শুভব্রত মুখার্জি: বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডেতে একেবারে ধরাশায়ী হতে হয়েছে ভারতীয় দলকে। ব্যাটিং ব্যর্থতার কারণে লজ্জার হারের সম্মুখীন হতে হয়েছে তাদের। ভারতের হয়ে এদিন যে দুই ব্যাটার কিছুটা লড়াই করার চেষ্টা করেন তাদের মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি। ভালো শুরু করার পরেও তিনি নাথান এলিসের বলে আউট হয়ে যান। বিরাটের আউটে রীতিমতো হতাশ দেখায় নন স্ট্রাইকার রবীন্দ্র জাদেজাকে। এমনকি বিরাটকে রিভিউ নেওয়া থেকেও বিরত করেন তিনি। বছরের শেষে নভেম্বর মাসেই দেশের মাটিতে রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। তার আগেই ভারতীয় ব্যাটিংয়ের এই করুণ দশা দেখে রীতিমতো চিন্তার ভাঁজ ভারতীয় হেড কোচ রাহুল দ্রাবিড়ের কপালে।
আরও পড়ুন… ২০২৩ সাফ চ্যাম্পিয়নশিপের আসর অনুষ্ঠিত হবে বেঙ্গালুরুতে
প্রথম ম্যাচে না থাকার পরে এদিন দলে ফেরেন রোহিত শর্মা। তবে মাত্র ১৩ রানে আউট হয়ে যান তিনি। সূর্যকুমার পরপর দুটি ওয়ানডেতে ‘গোল্ডেন ডাক’ হয়ে যান। কেএল রাহুল, হার্দিক পান্ডিয়াও ব্যর্থ হন। এমন অবস্থায় একটা দিক ধরে রেখেছিলেন বিরাট কোহলি। যখন মনে হচ্ছিল রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে বিরাট একটা বড় পার্টনারশিপ গড়ে দলকে লড়াইতে ফেরাবেন, ঠিক সেই সময়ে আউট হন তিনি। নাথান এলিসের প্রথম ওভারেই আউট হন তিনি। লেগ সাইডে বলটি খেলতে গিয়ে এলবিডব্লিউ আউট হয়ে যান তিনি। ৩১ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয় তাঁকে। স্ট্যাম্পের বল ক্রস খেলতে গিয়ে সমস্যায় পড়ে যান তিনি।
আরও পড়ুন… সামনের মরশুম থেকেই কি ISL-এ অবনমন বাস্তব হবে? জোরালো সওয়াল সভাপতি কল্যান চৌবের
আম্পায়ার সঙ্গে সঙ্গে আঙুল তুলে জানিয়ে দেন বিরাট আউট। জাদেজা এতটাই হতাশ হয়ে যান যে রাগে তাঁর ব্যাটটি মাটিতে ফেলে দেন। বিরাট এরপর জাদেজার সঙ্গে আলোচনা করেন রিভিউ নেওয়ার বিষয়ে। তবে জাদেজা সেই সয়ে তাঁকে বিরত করেন। হতাশায় মাথা নীচু করে প্যাভিলিয়নের দিকে হাঁটা লাগান বিরাট। ভারত হারায় তাদের ষষ্ঠ উইকেট। ধারাভাষ্য দিতে গিয়ে সুনীল গাভাসকরও তাঁর হতাশা চাপা রাখতে পারেননি। তিনি ধারাভাষ্য দিতে দিতেই বলেন, ‘ও (বিরাট) ফের একবার ‘অ্যাক্রস দ্য লাইন’ খেলতে গেল। ও নিজেও সেটা জানে। এই শটে ও বেশ কয়েকবার আউট হয়েছে। বর্তমান সময়ে বেশি করে আউট হয়েছে এমন শট খেলতে গিয়ে। এই শট ওঁকে বারবার সমস্যায় ফেলছে।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।