আউট হয়েছেন, যা কেউ বিশ্বাস করবে না।

আরও পড়ুন… চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে হারিয়ে বীরু-ধোনি-কোহলিদের পাশে জায়গা করে নিলেন রাহুল

লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলা শোয়েব মালিক রবিবার একটি ম্যাচে হিট উইকেটে আউট হন। গল গ্ল্যাডিয়েটর্সের বিরুদ্ধে এই ম্যাচে পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন শোয়েব মালিক। তখন জাফনার ইনিংসের ১৪তম ওভার চলছিল। বোলিংয়ে, গলের পেসার এবং পাকিস্তানি দলের শোয়েব মালিকের প্রাক্তন সতীর্থ ছিলেন ওয়াহাব রিয়াজ। তিনি একই ওভারে একটি উইকেট নিয়েছিলেন।

আরও পড়ুন… নিরাপত্তাকর্মীদের সঙ্গে ঝগড়াতে জড়ালেন বাবর আজম! বিতর্কের সামনে পাক অধিনায়ক

শোয়েব মালিক ক্রিজে আসতেই ওহাব রিয়াজ বল করতে আসেন। রিয়াজ তার প্রথম বলেই মালিককে দুরন্ত শর্ট বল করেন, যা মালিক টানার চেষ্টা করেন। বলটি তার ব্যাটে পুরোপুরি না এসে দ্রুত শোয়েব মালিকের হেলমেটে আঘাত করে। ম্যাচের দুর্ভাগা শোয়েব মালিক শুধু মাথায় আঘাত পাননি, এই বলে নিজের উইকেটও হারান। তিনি তার উইকেট দেওয়ার পাশাপাশি বলের আঘাতের ব্যথায় অস্থিরও ছিলেন।

শোয়েব মালিক হতাশ হয়ে হেলমেটের ভাঙা অংশ তুলে নেন। এতক্ষণে ওয়াহাব রিয়াজও তার কাছে পৌঁছে যান এবং তার অবস্থা জেনে মালিককে সান্ত্বনা দিতে থাকেন। খাতা খুলতে না পেরে গোল্ডেন ডাকের শিকার হন শোয়েব মালিক। যদি আমরা প্রতিযোগিতার কথা বলি, তাহলে শোয়েব মালিকের দল জাফনা নিশ্চিতভাবেই এখানে গলকে পরাজিত করেছে। প্রথমে ব্যাট করে জাফনা ১৭০ রান করে, যার জবাবে গ্যালের ব্যাটসম্যানরা মাত্র ১৫৪ রান করতে পারে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন