১৮ অগস্ট বৃহস্পতিবার বড় জয় পেয়েছে টিম ইন্ডিয়া। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডেতে ১০ উইকেটের জয় নিবন্ধন করেছে ভারত। এই জয়ের নায়ক ছিলেন দীপক চাহার। তিনি প্রায় সাড়ে ছয় মাস পরে টিম ইন্ডিয়াতে ফিরছিলেন। এদিন দীপক চাহার সাত ওভারে ২৭ রান দিয়ে তিন উইকেট শিকার করেন। জিম্বাবোয়ের টপ-৩ ব্যাটসম্যানদের প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন দীপক চাহার। ম্যাচের পরে, দীপক চাহার এবং অক্ষর প্যাটেলকে আড্ডা দিতে দেখা গেছে। যা বিসিসিআই টিভিতে প্রকশ করা হয়েছে।
এই আড্ডার সময়ে তাঁরা দুজনে মিলে যুজবেন্দ্র চাহালকে তীব্রভাবে ট্রোল করেন। অক্ষর প্যাটেল যখন দীপক চাহারকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দুই-তিন মাস পর ফিরে আসার পরে কেমন অনুভব করছেন? চাহার সঙ্গে সঙ্গে তাঁকে সংশোধন করে বলেছিলেন যে সাড়ে ছয় মাস। নিজের বোলিং নিয়ে দীপক চাহার বলেন,‘আপনি যখন দলের বাইরে থাকেন,তখন অপেক্ষায় থাকেন কখন দেশের হয়ে খেলার সুযোগ পাবেন জার্সি গায়ে। ইনজুরির কারণে বাইরে থাকাটা কঠিন ছিল।’
আরও পড়ুন… ছিলেন অজি দলের স্পিনিং কোচ, এবার বাংলাদেশের দায়িত্ব নিতে চলেছেন ভারতীয় প্রাক্তনী
এরপরে দীপক চাহারকে প্রশ্ন করতে শুরু করেন অক্ষর প্যাটেল। দীপক প্রথমেই বলেছিলেন যে অক্ষর প্যাটেল কি চাহাল টিভিকে অক্ষর টিভিতে পরিণত করছেন। আসলে,বিসিসিআই টিভিতে টিম ইন্ডিয়ার জয়ের পর ম্যান অফ দ্য ম্যাচের সঙ্গে কথা বলতেন যুজবেন্দ্র চাহাল। এই সফরে আসেননি চাহাল। অক্ষর ইতিমধ্যে বিসিসিআই টিভিতে সাক্ষাৎকার দিয়েছেন,যে কারণে দীপক চাহার এবং অক্ষর একসঙ্গে চাহালকে ট্রোল করেছেন।
আরও পড়ুন… তুমি লড়তে পারো, ভাবতে পারিনি- ক্ষিপ্ত দ্রাবিড় তেড়ে যেতেই আবাক হয়েছিলেন শোয়েব
এই সাক্ষাৎকার শুরু করার সময়ে অক্ষর প্যাটেল বলেন,‘আজ হারারেতে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি আমাদেরABD কে, তিনি হলেন আমাদের ভাই দীপক চাহার। তাহলে শুরুতে প্রথম ২-৩ ওভার বল করতে সমস্যা হচ্ছিল আপনার, তবে তারপর যেভাবে ঘুরে দাঁড়ালেন! সে বিষয়ে কী বলবেন?’উত্তরে চাহার বলেন,‘ল্যান্ডিং এরিয়াটা খুব শক্ত ছিল, স্পাইক কিছুতেই ভিতরে যাচ্ছিল না। তবে পরের দিকে সবটা ঠিক হয়ে গিয়েছিল এবং তারপর আমি উইকেট পেয়েছিলাম যার ফলে চাপটা কিছুটা মুক্ত হয়েছিল।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।