বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy 2022: টানা ৩ ম্যাচে সেঞ্চুরি! বিজয় হাজারেতে থামানোই যাচ্ছে না প্রাক্তন KKR তারকাকে

Vijay Hazare Trophy 2022: টানা ৩ ম্যাচে সেঞ্চুরি! বিজয় হাজারেতে থামানোই যাচ্ছে না প্রাক্তন KKR তারকাকে

রাহুল ত্রিপাঠী। (ফাইল ছবি, সৌজন্যে বিসিসিআই)

Vijay Hazare Trophy 2022: চলতি বিজয় হাজারে ট্রফির তৃতীয় শতরান হাঁকান কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) প্রাক্তন তারকা রাহুল ত্রিপাঠী। আজ মিজোরামেরর বিরুদ্ধে ১০৭ রান করেন।

বিজয় হাজারে ট্রফিতে টানা তিনটি ম্যাচে শতরান হাঁকালেন রাহুল ত্রিপাঠী। সোমবার মিজোরামের বিরুদ্ধে ৯৯ বলে ১০৭ রান করেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা। যিনি একটা সময় কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) খেলতেন।

সোমবার রাঁচিতে ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্টারন্যাশনাল স্টেডিয়াম কমপ্লেক্সে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন মহারাষ্ট্রের অধিনায়ক অঙ্কিত বাওয়ানে। রাহুল এবং পিনাল শাহের সৌজন্যে ভালো শুরু করে মহারাষ্ট্র। বিশেষত সার্ভিসেস ম্যাচে যেখানে থেমেছিলেন, সোমবার যেন সেখান থেকেই শুরু করেন রাহুল। চলতি বিজয় হাজারে ট্রফির তৃতীয় শতরান হাঁকান। শেষপর্যন্ত ৯৯ বলে ১০৭ রানে রিটায়ার্ড আউট হন রাহুল। যে ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে চার উইকেটে ৩৪১ রান তোলে মহারাষ্ট্র।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: ৪টি শতরানের পরে এবার ডাবল সেঞ্চুরি, সাঙ্গাকারাদের বিশ্বরেকর্ড ভেঙে দিলেন জগদীশন

এবার বিজয় হাজারে ট্রফির প্রথম থেকেই দারুণ ফর্মে আছেন রাহুল। প্রথম ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে ৭৫ রান করেছিলেন। শুধুমাত্র বাংলার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন। মাত্র দুই রান করেছিলেন। পরের ম্যাচ থেকেই একেবারে সুদে-আসলে সেই ব্যর্থতা উসুল করে নিতে থাকেন রাহুল। হেভিওয়েট মুম্বইয়ের বিরুদ্ধে ১৩৭ বলে অপরাজিত ১৫৬ রানের ইনিংস খেলেছিলেন। যা ‘লিস্ট এ’ কেরিয়ারের সর্বোচ্চ রান। তারপর সার্ভিসেসের বিরুদ্ধে ১১৩ বলে ১১১ রান করেছিলেন। আজ ফের শতরান করলেন রাহুল।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: রেকর্ড ওপেনিং জুটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ টপকে বিশ্বরেকর্ড গড়ল তামিলনাড়ু

এমনিতে বিজয় হাজারে ট্রফির একটি মরশুমে সর্বাধিক শতরানের তালিকার শীর্ষে আছেন তামিলনাড়ুর ওপেনার এন জগদীশন। যিনি আজই চলতি মরশুমের পঞ্চম শতরান হাঁকিয়েছেন (চারটি সেঞ্চুরি এবং এবকটি দ্বিশতরান)। তারপর তালিকায় আছেন বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, পৃথ্বী শ এবং রুতুরাজ গায়কোয়াড়রা। যাঁরা একটি মরশুমে চারটি শতরান হাঁকিয়েছিলেন। এবার সেই তালিকায় উপরে ওঠার সুযোগ সম্ভবত পেতে চলেছেন রাহুল। কারণ আপাতত প্লেট পর্যায়ের গ্রুপ ‘ই’-তে শীর্ষে আছে মহারাষ্ট্র। বড়সড় কোনও অঘটন ছাড়া আজও জয়ের প্রবল সম্ভাবনা আছে। সেক্ষেত্রে পৌঁছে যাবে পরবর্তী পর্যায়ে।

বন্ধ করুন