বাংলা নিউজ > ময়দান > ভিয়েনা ওপেন- অবাছাই টিয়াফোর জয়রথ অব্যাহত, শীর্ষ বাছাই সিসিপাসের পর হারালেন অষ্টম বাছাইকে

ভিয়েনা ওপেন- অবাছাই টিয়াফোর জয়রথ অব্যাহত, শীর্ষ বাছাই সিসিপাসের পর হারালেন অষ্টম বাছাইকে

এটিপি ট্যুরের ভিয়েনা ওপেনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ফ্রান্সেস টিয়াফো (ছবি:ইউএস ওপেন)

এটিপি ট্যুরের ভিয়েনা ওপেনে অঘটন, পিছিয়ে থেকেও সিসিপাসকে হারিয়ে 'নায়ক' টিয়াফো।

শুভব্রত মুখার্জি: পুরুষ টেনিসে সাম্প্রতিক কালের সবথেকে বড় অঘটনের সাক্ষী থাকল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা।  প্রথমে স্টেফানোস সিসিপাস ও পরে দিয়েগো সোয়ার্টজম্যানকে হারিয়ে প্রতিযোগিতার সেমিফাইনালে পৌঁছে গেলেন  ফ্রান্সেস টিয়াফো। এই টেনিস তারকা এখন কোর্টের এন্টারটেনারের সম্মান পাচ্ছেন। এটিপি ট্যুর প্রতিযোগিতার রাউন্ড ১৬ লড়াইয়ে ঘটেছিল প্রথম অঘটন। যার প্রত্যাশা হয়তো স্বাভাবিকভাবেই কেউ করেননি। ফ্রান্সের টিয়াফোর বিরুদ্ধে তিন সেটের হাড্ডাহাড্ডি লড়াইতে হার স্বীকার করেছিলেন এই মুহূর্তে বিশ্ব ক্রমপর্যায়ে তিন নম্বরে থাকা গ্রীসের তারকা টেনিস খেলোয়াড় স্টেফানোস সিসিপাস। 

এরপরে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই টেনিস তারকা কোয়ার্য়াটার ফাইনালে হারান টুর্নামেন্টের অষ্টম বাছাই আর্জেন্তিনার দিয়েগো সোয়ার্টজম্যানকে। খেলার ফল ছিল ৬-৪, ৭(৮)-৬(৬)।  তবে টিয়াফো সব থেকে বড় অঘটনটা ঘটিয়েছিলেন রাউন্ড ১৬ লড়াইয়ে। উল্লেখ্য চলতি ভিয়েনা ওপেনে শীর্ষবাছাই ছিলেন স্টেফানোস সিসিপাস। একটা সময় গ্রীসের তারকা শেষ সেটে ৩-০ ফলে এগিয়ে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে ম্যাচে অসাধারণ প্রত্যাবর্তন করেন টিয়াফো। ৩-৬,৬-৩,৬-৪ ফলে ম্যাচ জিততে সমর্থ হন টিয়াফো। উল্লেখ্য এই মুহূর্তে দাঁড়িয়ে বিশ্ব ক্রমতালিকায় ৪৯ নম্বরে রয়েছেন টিয়াফো।

প্রসঙ্গত হেড টু হেড রেকর্ডে এই ম্যাচ জেতার পরে টিয়াফো ২-১ ফলে এগিয়ে গিয়েছেন। উল্লেখ্য চলতি বছরের উইম্বলডনে সিৎসিপাসকে হারান টিয়াফো। টোকিও গেমসে সেই টিয়াফোকেই হারিয়ে ১-১ করার পরে ফের ভিয়েনাতে হেরে যাওয়ার পরে আপাতত ২-১ ফলে এগিয়ে টিয়াফো। সেমিফাইনালে টিয়াফোর পরবর্তী প্রতিদ্বন্দ্বী ইতালির জানিক সিনের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন