লিগের খেলার শেষে চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে ওঠে ৫টি দল। এছাড়া আরও ৬টি দল প্রি-কোয়ার্টারের যোগ্যতা অর্জন করে। সুতরাং, প্রি-কোয়ার্টারের বাধা টপকে শেষ আটের ছাড়পত্র আদায় করে নেবে আরও ৩টি দল। এবছর সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে পঞ্জাব, মহারাষ্ট্র, অসম, সৌরাষ্ট্র ও তামিলনাড়ু। প্রি-কোয়ার্টারে মাঠে নামবে উত্তরপ্রদেশ, কর্ণাটক, ঝাড়খণ্ড, মুম্বই, জম্মু-কাশ্মীর ও কেরল।
বিজয় হাজারের প্রি-কোয়ার্টার ম্যাচগুলি অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর, শনিবার। কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলি খেলা হবে ২৮ নভেম্বর, সোমবার। ৩০ নভেম্বর, বুধবার অনুষ্ঠিত হবে সেমিফাইনাল ম্যাচ দু'টি। ২ ডিসেম্বর শুক্রবার খেলা হবে ফাইনাল ম্যাচটি।
ফাইনাল-সহ নক-আউটের সব ম্যাচ খেলা হবে আমদাবাদে। ম্যাচগুলি শুরু হবে সকাল ৯টা থেকে। একনজরে দেখে নেওয়া যাক চলতি বিজয় হাজারে ট্রফির নক-আউটের সূচি।
প্রি-কোয়ার্টার ফাইনালের সূচি (২৬ নভেম্বর, শনিবার):-
প্রথম প্রি-কোয়ার্টার: কর্ণাটক বনাম ঝাড়খণ্ড।
দ্বিতীয় প্রি-কোয়ার্টার: উত্তরপ্রদেশ বনাম মুম্বই।
তৃতীয় প্রি-কোয়ার্টার: জম্মু-কাশ্মীর বনাম কেরল।
কোয়ার্টার ফাইনালের সূচি (২৮ নভেম্বর, সোমবার):-
প্রথম কোয়ার্টার ফাইনাল: পঞ্জব বনাম প্রথম প্রি-কোয়ার্টারের জয়ী।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল: মহারাষ্ট্র বনাম দ্বিতীয় প্রি-কোয়ার্টারের জয়ী।
তৃতীয় কোয়ার্টার ফাইনাল: অসম বনাম তৃতীয় প্রি-কোয়ার্টারের জয়ী।
চতুর্থ কোয়ার্টার ফাইনাল: তামিলনাড়ু বনাম সৌরাষ্ট্র।
সেমিফাইনালের সূচি (৩০ নভেম্বর, বুধবার):-
প্রথম সেমিফাইনাল: প্রথম কোয়ার্টারের জয়ী বনাম চতুর্থ কোয়ার্টারের জয়ী।
দ্বিতীয় সেমিফাইনাল: দ্বিতীয় কোয়ার্টারের জয়ী বনাম তৃতীয় কোয়ার্টারের জয়ী।
ফাইনাল (২ ডিসেম্বর, শুক্রবার): প্রথম সেমিফাইনালের জয়ী বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী।