বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: তীরে এসে তরী ডুবল রিয়ানদের, বিজয় হাজারের ফাইনালে উঠল রুতুরাজের মহারাষ্ট্র
বিজয় হাজারে ট্রফিতে জোরদার লড়াই। ছবি- বিসিসিআই।

Vijay Hazare Trophy: তীরে এসে তরী ডুবল রিয়ানদের, বিজয় হাজারের ফাইনালে উঠল রুতুরাজের মহারাষ্ট্র

Vijay Hazare Trophy Semi-Finals Live Score And Updates: সামিফাইনালের বাধা টপকে খেতাবি লড়াইয়ের টিকিট পকেটে পোরে সৌরাষ্ট্র ও মহারাষ্ট্র।

কোয়ার্টার ফাইনালের বাধা টপকে চলতি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে জায়গা করে নেওয়া চার দল শেষ চারের লড়াইয়ে জয় তুলে নিতে মরিয়া ছিল। প্রথম সেমিফাইনালে কর্ণাটকের লড়াই ছিল সৌরাষ্ট্রের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে অসম লড়াইয়ে নামে মহারাষ্ট্রের বিরুদ্ধে। শেষমেশ খেতাবি লড়াইয়ের টিকিট হাতে পায় সৌরাষ্ট্র ও মহারাষ্ট্র। সেমিফাইনালের হার্ডল থেকেই বিদায় নেয় কর্ণাটক ও অসম।

30 Nov 2022, 05:20:21 PM IST

ফাইনালের সূচি

আগামী ২ ডিসেম্বর, শুক্রবার বিজয় হাজারে ট্রফির ফাইনালে সম্মুখসমরে নামবে সৌরাষ্ট্র ও মহারাষ্ট্র। আমদাবাদে ফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল ৯টায়।

30 Nov 2022, 05:10:44 PM IST

লড়ে হার অসমের

মহারাষ্ট্রের ৭ উইকেটে ৩৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অসম ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৩৮ রান সংগ্রহ করে। ১২ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জিতে ফাইনালে ওঠেন রুতুরাজরা। ম্যাচ হারলেও দুর্দান্ত লড়াই দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জিতে নেন রিয়ান পরাগরা। রাজবর্ধন হাঙ্গার্গেকর ৪টি উইকেট দখল করেন।

30 Nov 2022, 04:44:42 PM IST

সেঞ্চুরি হাতছাড়া স্বরূপমের

৪৪.৫ ওভারে হাঙ্গার্গেকরের বলে তাম্বের হাতে ধরা পড়েন স্বরূপম। ১০টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৯৫ রান করেন তিনি। অসম ৩০৫ রানে ৮ উইকেট হারায়।

30 Nov 2022, 04:37:43 PM IST

৩০০ টপকাল অসম

৪৪ ওভার শেষে ৭ উইকেটের বিনিময়ে ৩০৩ রান সংগ্রহ করেছে অসম। মহারাষ্ট্রের ৩৫০ রানের ইনিংসকে টপকে যেতে তাদের দরকার ৬ ওভারে ৪৮ রান। ৯৪ রানে ব্যাট করছেন স্বরূপম।

30 Nov 2022, 04:15:05 PM IST

জিততে ১০ ওভারে অসমের দরকার ৭৯

মহারাষ্ট্রের বিরুদ্ধে ৪০ ওভার শেষে অসমের স্কোর ৬ উইকেটে ২৭২ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ১০ ওভারে তাদের দরকার ৭৯ রান। ৭২ বলে ৮০ রান করে অপরাজিত রয়েছেন স্বরূপম। ৬৩ বলে ৭৮ রান করে আউট হন শিবশঙ্কর।

30 Nov 2022, 03:51:48 PM IST

ফাইনালে সৌরাষ্ট্র

কর্ণাটকের ১৭১ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ৩৬.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮২ বল বাকি থাকতে ৫ উইকেটে ম্যাচ জিতে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। গোহিল ৬১, সামর্থ ৩৩, প্রেরক ৩৫, অর্পিত অপরাজিত ২৫ ও চিরাগ জানি অপরাজিত ১৩ রান করেন। ২টি উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম।

30 Nov 2022, 03:35:08 PM IST

২০০ টপকাল অসম

মহারাষ্ট্রের বিরুদ্ধে ৩১ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২০৩ রান তুলেছে অসম। ৬১ রানে অপরাজিত রয়েছেন শিবশঙ্কর রায়। ৪০ রানে ব্যাট করছেন স্বরূপম।

30 Nov 2022, 03:32:45 PM IST

৫ উইকেট হারাল সৌরাষ্ট্র

কর্ণাটকের বিরুদ্ধে জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নেমে ১৩৯ রানে ৫ উইকেট হারাল সৌরাষ্ট্র। ৩০.৫ ওভারে কৃষ্ণাপ্পা গৌতমের বলে আউট হন গোহিল।

30 Nov 2022, 03:16:05 PM IST

পালটা দিচ্ছে অসম

মহারাষ্ট্রের ৩৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অসম ২৭ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭২ রান সংগ্রহ করেছে। স্বরূপম ৩০ ও শিবশঙ্কর রায় ৪০ রানে ব্যাট করছেন। ঋষভ দাস ৫৩ রান করে আউট হয়েছেন।

30 Nov 2022, 03:01:31 PM IST

১০০ টপকাল সৌরাষ্ট্র

কর্ণাটকের বিরুদ্ধে ২৪ ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকায় সৌরাষ্ট্র। তাদের স্কোর ৩ উইকেটে ১০১ রান। ৪৮ রানে ব্যাট করছেন জয় গোহিল। ১৬ রানে ব্যাট করছেন প্রেরক মানকড়। সামর্থ ব্যাস ৩৩ রান করে সাজঘরে ফেরেন।

30 Nov 2022, 02:32:22 PM IST

রিয়ান পরাগ আউট

১৪.১ ওভারে হাঙ্গার্গেকরের বলে রুতুরাজের হাতে ধরা পড়েন রিয়ান পরাগ। ২টি ছক্কার সাহায্যে ১১ বলে ১৫ রান করেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে অসম ৮৪ রানে ৩ উইকেট হারায়। 

30 Nov 2022, 02:13:23 PM IST

অসমের দ্বিতীয় উইকেটের পতন

১০.৪ ওভারে হাঙ্গার্গেকরের বলে নাওয়ালের দস্তানায় ধরা পড়েন কুণাল সাইকিয়া। ২৭ বলে ১০ রান করেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৬২ রানে ২ উইকেট হারায় অসম। ব্যাট করতে নামেন রিয়ান পরাগ।

30 Nov 2022, 01:35:05 PM IST

শুরুতেই উইকেট হারাল অসম

মহারাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনালে ৯ রানের মাথায় ১ উইকেট হারায় অসম। ৫ বলে ৫ রান করে মনোজের বলে এলবিডব্লিউ হন রাহুল হাজারিকা।

30 Nov 2022, 01:33:11 PM IST

১ রানে ২ উইকেট সৌরাষ্ট্রের

কর্ণাটকের বিরুদ্ধে সেমিফাইনালে মাত্র ১ রানে ২ উইকেট হারিয়ে বসে সৌরাষ্ট্র। ইনিংসের দ্বিতীয় বলে কাভেরাপ্পা আউট করেন হার্ভিক দেশাইকে। দ্বিতীয় ওভারের প্রথম বলে কৌশিক ফিরিয়ে দেন শেল্ডন জ্যাকসনকে।

30 Nov 2022, 12:52:05 PM IST

অল-আউট কর্ণাটক

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪৯.১ ওভারে ১৭১ রানে অল-আউট হয়ে যায় কর্ণাটক। ১৩৫ বলে ৮৮ রান করেন রবিকুমার সামর্থ। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। জয়দেব উনাদকাট ৪টি ও প্রেরক মানকড় ২টি উইকেট নেন। জয়ের জন্য সৌরাষ্ট্রের দরকার ১৭২ রান।

30 Nov 2022, 12:43:57 PM IST

বিরাট ইনিংস মহারাষ্ট্রের

অসমের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৫০ রানের বিরাট ইনিংস গড়ে তোলে মহারাষ্ট্র। রুতুরাজ ১৬৮, অঙ্কিত বাউনি ১১০ ও সত্যজিৎ বাছাব ৪১ রান করেন। রিয়ান পরাগ ৭০ রানে ১ উইকেট নেন। ৪২ রানে ৩ উইকেট নিয়েছেন মুখতার হুসেন।

30 Nov 2022, 12:18:17 PM IST

রুতুরাজ গায়কোয়াড় আউট

৪৪.২ ওভারে রিয়ান পরাগের বলে জৈনের হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ১৬৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে সাজঘরে ফেরেন তিনি। ১২৬ বলের আগ্রাসী ইনিংসে ১৮টি চার ও ৬টি ছক্কা মারেন তিনি। অসমের বিরুদ্ধে মহারাষ্ট্র ৩০২ রানে ৩ উইকেট হারায়।

30 Nov 2022, 12:06:00 PM IST

৭ উইকেট হারিয়েছে কর্ণাটক

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৪০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১২৭ রান সংগ্রহ করেছে কর্ণাটক। ১১০ বলে ৬৬ রান করেছেন রবিকুমার সামর্থ। তিনি ৪টি চার মেরেছেন।

30 Nov 2022, 11:59:18 AM IST

১৫০ টপকালেন রুতুরাজ

কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করার পরে সেমিফাইনালেও ১৫০ রানের গণ্ডি টপকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ১৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১২০ বলে ১৫২ রান সংগ্রহ করেন রুতুরাজ। ইনিংসের ৪১তম ওভারে ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২১ রান সংগ্রহ করে মহারাষ্ট্র। ৪২তম ওভারে ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৩ রান সংগ্রহ করে তারা। ৪৩তম ওভারে ২টি চার ও ১টি ছক্কায় ১৭ রান তোলে মহারাষ্ট্র। ৪৩ ওভার শেষে তাদের স্কোর ২ উইকেটে ২৯০ রান। রুতুরাজ ১২৪ বলে ১৬৭ রান করেছেন। মেরেছেন ১৮টি চার ও ৬টি ছক্কা। অঙ্কিত ৬৬ বলে ৭৬ রান করেছেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

30 Nov 2022, 11:47:12 AM IST

৬ উইকেট হারাল কর্ণাটক

৩৫.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন মনোজ। সৌরাষ্ট্রের বিরুদ্ধে ১২১ রানের মাথায় ৬ উইকেট হারায় কর্ণাটক। ৬২ রানে ব্যাট করছেন রবিকুমার সামর্থ।

30 Nov 2022, 11:44:34 AM IST

২০০ টপকাল মহারাষ্ট্র

অসমের বিরুদ্ধে ইনিংসের ৩৬তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে যায় মহারাষ্ট্র। ৩৮ ওভার শেষে তাদের সংগ্রহে রয়েছে ২ উইকেটে ২১৭ রান। রুতুরাজ ১২৮ ও অঙ্কিত বাউনি ৪২ রানে ব্যাট করছেন। 

30 Nov 2022, 11:17:40 AM IST

৫ উইকেট হারিয়ে চাপে কর্ণাটক

২৮.৫ ওভারে কুশাঙ্গ প্যাটেলের বলে দেশাইয়ের দস্তানায় ধরা পড়েন শ্রেয়স গোপাল। ৩১ বলে ৯ রান করেন তিনি। সৌরাষ্ট্রের বিরুদ্ধে কর্ণাটক ২৯ ওভারে ৫ উকেট হারিয়ে ৮১ রান সংগ্রহ করেছে। রবিকুমার সামর্থ ৪৪ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 11:14:11 AM IST

ফের শতরান রুতুরাজের

১১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮৮ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। অসমের বিরুদ্ধে ৩২ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ২ উইকেটে ১৭৯ রান। রুতুরাজ ১০১ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 10:36:26 AM IST

একই ওভারে ২ উইকেট হারাল কর্ণাটক

১৯তম ওভারে বল করতে এসে নিকিন জোস (৩৩ বলে ১২) ও মণীশ পান্ডের (৩ বলে ০) উইকেট তুলে নেন প্রেরক মানকড়। কর্ণাটক ৪ উইকেটে ৪৭ রান সংগ্রহ করেছে।

30 Nov 2022, 10:33:40 AM IST

হাফ-সেঞ্চুরি রুতুরাজের

কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরির পরে এবার চলতি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে হাফ-সেঞ্চুরির গণ্ডি টপকে গেলেন রুতুরাজ গায়কোয়াড়। ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন গায়কোয়াড়। ২০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৯৪ রান। রুতুরাজ ৫০ ও সত্যজিৎ ৪০ রানে ব্যাট করছেন।

30 Nov 2022, 10:10:15 AM IST

লড়ছেন রুতুরাজ

অসমের বিরুদ্ধে ১৫ ওভার শেষে ১ উইকেটের বিনিময়ে ৬৩ রান সংগ্রহ করেছে মহারাষ্ট্র। রুতুরাজ ৪৫ বলে ৩৯ রান করেছেন। মেরেছেন ৭টি চার। সত্যজিৎ বাছাব ২৮ বলে ২০ রান করেছেন। মেরেছেন ২টি চার।

30 Nov 2022, 10:06:44 AM IST

ধীর শুরু কর্ণাটকের

১৩ ওভার শেষে কর্ণাটকের স্কোর ২ উইকেটে ২৯ রান। ১০ বলে ৩ রান করে আউট হয়েছেন বিআর শরৎ। রবিকুমার সামর্থ ৪৩ বলে ১৪ রান করেছেন। ১৪ বলে ৬ রান করেছেন নিকিন জোস।

30 Nov 2022, 09:47:10 AM IST

রাহুল ত্রিপাঠী আউট

অসমের বিরুদ্ধে ইনিংসের শুরুতেই রাহুল ত্রিপাঠীর উইকেট হারাল মহারাষ্ট্র। ৬.৬ ওভারে মুখতার হুসেনের বলে চৌধুরির হাতে ধরা পড়েন রাহুল। ১৭ বলে ৩ রান করেন তিনি। ২৭ রানে ১ উইকেট হারায় মহারাষ্ট্র।

30 Nov 2022, 09:39:48 AM IST

ব্যর্থ মায়াঙ্ক আগরওয়াল

সৌরাষ্ট্রের বিরুদ্ধে সেমিফাইনালে ব্যাট হাতে ব্যর্থ হলেন মায়াঙ্ক আগরওয়াল। ৪.৫ ওভারে উনাদকাটের বলে জ্যাতসনের হাতে ধরা পড়েন কর্ণাটক দলনায়ক। ১১ বলে ১ রান করেন মায়াঙ্ক। কর্ণাটক ৯ রানে ১ উইকেট হারায়।  

30 Nov 2022, 09:34:09 AM IST

টস জিতে ফিল্ডিং সৌরাষ্ট্র-অসমের

আমদাবাদে চারটি কোয়ার্টার ফাইনালেই যে দল টস জেতে, তারা রান তাড়া করার সিদ্ধান্ত নেয়। সেমিফাইনালেও তার ব্যতিক্রম হল না। কর্ণাটকের বিরুদ্ধে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় সৌরাষ্ট্র। টস জিতে অসম শুরুতে ব্যাট করতে পাঠায় মহারাষ্ট্রকে।

30 Nov 2022, 09:34:09 AM IST

সেমিফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে লড়ছে

চলতি বিজয় হাজারে ট্রফির প্রথম সেমিফাইনালে কর্ণাটকের লড়াই সৌরাষ্ট্রের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে অসম লড়ছে মহারাষ্ট্রের বিরুদ্ধে। কর্ণাটক কোয়ার্টার ফাইনালে হারায় পঞ্জাবকে। সৌরাষ্ট্র শেষ আটের হার্ডলে টপকে যায় তামিলনাড়ুর বাধা। মহারাষ্ট্রের কাছে কোয়ার্টার ফাইনালে হার মানে উত্তরপ্রদেশ। অসম শেষ আটের লড়াইয়ে পরাজিত করে জম্মু-কাশ্মীরকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির… বোনু রাহাকে চোখে চোখে রাখছে তৈমুর, কাপুর পরিবারে গণেশ বন্দনায় দেখা নেই আলিয়ার! মায়ের শ্রাদ্ধের নিমন্ত্রণপত্রে উঠল ‘‌উই ওয়ান্ট জাস্টিস’‌, অভিনব প্রতিবাদ রায়গঞ্জ ‘আর কোনো কষ্ট হবে না..’, মাতৃসম হবু শাশুড়িকে হারিয়ে শোকস্তব্ধ ‘মিশকা’ অহনা! নির্মলার কাছে ব্যবসায়ীর ক্ষমা চাওয়ার ভিডিয়ো ফাঁস, নেতাকে দল থেকে তাড়াল BJP আগামিকাল কন্যা সংক্রান্তি, জেনে নিন স্নান দানেরশুভ সময় ও পুজোর পদ্ধতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.