রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিজের ৪৬তম ওডিআই সেঞ্চুরি করার সঙ্গে সঙ্গে বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি সেঞ্চুরির সঙ্গে নিজের ফর্ম অব্যাহত রেখেছেন। ডানহাতি ব্যাটারটি তাঁর এদিনের ঝোড়ো ইনিংসে আটটি বিশাল ছক্কা এবং ১৩টি চার মেরে নিজের দুরন্ত ইনিংসটি খেলেছিলেন। তিনি ওপেনার শুভমন গিলের সঙ্গে ১৩১ রানের জুটি গড়েন। গিল নিজের দ্বিতীয় ওডিআই সেঞ্চুরিটি করেন। ৯৭ বলে ১১৬ রান করেন। অধিনায়ক রোহিত শর্মা ৪৯ বলে ৪২ রান করেন এবং শ্রেয়স আইয়ার ৩২ বলে ৩৮ রানের একটি ক্যামিও ইনিংস খেলেন। এদিন ভারত ৫০ ওভারে ৩৯০/৫ রান তুলে ছিল। দ্য মেন ইন ব্লু তারপরে শ্রীলঙ্কাকে মাত্র ৭৩ রানে অল আউট করে ম্যাচটিতে ৩১৭ রানের জিতে নেয়। এরফলে ম্যাচ জেতার পাশাপাশি সিরিজ ৩-০ ব্যবধানে জিতে নেয়।
আরও পড়ুন… মহিলা T20 WC-র আগে মর্নে মর্কেলকে কোচিং স্টাফে যুক্ত করল নিউজিল্যান্ড
ভারতের এই দুর্দান্ত জয়ের মাঝে, কোহলি একটি ছক্কার জন্য সর্বত্র প্রশংসীত হচ্ছেন। তিনি মহেন্দ্র সিং ধোনির মতো একটি হেলিকপ্টার শট মারেন এবং এরপরে সেলিব্রেশন করতে গিয়ে অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সঙ্গী শ্রেয়স আইয়ারকে বলেন এটি ‘মাহি শট।’ ম্যাচের ৪৪তম ওভারের তৃতীয় ডেলিভারিতে শ্রীলঙ্কার কাসুন রাজিথা বোল্ড করেন তখনই বিশাল ৯৭ মিটার ছক্কা হাঁকান বিরাট কোহলি। আশ্চর্যজনক হিটের বেশ কয়েকটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং একজন টুইটার ব্যবহারকারী ক্যাপশনে লিখেছেন, ‘তিনি (কোহলি) শেষ পর্যন্ত ‘মাহি শট’ বলেছেন।’
আরও পড়ুন… 'ঠিক কারণের' জন্য ক্রিকেট খেলছি, মাইলফলক অর্জনের জন্য মরিয়া নই- বিরাট কোহলি
ভারতের বোলারদের মধ্যে মহম্মদ সিরাজ ম্যাচে চারটি উইকেট সংগ্রহ করেন। শ্রীলঙ্কার ছয় ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটের স্কোরে আউট হন। এর মাঝেই মহম্মদ শামি এবং কুলদীপ যাদব দুটি করে উইকেট নিয়েছেন। ওপেনার নুওয়ানিদু ফার্নান্দো ২৭ বলে ১৯ রান করেন এবং শ্রীলঙ্কার হয়ে তিনি সর্বোচ্চ স্কোরার করে ছিলেন। এদিকে, প্লেয়ার অফ দ্য ম্যাচ কোহলি তিনটি ম্যাচে ১৪১.৫০ গড়ে ২৮৩ রান করেন এবং প্লেয়ার অফ দ্য সিরিজও নির্বাচিত হয়েছেন তিনি। ওপেনার শুভমন গিল সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন কারণ তিনি তিনটি ম্যাচে ৬৯.০০ গড়ে ২০৭ রান করেছিলেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup