একেবারে ফুরফুরে মেজাজে ছিলেন অ্যালেক্স ক্যারি। টিম হোটেলের সুইমিং পুলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময়ে খোশমেজাজে অজি কিপার পিছন ফিরে সতীর্থদের সঙ্গে কথা বলতে গিয়েই ঘটালেন বিপত্তি। একেবারে সোজা ঝুপ করে গিয়ে পড়লেন সুইমিং পুলে। তার পর যা হওয়ার হল। নাকানিচোবানি অবস্থা।
আসলে ক্যারি পিছন ফিরে কথা বলতে গিয়ে বুঝতে পারেননি, পুলের দিকে হেঁটে চলেছেন তিনি। মোবাইল, ব্যাগ সব শুদ্ধ নিয়ে পুলের জলে খাবি খেলেন অজি কিপার। দেখা যায় জলে ভেজা ফোন পকেট থেকে বের করে সতীর্থদের রাখতে দিচ্ছেন। ওই ফোন আদৌ ঠিক রয়েছে কিনা, সেটা জানা যায়নি। পুরো বিষয়টির ভিডিয়ো করেছেন প্যাট কামিন্স। সেটা তিনি ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন। যা দেখে মজা পেয়েছেন সকলে। হেসে গড়াচ্ছে নেটপাড়া। আর সেই ভিডিয়োই হয়েছে হুহু করে ভাইরাল।
পাকিস্তানের বিরুদ্ধে করাচির ন্যাশনাল স্টেডিয়াম ১২ থেকে ১৬ মার্চ সিরিজের দ্বিতীয় টেস্ট। করাচি টেস্টের পর দুই দলই তৃতীয় টেস্ট ম্যাচের জন্য লাহোরে চলে যাবে। তাদের ৩টি ওয়ানডে এবং একটি মাত্র টি-টোয়েন্টি ম্যাচও খেলার কথা রয়েছে।
পাকিস্তান-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ড্র হয়ে গি্য়েছে। প্রথম ইনিংসে ৪৭৬ রান করেছিল পাকিস্তান। জবাবে ৪৫৯ রানে অল আউট হয়ে যায় অজিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিনা উইকেটে ২৫২ করে পাকিস্তান। অস্ট্রেলিয়াকে আর ব্যাট করতে নামতে হয়নি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।