এক ওভারে সাত ছক্কা হাঁকিয়ে নজির গড়েছেন রুতুরাজ গায়কোয়াড়। যদিও পুরো বৈধ এক ওভারে সবথেকে ছক্কা হাঁকানোর তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার লি জার্মন। যিনি ১৯৯০ সালে একটি ওভারে আটটি ছক্কা মেরেছিলেন। তবে রুতুরাজের সঙ্গে জার্মনের সেই ছক্কার কাহিনির আকাশ-পাতাল তফাৎ আছে।
কী হয়েছিল ১৯৯০ সালের সেই ম্যাচে?
ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ১৯৯০ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শেল ট্রফির ক্যান্টারবেরি বনাম ওয়েলিংটনের ম্যাচের শেষদিনে (প্রথম শ্রেণির ম্যাচ ছিল) সেই ঘটনা ঘটেছিল। সেটাই ওয়েলিংটনের সেই মরশুমের শেষ ম্যাচ ছিল। খেতাবের জন্য সেই ম্যাচে জিততেই হত ওয়েলিংটনকে। ওই ম্যাচের শেষদিনের সকালে ওয়েলিংটন ইনিংস ডিক্লেয়ার করে দেওয়ার জয়ের জন্য ২৯১ রান দরকার ছিল।
ম্যাচের শেষ ওভারের আগের ওভার যখন শুরু হয়েছিল, তখন আট উইকেট পড়ে গিয়েছিল ক্যান্টারবেরির। জার্মনদের স্কোর ছিল আট উইকেটে ১৯৫ রান। ৭৫ রানে খেলছিলেন জার্মন। কিন্তু ওভারের শুরুটা ভয়ঙ্কর করেছিলেন বার্ট ভ্যান্স। প্রথম ১৭ বলের মধ্যে ১৬ টি বলই নো বল করেছিলেন। ততক্ষণে শুধুমাত্র দ্বিতীয় বলটা বৈধ হয়েছিল। সবমিলিয়ে ওই ওভারে ৭৭ রান উঠেছিল। আটটি ছক্কা এবং পাঁচটি চার মেরেছিলেন।
ওই ওভারের স্কোরকার্ড কী ছিল? ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ০, ৪ (বৈধ দল), ৪, ৪, ৬, ৬, ৪, ৬, ১, ৪, ১, ০, ৬, ৬, ৬, ৬, ৬, ০ (বৈধ দল), ০ (বৈধ দল), ৪, ০ (বৈধ দল), ১ (বৈধ দল)। এমনই পরিস্থিতি হয়েছিল যে ওই ওভারের বৈধ বলের হিসাব রাখতে গিয়ে আম্পায়ার এবং স্কোরারের হাল খারাপ হয়েছিল। কোনওক্রমে সেই ওভার শেষ করেছিলেন আম্পায়ার।
রুতুরাজের সাতটি ছক্কা
আজ (সোমবার) বিজয় হাজারে ট্রফির (লিস্ট এ ম্যাচে) কোয়ার্টার-ফাইনালে আজ উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৪৯ তম ওভারে সাতটি ছক্কা মারেন রুতুরাজ। একটি বল নো হয়েছিল। তাতেও ছক্কা মারেন মহারাষ্ট্রের ব্যাটার। যিনি ১৫৯ বলে ২২০ রানে অপরাজিত থাকেন। সেই ইনিংসের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে পাঁচ উইকেটে ৩৩৩ রান তুলেছিল মহারাষ্ট্র।