ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে জেসন হোল্ডারের দুর্দান্ত বোলিংয়ের দৌলতে জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এদিনে ম্যাচটি ১৭ রানে জেতে ওয়েস্ট ইন্ডিজ। এই জয়ের ফলে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ান দল। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ডকেও এই দুর্দান্ত জয়ের পর খুশিতে দুলতে দেখা যায়।
ম্যাচ শেষে পোলার্ডকে যখন সাক্ষাৎকারের জন্য ডাকা হয়, তখন সাক্ষাৎকার শুরু করার আগে গান গাইতে শুরু করেন পোলার্ড। তার এই ভিডিয়োটি ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। যা দেখে ভক্তরা খুব খুশি হয়েছেন। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ক্যাপশনে আরও লিখেছেন যে ক্রিকেট ইতিহাসে তিনিই প্রথম অধিনায়ক যিনি গান গেয়ে তার সাক্ষাৎকার শুরু করলেন।
ক্যাপ্টেন কাইরন পোলার্ডের গাওয়া গানটি সৃষ্টি করেছেন জ্যামাইকান সঙ্গীতশিল্পী সিজলার। এই গানের নাম হল ‘সলিড অ্যাজ আ রক।’ পোলার্ডকে এই গান গুনগুন করতে দেখে ধারাভাষ্যকারও হাসতে শুরু করেন। যা দেখে সোশ্যাল মিডিয়ায় ভক্তরা বেশ মজা পেয়েছেন। এই ভিডিয়োকে মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
এদিনের ম্যাচে হোল্ডার তার অ্যাকাউন্টে ২.৫ ওভারে ২৭ রান দিয়ে ৫ উইকেট শিকার করেছেন। এর সাথে, জেসন হোল্ডার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের হয়ে হ্যাটট্রিক করা প্রথম খেলোয়াড় হয়েছেন। এই ম্যাচে প্রথমে ব্যাট করে ওয়েস্ট ইন্ডিজ ১৭৯ রান তোলে। জবাবে ইংলিশ দল মাত্র ১৬২ রানের মধ্যেই গুটি যায়। ম্যাচটি ১৭ রানে হেরে যায় ইংল্যান্ড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।