বাংলা নিউজ > ময়দান > ভিডিয়ো: নেতৃত্ব গেছে, স্বভাব নয়! মাঠে এখনও প্রতিপক্ষের চোখে চোখ রেখে গর্জে ওঠেন কোহলি

ভিডিয়ো: নেতৃত্ব গেছে, স্বভাব নয়! মাঠে এখনও প্রতিপক্ষের চোখে চোখ রেখে গর্জে ওঠেন কোহলি

বাভুমার সঙ্গে কোহলির লড়াই (ছবি:টুইটার)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটার হিসেবে যেন একই মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন, বিরাট। ক্রিকেটার কোহলিকে আগের মতোই আক্রমণাত্মক দেখা গেল।

২০১৪ সালে ধোনির টেস্ট অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার পর বিরাট কোহলিকে প্রথমবারের মতো ভারতীয় দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল। তারপর কয়েক বছর পর তিন ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক ছিলেন তিনি। এই প্রথম কোহলি কোনও ফর্ম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন না। বলা ভালো বিরাট আর এখন দলের অধিনায়ক নন। তাতে কি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটার হিসেবে যেন একই মনোভাব নিয়ে মাঠে নেমেছিলেন, বিরাট। ক্রিকেটার কোহলিকে আগের মতোই আক্রমণাত্মক দেখা গেল। 

আসলে, ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে প্রথম ওয়ানডে চলাকালীন গোটা বিশ্বের চোখ ছিল বিরাট কোহলির দিকে। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বোল্যান্ড পার্কে শুরুটা খারাপ ছিল। ৬৮ রানে তিনটি উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু প্রতিপক্ষ অধিনায়ক টেম্বা বাভুমা ক্রিজে স্তম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন। এদিকে ইনিংসের ৩৬তম ওভারের মাঝামাঝি মাঠে হৈচৈ পড়ে যায়।

ওভারের চতুর্থ বলটি করেন তরুণ লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক কভারের দিকে একটি শট মারেন, যেখানে কোহলি দাঁড়িয়েছিলেন। তিনি দ্রুত বলটি ফেরত পাঠান। বিরাট বলটি সরাসরি স্টাম্পের দিকে ছুড়ে দেন। বলটি বাভুমাকে আঘাত করত, যদিও তিনি অল্পের জন্য বেঁচে যান। বাভুমা এরপরে বিরাটকে কিছু বলতে থাকেন। তখন কোহলিও চুপ থাকেননি। নিজের স্টাইলে জবাব দিলেন আফ্রিকান অধিনায়ককে। ভিডিয়োটি ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ম্যাচের ফলাফল নিয়ে কথা বলতে গেলে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকা স্কোর বোর্ডে ২৯৬ রান তোলে। জবাবে ভারতীয় দল আট উইকেটে মাত্র ২৬৫ রান করতে পারে। সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানে পরাজিত হয় টিম ইন্ডিয়া।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন