বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর বিরাট কোহলিকে দেখা যায়, বেশ বিরক্তি হতে। নাজমুল হোসেনের জুতোর ফিতে তখন খুলে গিয়েছিল। জুতোর ফিতে বাঁধছিলেন তিনি। নাজমুল তখন ছিলেন উইকেটের নন স্ট্রাইকার প্রান্তে। অন্য প্রান্তে ছিলেন জাকির হাসান।
নাজমুল হোসেনকে জামা খোলার ভঙ্গি দেখিয়ে কিছুটা ব্যঙ্গ ক কোহলি বলেন, ‘তুমি তা হলে নিজের জামাটাই এ বার খুলে ফেলো।’ তাঁর কথা স্পষ্ট ধরা পড়ে স্টাম্প মাইক্রোফোনে।
কিন্তু কেন এমনটা বললেন কোহলি। আসলে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে নানা ছুতোয় সময় নষ্ট করে চলেছিলেন বাংলাদেশের দুই ওপেনার- জাকির এবং নাজমুল। আসলে তাঁদের লক্ষ্য ছিল, দ্বিতীয় দিনের শেষ পর্যন্ত কোনও উইকেট না হারানো। সেই সময় দুই তারকার সময় নষ্ঠ করার খেলায় রীতিমতো ক্ষেপে যান কোহলি।
না খেপে যাওয়ারও কোনও কারণ ছিল না। সময় নষ্ট করতে তাঁরা কখনও ব্যাট পরিবর্তন করছিলেন, কখনও সাজঘর থেকে জল চেয়ে পাঠাচ্ছিলেন আবার কখনও জুতোর ফিতে খুলে নতুন করে বাঁধছিলেন। বার বার তাঁদের এমন আচরণেই বিরক্ত হয়ে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। আসলে বাংলাদেশের দুই ওপেনার অপরাজিত থেকে দ্বিতীয় দিনের শেষে সাজঘরে ফিরতে চাইছিলেন। যাতে করে শনিবার সকালে তরতাজা অবস্থায় নতুন করে লড়াই শুরু করতে পারেন।
আরও পড়ুন: পন্ত রান নিতে অস্বীকার করলে, ক্ষেপে যান কোহলি, বিরাটের কড়া চাহনির ভিডিয়ো ভাইরাল
আর তাঁদের উদ্দেশ্য সফলও হয় শুক্রবার। তাঁদের সময় নষ্টের জেরেই দ্বিতীয় দিন বংলাদেশ শেষ পর্যন্ত মাত্র ৬ ওভার খেলে ৭ রান করে। কোনও উইকেটও পড়েনি। তাঁরা দু'জন সময় নষ্ট না করলে, আরও কয়েক ওভার খেলা হতে পারত।
তবে তৃতীয় দিন নাজমুল হোসেন সে ভাবে কিছুই করতে পারেননি। দিনের শুরুতেই রবিচন্দ্রন অশ্বিনের বলে ৫ রান করে আউট হয়ে যান নাজমুল। জাকির অবশ্য ৫১ করেন। জাকির ছাড়া বাংলাদেশের হয়ে ভালো খেলেছেন লিটন দাস। ৭৩ করেন লিটন। এ ছাড়া ৩১ করে রান করেছেন নুরুল হাসান এবং তাসকিন আহমেদ। তাসকিন ৩১ করে অপরাজিত থাকেন। ১৩ করেছেন শাকিব আল হাসান। এর বাইরে কেউ দুই অঙ্কের গণ্ডিই টপকাতে পারেননি। ২৩১ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
আরও পড়ুন: আউট হয়ে মেজাজ হারালেন বিরাট, তাইজুলের উপর কেন রেগে গেলেন কোহলি? দেখুন ভিডিয়ো
ভারতের অক্ষর প্যাটেল ৩ উইকেট নিয়েছেন। ২টি করে উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন এবং মহম্মদ সিরাজ। উমেশ যাদব, জয়দেব উনাদকাট ১টি করে উইকেট নিয়েছেন।
ভারতের জয়ের জন্য ১৪৫ রানের লক্ষ্য রাখে বাংলাদেশ। কিন্তু তৃতীয় দিনের শেষে ভারত ৪৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বসে থাকে। শুভমন গিল (৭), চেতেশ্বর পূজারা (৬), বিরাট কোহলিকে (১) ফেরান মেহেদি হাসান। কেএল রাহুলকে (২) আউট করেন শাকিব আল হাসান। জিততে হলে ভারতকে চতুর্থ দিন করতে হবে ১০০ রান। আর বাংলাদেশের চাই ৬ উইকেট। জিতবে কারা?
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।