বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: সৌরাষ্ট্রকে বিজয় হাজারে চ্যাম্পিয়ন করলেন KKR-এর বাতিল ঘোড়া
শতরানের পরে শেল্ডন জ্যাকসন। ছবি- বিসিসিআই।

Vijay Hazare Trophy: সৌরাষ্ট্রকে বিজয় হাজারে চ্যাম্পিয়ন করলেন KKR-এর বাতিল ঘোড়া

Maharashtra vs Saurashtra Vijay Hazare Trophy Final Live Score And Update: রুতুরাজের লড়াকু শতরান ব্যর্থ করে সৌরাষ্ট্রের হাতে ট্রফি তুলে দেন শেল্ডন জ্যাকসন।

সেমিফাইনালে কর্ণাটককে হারিয়ে চলতি বিজয় হাজারে ট্রফির খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় সৌরাষ্ট্র। অপর সেমিফাইনালে অসমকে পরাজিত করে ফাইনালের টিকিট হাতে পায় মহারাষ্ট্র। শেষমেশ ফাইনালে রুতুরাজের নেতৃত্বাধীন মহারাষ্ট্রকে টেক্কা দিয়ে ট্রফি হাতে তোলে জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র।

02 Dec 2022, 05:40:30 PM IST

টুর্নামেন্টের সেরা রুতুরাজ

৫টি ম্যাচে মাঠে নেমে ৪টি শতরান-সহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬৬০ রান সংগ্রহ করেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেন। সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করেন। সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গায়কোয়াড়।

02 Dec 2022, 05:37:20 PM IST

ম্যাচের সেরা শেল্ডন

১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সৌরাষ্ট্রের শেল্ডন জ্যাকসন।

02 Dec 2022, 05:09:11 PM IST

বিজয় হাজারে চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র

কেকেআরের বাতিল ঘোড়া শেল্ডন জ্যাকসনই সৌরাষ্ট্রকে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন করে। মহারাষ্ট্রের ৯ উইকেটে ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ৪৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৪৯ রান তুলে নেয়। ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৩৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যাকসন, যাঁকে এবার স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩০ রান করে নট-আউট থাকেন চিরাগ জানি।

02 Dec 2022, 05:00:14 PM IST

৫ ওভারে ১৬ রান দরকার সৌরাষ্ট্রের

৪৫ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর ৫ উইকেটে ২৩৩ রান। সুতরাং, শেষ ৫ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার তাদের। ১৩৩ বলে ১২২ রান করেছেন শেল্ডন জ্যাকসন। ১৯ বলে ২৫ রান করেছেন চিরাগ জানি।

02 Dec 2022, 04:44:09 PM IST

২০০ টপকাল সৌরাষ্ট্র

৪২তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল সৌরাষ্ট্র। তাদের স্কোর ৫ উইকেটে ২০৬ রান। শেল্ডন জ্যাকসন ১১২ রানে ব্যাট করছেন। ৮ রানে ব্যাট করছেন চিরাগ জানি।

02 Dec 2022, 04:33:47 PM IST

প্রেরক মানকড় আউট

৩৯.৫ ওভারে সত্যজিৎ বাছাবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন প্রেরক মানকড়। ৬ বলে ১ রান করেন তিনি। সৌরাষ্ট্র ১৯২ রানে ৫ উইকেট হারায়। শেল্ডন ১০৭ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 04:29:52 PM IST

অর্পিত আউট

৩৮.২ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে পরিবর্ত ফিল্ডার হিমগানেকরের হাতে ধরা পড়েন অর্পিত বাসবদা। ২৪ বলে ১৫ রান করেন তিনি। মারেন ১টি চার।

02 Dec 2022, 04:18:19 PM IST

দাপুটে শতরান শেল্ডনের

৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ৩৮ ওভার শেষে সোরাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৮৯ রান। জ্যাকসন ১০৫ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 04:01:14 PM IST

১৫০ টপকাল সৌরাষ্ট্র

৩৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় সৌরাষ্ট্র। তাদের স্কোর ৩ উইকেটে ১৫৫ রান। ১০৯ বলে ৮৪ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ৯টি চার ও ২টি ছক্কা।

02 Dec 2022, 03:59:19 PM IST

সামর্থ আউট

৩২.২ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে পবনের হাতে ধরা পড়েন সামর্থ ব্যাস। ১৯ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৪৭ রানে ৩টি উইকেট হারায় সৌরাষ্ট্র।

02 Dec 2022, 03:32:07 PM IST

গোহিল আউট

একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন মুকেশ। ২৬.৬ ওভারে নাওয়ালের দস্তানায় ধরা পড়েন সদ্য ক্রিজে আসে জয় গোহিল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। সৌরাষ্ট্র ১২৫ রানে ২টি উইকেট হারায়। জ্যাকসন ৬৮ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 03:27:26 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট হার্ভিক

৭টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্ভিক দেশাই। ২৬.৪ ওভারে মুকেশের বলে বাছাবের হাতে ধরা পড়েন তিনি। শেষমেশ ৬৭ বলে ৫০ রান করে আউট হন দেশাই। সৌরাষ্ট্র ১২৫ রানে ১ উইকেট হারায়।

02 Dec 2022, 03:13:56 PM IST

১০০ টপকাল সৌরাষ্ট্র

২১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে সৌরাষ্ট্র। ২৪ ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ১১১ রান। ৮৮ বলে ৬৫ রান করেছেন শেল্ডন জ্যাকসন। ৫৬ বলে ৩৯ রান করেছেন হার্ভিক দেশাই।

02 Dec 2022, 02:48:52 PM IST

হাফ-সেঞ্চুরি শেল্ডনের

৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেল্ডন জ্যাকসন। ১৭ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৮১ রান। শেল্ডন ৫০ ও হার্ভিক ২৪ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 02:31:23 PM IST

৫০ টপকাল সৌরাষ্ট্র

১২ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৪৪ বলে ৩০ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ৬টি চার। ২৮ বলে ১৯ রান করেছেন হার্ভিক দেশাই। মেরেছেন ৪চি চার।

02 Dec 2022, 02:08:40 PM IST

সতর্ক শুরু সৌরাষ্ট্রের

৮ ওভার শেষে সৌরাষ্ট্র কোনও উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে। ২৮ বলে ১২ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ২টি চার। ২০ বলে ১৩ রান করেছেন হার্ভিক দেশাই। মেরেছেন ৩টি চার।

02 Dec 2022, 01:42:53 PM IST

তৃতীয় ওভারে খাতা খোলে সৌরাষ্ট্র

পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ২ ওভারে কোনও রান সংগ্রহ করেত পারেনি। মনোজ ইঙ্গালে ও মুকেশ চৌধরী নিজেদের প্রতম ওভারে কোনও রান খচর করেননি। ২.১ ওভারে ১ রান নিয়ে খাতা খোলেন হার্ভিক দেশাই। 

02 Dec 2022, 01:04:05 PM IST

লড়াইয়ের রসদ পেল মহারাষ্ট্র

শেষ ওভারে নৌশাদ শেখ ৩টি চার মারেন। শেষ বলে রান-আউট হন মুকেশ। সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৮ রান সংগ্রহ করে। সুতরাং, চ্যাম্পিয়ন হওয়ার জন্য সৌরাষ্ট্রের দরকার ২৪৯ রান।

02 Dec 2022, 12:54:33 PM IST

চিরাগ জানির হ্যাটট্রিক

৪৯তম ওভারে প্রথম ৩টি বলে চিরাগ জানি আউট করেন যথাক্রমে সৌরভ নাওয়ালে (১৩), রাজবর্ধন হাঙ্গার্গেকর (০) ও ভিকি ওস্তওয়ালকে (০)। সেই সঙ্গে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চিরাগ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। উনাদকাট ১০ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ৪৯ ওভার শেষে মহারাষ্ট্রেক স্কোর ৮ উইকেটে ২৩৬ রান।

02 Dec 2022, 12:29:13 PM IST

২০০ টপকে ৫ উইকেট হারায় মহারাষ্ট্র

৪১.৬ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ৪৩.৪ ওভারে প্রেরক মানকড়ের বলে চিরাগ জানির হাতে ধরা দেন আজিম কাজি। তিনি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ২০৫ রানে ৫ উইকেট হারায় মহারাষ্ট্র।

02 Dec 2022, 12:09:18 PM IST

রুতুরাজের শতরান

কোয়ার্টার ফাইনালে অপরাজিত ২২০ ও সেমিফাইনালে ১৬৮ রানের পরে এবাং সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালেও সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান গায়কোয়াড়। ৪০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৭৯ রান। রুতুরাজ ১০৩ ও আজিম কাজি ২০ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 11:56:28 AM IST

১৫০ ছুঁল মহারাষ্ট্র

৩৭ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। ১১৫ বলে ৭৯ রান করেছেন রুতুরাজ। মেরেছেন ৭টি চার ও ১টি ছক্কা। ১৩ বলে ১৫ রান করেছেন আজিম কাজি। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা।

02 Dec 2022, 11:34:12 AM IST

হাফ-সেঞ্চুরি রুতুরাজের

কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি ও সেমিফাইনালে সেঞ্চুরির পরে এবার চলতি বিজয় হাজারে ট্রফির ফাইনালে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান মহারাষ্ট্র দলনায়ক। ৩৩ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১১২ রান। ৫৬ রানে ব্যাট করছেন রুতুরাজ। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৬ করে উনাদকাটের বলে আউট হন অঙ্কিত।

02 Dec 2022, 11:21:29 AM IST

১০০ টপকাল মহারাষ্ট্র

৩০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ২ উইকেটে ১০২ রান। ৯২ বলে ৪৭ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ২টি টার ও ১টি ছক্কা মেরেছেন। ১৬ বলে ১৫ রান করেছেন অঙ্কিত বাউনি। তিনি ২টি চার মেরেছেন।

02 Dec 2022, 11:01:07 AM IST

সত্যজিৎ আউট

২৪.৪ ওভারে পার্থ র বলে জানির হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন সত্যজিৎ বাছাব। ৫৯ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। মহারাষ্ট্র ৭৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামে অঙ্কিত বাউনি। রুতুরাজ ৩৪ রানে ব্যাট করছেন।

02 Dec 2022, 10:40:00 AM IST

৫০ ছুঁল মহারাষ্ট্র

১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে মহারাষ্ট্র। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান। ৬৫ বলে ২৬ রান করেছেন রুতুরাজ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪২ বলে ২২ রান করেছেন সত্যজিৎ বাছাব। তিনি ৩টি চার মেরেছেন।

02 Dec 2022, 10:13:52 AM IST

আঁটোসাটো বোলিং সৌরাষ্ট্রের

১৪ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৩২ রান। সত্যজিৎ বাছাব ৩২ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ৩৯ বলে ৮ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। ৬ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৫ রান খরচ করেছেন জয়দেব উনাদকাট।

02 Dec 2022, 09:47:10 AM IST

ঠুকঠুকে শুরু মহারাষ্ট্রের

৮ ওভার ব্যাট করে মহারাষ্ট্র ১ উইকেটের বিনিময়ে মাত্র ১০ রান সংগ্রহ করেছে। ২৬টি বল খেলে ৪ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ বল খেলে এখনও খাতা খোলেননি সত্যজিৎ। ৪ ওভারে ৪ রান খরচ করেছেন উনাদকাট।

02 Dec 2022, 09:26:20 AM IST

রান-আউট পবন

পবন শাহকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ৪.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন পবন। ১৩ বলে ৪ রান করেন তিনি। মহারাষ্ট্র ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সত্যজিৎ বাছাব।

02 Dec 2022, 09:24:02 AM IST

সৌরাষ্ট্রের প্রথম একাদশ

হার্ভিক দেশাই (উইকেটকিপার), শেল্ডন জ্যাকসন, জয় গোহিল, সামর্থ ব্যাস, প্রেরক মানকড়, অর্পিত বাসবদা, চিরাগ জানি, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), ধর্মেন্দ্রসিং জাদেজা, পার্থ ভাট ও কুশাঙ্গ প্যাটেল।

02 Dec 2022, 09:21:15 AM IST

মহারাষ্ট্রের প্রথম একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), পবন শাহ, অঙ্কিত বাউনি, আজিম কাজি, নৌশাদ শেখ, সত্যজিৎ বাছাব, সৌরভ নাওয়ালে (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, মুকেশ চৌধরী, মনোজ ইঙ্গালে ও ভিকি ওস্তওয়াল।

02 Dec 2022, 09:18:35 AM IST

টস জিতল সৌরাষ্ট্র

মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালে টস জিতল সৌরাষ্ট্র। আমদাবাদে টস জিতে জয়দেব উনাদকাট শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মহারাষ্ট্রকে। সেই মতো শুরুতে ব্যাটিং রুতুরাজ গায়কোয়াড়দের।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

খিদে পেত না,রাতে ঘুম হত না,ওজন কমে যাচ্ছিল- অবসাদের কারণেই ৩১ বছরেই অবসর নেন মেগ প্রেমের দিক থেকে কাদের জন্য আজকের দিনটি ভালো নয়? দেখুন আজকের প্রেম রাশিফল কোচবিহারে জওয়ানের অস্বাভাবিক মৃত্যু, ভোটকেন্দ্রেই নাকে-মুখে উঠেছিল রক্ত ফর্সা হতে গিয়ে কিডনির ক্ষতি করছেন না তো? ফেয়ারনেস ক্রিম ব্যবহারের আগে সাবধান বেগুনি টুপির মালিক বুমরাহ,বড় লাফ কোয়েটজিয়ার,কমলা ক্যাপের লিস্টে ৩-এ উঠলেন রোহিত PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল মাদক মামলা থেকে আরিয়ানকে ক্লিনচিট দেওয়া সঞ্জয় সিং নিলেন স্বেচ্ছাবসর LIVE Lok Sabha Vote: ১০২ আসনে চলছে ভোট, ভোটারদের উদ্দেশে বাংলায় X বার্তা মোদীর পঞ্জাবকে হারিয়ে মুম্বইয়ের লম্বা জাম্প! গিল-ধাওয়ানদের পিছনে ফেললেন হার্দিকরা

Latest IPL News

PBKS vs MI: IPL-এর ইতিহাসে এত বছরে যা হয়নি সেটাই হল এবার! ক্যামেরা দেখাল টসের স কাজে এল না আশুতোষ-শশাঙ্কের লড়াই, রোমাঞ্চকর ম্যাচে পঞ্জাবকে ৯ রানে হারাল মুম্বই বুমরাহের ইনসুইং ইয়র্কার বুঝতেই পারলেন না রসউ, উপড়ে গেল দু'টি স্টাম্প- ভিডিয়ো তখন আমি কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম- MI vs RR ম্যাচের স্মৃতি ভুলতে পারছেন না রোহিত আমরা চাই ধোনি শেষ বলে ছক্কা মারুক কিন্তু… লখনউয়ের রাস্তায় LSG-র প্রার্থনা ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছেন? CSK-র সমালোচনা করতেই প্রাক্তনীর রোষে হর্ষ ভোগলে সেদিন আটকে গেলাম না হলে... ODI World Cup 2023 ফাইনাল নিয়ে আক্ষেপ করছেন রাহুল IPL 2024: দুবে, ওয়াশিংটনরা বলই পাচ্ছেন না- হঠাৎ কেন চিন্তায় পড়লেন রোহিত শর্মা T20 WC-এর ১৫ জনের দলে হার্দিক থাকবেনই, তবে রিঙ্কুর জায়গা নিশ্চিত নয়- রিপোর্ট MI: আসলে আমি জানি IPL-এ কীভাবে সাফল্য পাওয়া যায়- কেন এমন বললেন রোহিত শর্মা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.