কীর্তিপুর মাঠে খেলায় নেপাল দল তিন ওভার বাকি থাকতে ২৭৫ রান তাড়া করে স্কটল্যান্ডের বিরুদ্ধে জয়লাভ করে। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় দুই দলের খেলোয়াড়দের হাত মেলাতে দেখা যায়। লাইনে দাঁড়িয়ে একে অপরের সঙ্গে করমর্দন করছিলেন দুই দলের খেলোয়াড়রা। স্কটল্যান্ড দলের খেলোয়াড়রা নেপাল দলের তরুণ খেলোয়াড় সন্দীপ লামিচানের সঙ্গে হাত মেলাননি। তাঁরা অন্য সকল খেলোয়াড়ের সাথে করমর্দন করলেও সন্দীপ লামিচানেকে উপেক্ষা করেন। সন্দীপের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্কটল্যান্ড দলের খেলোয়াড়রা হাত গুটিয়ে নেন।
আরও পড়ুন… নেপাল দলে ফিরতে চলেছেন ধর্ষণে অভিযুক্ত ক্রিকেটার সন্দীপ লামিচানে!
স্কটল্যান্ড দলের জন্য লাইনের সামনে ছিলেন তাদের দলের ক্যাপ্টেন রিচি বেরিংটন। প্রথমে লামিচানেকে বাইপাস করেন রিচি বেরিংটন। এরপর সন্দীপ লামিচানেকে একে একে স্কটল্যান্ডের সকল ক্রিকেটাররা বাইপাস করেন। লাইনে থাকা স্কটল্যান্ডের প্রত্যেক ক্রিকেটার সন্দীপের সঙ্গে হাত মেলাননি। স্কটল্যান্ড দলের বাকিরা লামিচানেকে না দেখেই এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। এটা দেখে মনে হল সন্দীপ লামিচানেও হাত না মিলিয়ে এগিয়ে যেতে থাকেন। তিনি যেন আগে থেকেই স্কটল্যান্ডের পরিকল্পিত প্রতিবাদের কথা জানতেন।
সেই কারণেই হয়তো স্কটিশ খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাতেও চেষ্টা করেননি সন্দীপ লামিচানে। নেপালের প্রাক্তন অধিনায়ক সন্দীপ লামিচানে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার হওয়ার পর বর্তমানে জামিনে রয়েছেন। জানুয়ারিতে জামিন পাওয়ার পর ক্রিকেট অ্যাসোসিয়েশন নেপাল তাঁর আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। সেপ্টেম্বরে লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে স্থগিতাদেশ কার্যকর করা হয়েছিল।
নামিবিয়ার বিরুদ্ধে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে করমর্দনের পরিবর্তে প্রতিপক্ষের খেলোয়াড়রা মুঠোফোনে ঝাঁপিয়ে পড়ে নেপাল দলের খেলোয়াড়দের। আইসিসি নেপাল স্কোয়াডে লামিচানের অন্তর্ভুক্তির বিষয়ে কোনও মন্তব্য করেনি, অন্যদিকে ক্রিকেট স্কটল্যান্ড এবং ক্রিকেট নামিবিয়া লিঙ্গ-ভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সিরিজের আগে বিবৃতি জারি করেছে।
আরও পড়ুন… আপনি বোলিং অলরাউন্ডার না ব্যাটিং? মজার উত্তর দিলেন অক্ষর
১৭ বছর বয়সী নির্যাতিতা, নাবালিকা মেয়ে সন্দীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন। ডাক্তারি পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পরই মামলাটি নথিভুক্ত করা হয়েছিল। নেপাল দল কেনিয়া সফরে যাওয়ার ঠিক আগে এ ঘটনা ঘটেছিল। ১৭ বছর বয়সী নির্যাতিতা জানিয়েছেন যে তাঁকে কাঠমান্ডুর একটি হোটেলের ঘরে ধর্ষণ করা হয়েছিল। এক বন্ধু সন্দীপ লামিচানের সঙ্গে মেয়েটির পরিচয় করিয়ে দিয়েছিল বলে জানা গিয়েছিল। তবে এমন ঘটনার পরেও সন্দীপ যে মাঠে নেমে খেলছেন সেটাই হয়তো মানতে পারেননি স্কটল্যান্ডের ক্রিকেট টিম। তাই হয়তো তারা এমন আচরণ করলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup