শুভব্রত মুখার্জি: বয়স মাত্র ২৩। আর সেই বয়সেই অবসর নিতে বাধ্য হলেন চিনের উদীয়মান লন টেনিস তারকা ইবিঙ্গ ইউ। কোর্টে ম্যাচ চলাকালীন জ্ঞান হারালেন তিনি। উস্কে দিলেন ডেনমার্কের ফুটবলার এরিকসনের স্মৃতি। কোর্টেই তাঁর জ্ঞান হারানোর ঘটনা ভয় ধরিয়ে দিয়েছিল সমর্থকদের মনে। আতঙ্কে গুটিয়ে গিয়েছিলেন অনেকেই। অবস্থা এতটাই খারাপ হয় যে অবসর নিতে বাধ্য হয়েছেন ২৩ বছর বয়সি ইবিঙ্গ ইউ। ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়াশিংটনের মুবাডালা সিটি ওপেনে। তবে এই ঘটনা ইবিঙ্গের এই প্রথম নয়। এর আগেও সদ্য শেষ হওয়া উইম্বলডনেও ঘটেছিল এমন ঘটনা। কার্যত সেই ঘটনার পুনরাবৃত্তি হল এ দিন সিটি ওপেনে।
সিটি ওপেনের পাঁচ নম্বর কোর্টে জাপানের প্রতিদ্বন্দীর মুখোমুখি হয়েছিল ইবিঙ্গ ইউ। ইউসুকে ওয়াটানুকির বিরুদ্ধে ম্যাচে এগিয়ে ছিলেন ৪-১ ফলে। সেই সময়তেই ঘটে যায় এই অনভিপ্রেত ঘটনা। মাত্র এক সপ্তাহ আগেই উইম্বলডনে নিজের প্রথম রাউন্ডের ম্যাচ এক ঘটনা ঘটে ছিল ইবিঙ্গের। ফ্রান্সিসকো টিয়াফোর বিরুদ্ধে প্রথম রাউন্ডের ম্যাচ চলাকালীন জ্ঞান হারিয়েছিলেন তিনি। সিটি ওপেনেও ঘটল এক ঘটনা। প্রথম সেটের পঞ্চম গেম শেষ হওয়ার পরেই ঘটা এই ঘটনায় ছড়ায় আতঙ্ক।
পঞ্চম গেম শেষ হওয়ার পর ইবিঙ্গ নিজের চেয়ারের দিকে যাচ্ছিলেন। সেই সময়েই নিজের দেহের ভারসাম্য হারান তিনি। চেঞ্জ ওভারের সময়েই পড়ে যান। বল বয়ের সামনেই পড়ে যান ইউ। সঙ্গে সঙ্গে দুজন ছুটে আসেন। ইউকে সাহায্যের চেষ্টা করেন। তবে ইউয়ের পরিস্থিতি ধীরে ধীরে খারাপ হতে থাকে। ভারসাম্য ফিরে পাওয়ার অবস্থা ধীরে ধীরে হারাতে থাকেন ইউ। সঙ্গে সঙ্গে অবসর নিতে বাধ্য হন তিনি। ফলে ২৫ বছর বয়সি জাপানিজ বিপক্ষ ওয়াটানুককে জয়ী ঘোষণা করা হয়।
দ্বিতীয় রাউন্ডে চলে যান ওয়াটানুক। এই মাসেই উইম্বলডনে নিজের প্রথম রাউন্ডের ম্যাচে টিয়াফোর বিরুদ্ধে প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন ইবিঙ্গ ইউ। কোর্টেই তাঁকে মেডিক্যাল সাহায্য নিতে হয়। কোর্টে জ্ঞান হারান তিনি। তাঁকে কোর্টের বাইরে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে ফিরে আসলেও ৬-৭,৩-৬,৪-৬ ফলে ম্যাচ হারতে হয় তাঁকে। পরবর্তীতে জানা যায় ইউয়ের হার্টবিট অস্বাভাবিক ১৮৭ তে পৌঁছে যায়। সেই সময়ে ইউ জানিয়েছিলেন আগের দিন রাতে নাকি তিনি খারাপ খাবার খাওয়ার ফলেই এমনটা হয়েছে। উইম্বলডনের পরে আটলান্টা ওপেনেও খেলেছিলেন ইউ। এরপরেই সিটি ওপেনে নামেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।