সেমিফাইনালে কর্ণাটককে হারিয়ে চলতি বিজয় হাজারে ট্রফির খেতাবি লড়াইয়ে জায়গা করে নেয় সৌরাষ্ট্র। অপর সেমিফাইনালে অসমকে পরাজিত করে ফাইনালের টিকিট হাতে পায় মহারাষ্ট্র। শেষমেশ ফাইনালে রুতুরাজের নেতৃত্বাধীন মহারাষ্ট্রকে টেক্কা দিয়ে ট্রফি হাতে তোলে জয়দেব উনাদকাটের সৌরাষ্ট্র।
টুর্নামেন্টের সেরা রুতুরাজ
৫টি ম্যাচে মাঠে নেমে ৪টি শতরান-সহ টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৬৬০ রান সংগ্রহ করেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি করেন। সেমিফাইনাল এবং ফাইনালে সেঞ্চুরি করেন। সঙ্গত কারণেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন গায়কোয়াড়।
ম্যাচের সেরা শেল্ডন
১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস খেলার সুবাদে ফাইনালের সেরা ক্রিকেটার নির্বাচিত হন সৌরাষ্ট্রের শেল্ডন জ্যাকসন।
বিজয় হাজারে চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র
কেকেআরের বাতিল ঘোড়া শেল্ডন জ্যাকসনই সৌরাষ্ট্রকে বিজয় হাজারে ট্রফি চ্যাম্পিয়ন করে। মহারাষ্ট্রের ৯ উইকেটে ২৪৮ রানের জবাবে ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র ৪৬.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ২৪৯ রান তুলে নেয়। ১২টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ১৩৬ বলে ১৩৩ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে অপরাজিত থাকেন জ্যাকসন, যাঁকে এবার স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ৩০ রান করে নট-আউট থাকেন চিরাগ জানি।
৫ ওভারে ১৬ রান দরকার সৌরাষ্ট্রের
৪৫ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর ৫ উইকেটে ২৩৩ রান। সুতরাং, শেষ ৫ ওভারে জয়ের জন্য ১৬ রান দরকার তাদের। ১৩৩ বলে ১২২ রান করেছেন শেল্ডন জ্যাকসন। ১৯ বলে ২৫ রান করেছেন চিরাগ জানি।
২০০ টপকাল সৌরাষ্ট্র
৪২তম ওভারে দলগত ২০০ রানের গণ্ডি টপকে গেল সৌরাষ্ট্র। তাদের স্কোর ৫ উইকেটে ২০৬ রান। শেল্ডন জ্যাকসন ১১২ রানে ব্যাট করছেন। ৮ রানে ব্যাট করছেন চিরাগ জানি।
প্রেরক মানকড় আউট
৩৯.৫ ওভারে সত্যজিৎ বাছাবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন প্রেরক মানকড়। ৬ বলে ১ রান করেন তিনি। সৌরাষ্ট্র ১৯২ রানে ৫ উইকেট হারায়। শেল্ডন ১০৭ রানে ব্যাট করছেন।
অর্পিত আউট
৩৮.২ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে পরিবর্ত ফিল্ডার হিমগানেকরের হাতে ধরা পড়েন অর্পিত বাসবদা। ২৪ বলে ১৫ রান করেন তিনি। মারেন ১টি চার।
দাপুটে শতরান শেল্ডনের
৯টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন। ৩৮ ওভার শেষে সোরাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৮৯ রান। জ্যাকসন ১০৫ রানে ব্যাট করছেন।
১৫০ টপকাল সৌরাষ্ট্র
৩৪তম ওভারে দলগত ১৫০ রানের গণ্ডি টপকে যায় সৌরাষ্ট্র। তাদের স্কোর ৩ উইকেটে ১৫৫ রান। ১০৯ বলে ৮৪ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ৯টি চার ও ২টি ছক্কা।
সামর্থ আউট
৩২.২ ওভারে ভিকি ওস্তওয়ালের বলে পবনের হাতে ধরা পড়েন সামর্থ ব্যাস। ১৯ বলে ১২ রান করেন তিনি। মারেন ১টি চার। ১৪৭ রানে ৩টি উইকেট হারায় সৌরাষ্ট্র।
গোহিল আউট
একই ওভারে ২টি উইকেট তুলে নিলেন মুকেশ। ২৬.৬ ওভারে নাওয়ালের দস্তানায় ধরা পড়েন সদ্য ক্রিজে আসে জয় গোহিল। ২ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। সৌরাষ্ট্র ১২৫ রানে ২টি উইকেট হারায়। জ্যাকসন ৬৮ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি করে আউট হার্ভিক
৭টি বাউন্ডারির সাহায্যে ৬১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্ভিক দেশাই। ২৬.৪ ওভারে মুকেশের বলে বাছাবের হাতে ধরা পড়েন তিনি। শেষমেশ ৬৭ বলে ৫০ রান করে আউট হন দেশাই। সৌরাষ্ট্র ১২৫ রানে ১ উইকেট হারায়।
১০০ টপকাল সৌরাষ্ট্র
২১তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে সৌরাষ্ট্র। ২৪ ওভার শেষে তাদের স্কোর বিনা উইকেটে ১১১ রান। ৮৮ বলে ৬৫ রান করেছেন শেল্ডন জ্যাকসন। ৫৬ বলে ৩৯ রান করেছেন হার্ভিক দেশাই।
হাফ-সেঞ্চুরি শেল্ডনের
৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শেল্ডন জ্যাকসন। ১৭ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৮১ রান। শেল্ডন ৫০ ও হার্ভিক ২৪ রানে ব্যাট করছেন।
৫০ টপকাল সৌরাষ্ট্র
১২ ওভার শেষে সৌরাষ্ট্রের স্কোর বিনা উইকেটে ৫২ রান। ৪৪ বলে ৩০ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ৬টি চার। ২৮ বলে ১৯ রান করেছেন হার্ভিক দেশাই। মেরেছেন ৪চি চার।
সতর্ক শুরু সৌরাষ্ট্রের
৮ ওভার শেষে সৌরাষ্ট্র কোনও উইকেট না হারিয়ে ২৮ রান সংগ্রহ করেছে। ২৮ বলে ১২ রান করেছেন শেল্ডন জ্যাকসন। মেরেছেন ২টি চার। ২০ বলে ১৩ রান করেছেন হার্ভিক দেশাই। মেরেছেন ৩টি চার।
তৃতীয় ওভারে খাতা খোলে সৌরাষ্ট্র
পালটা ব্যাট করতে নেমে সৌরাষ্ট্র প্রথম ২ ওভারে কোনও রান সংগ্রহ করেত পারেনি। মনোজ ইঙ্গালে ও মুকেশ চৌধরী নিজেদের প্রতম ওভারে কোনও রান খচর করেননি। ২.১ ওভারে ১ রান নিয়ে খাতা খোলেন হার্ভিক দেশাই।
লড়াইয়ের রসদ পেল মহারাষ্ট্র
শেষ ওভারে নৌশাদ শেখ ৩টি চার মারেন। শেষ বলে রান-আউট হন মুকেশ। সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালে শুরুতে ব্যাট করতে নেমে মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৮ রান সংগ্রহ করে। সুতরাং, চ্যাম্পিয়ন হওয়ার জন্য সৌরাষ্ট্রের দরকার ২৪৯ রান।
চিরাগ জানির হ্যাটট্রিক
৪৯তম ওভারে প্রথম ৩টি বলে চিরাগ জানি আউট করেন যথাক্রমে সৌরভ নাওয়ালে (১৩), রাজবর্ধন হাঙ্গার্গেকর (০) ও ভিকি ওস্তওয়ালকে (০)। সেই সঙ্গে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। চিরাগ ১০ ওভারে ১টি মেডেন-সহ ৪৩ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। উনাদকাট ১০ ওভারে ২৫ রানের বিনিময়ে ১টি উইকেট নেন। ৪৯ ওভার শেষে মহারাষ্ট্রেক স্কোর ৮ উইকেটে ২৩৬ রান।
২০০ টপকে ৫ উইকেট হারায় মহারাষ্ট্র
৪১.৬ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৩১ বলে ১০৮ রান করে সাজঘরে ফেরেন তিনি। পরে ৪৩.৪ ওভারে প্রেরক মানকড়ের বলে চিরাগ জানির হাতে ধরা দেন আজিম কাজি। তিনি ১টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩৩ বলে ৩৭ রান করে সাজঘরে ফেরেন। ২০৫ রানে ৫ উইকেট হারায় মহারাষ্ট্র।
রুতুরাজের শতরান
কোয়ার্টার ফাইনালে অপরাজিত ২২০ ও সেমিফাইনালে ১৬৮ রানের পরে এবাং সৌরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালেও সেঞ্চুরি করলেন রুতুরাজ গায়কোয়াড়। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১২৫ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান গায়কোয়াড়। ৪০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৭৯ রান। রুতুরাজ ১০৩ ও আজিম কাজি ২০ রানে ব্যাট করছেন।
১৫০ ছুঁল মহারাষ্ট্র
৩৭ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৫০ রান। ১১৫ বলে ৭৯ রান করেছেন রুতুরাজ। মেরেছেন ৭টি চার ও ১টি ছক্কা। ১৩ বলে ১৫ রান করেছেন আজিম কাজি। মেরেছেন ১টি চার ও ১টি ছক্কা।
হাফ-সেঞ্চুরি রুতুরাজের
কোয়ার্টার ফাইনালে ডাবল সেঞ্চুরি ও সেমিফাইনালে সেঞ্চুরির পরে এবার চলতি বিজয় হাজারে ট্রফির ফাইনালে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রুতুরাজ গায়কোয়াড়। ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৯৬ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান মহারাষ্ট্র দলনায়ক। ৩৩ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১১২ রান। ৫৬ রানে ব্যাট করছেন রুতুরাজ। ২টি বাউন্ডারির সাহায্যে ২২ বলে ১৬ করে উনাদকাটের বলে আউট হন অঙ্কিত।
১০০ টপকাল মহারাষ্ট্র
৩০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ২ উইকেটে ১০২ রান। ৯২ বলে ৪৭ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ২টি টার ও ১টি ছক্কা মেরেছেন। ১৬ বলে ১৫ রান করেছেন অঙ্কিত বাউনি। তিনি ২টি চার মেরেছেন।
সত্যজিৎ আউট
২৪.৪ ওভারে পার্থ র বলে জানির হাতে ধরা দিয়ে সাজঘরে ফেরেন সত্যজিৎ বাছাব। ৫৯ বলে ২৭ রান করেন তিনি। মারেন ৩টি চার। মহারাষ্ট্র ৭৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামে অঙ্কিত বাউনি। রুতুরাজ ৩৪ রানে ব্যাট করছেন।
৫০ ছুঁল মহারাষ্ট্র
১৯তম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে মহারাষ্ট্র। ২০ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ৫৮ রান। ৬৫ বলে ২৬ রান করেছেন রুতুরাজ। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৪২ বলে ২২ রান করেছেন সত্যজিৎ বাছাব। তিনি ৩টি চার মেরেছেন।
আঁটোসাটো বোলিং সৌরাষ্ট্রের
১৪ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৩২ রান। সত্যজিৎ বাছাব ৩২ বলে ১৮ রান করেছেন। মেরেছেন ৩টি চার। ৩৯ বলে ৮ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। ৬ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৫ রান খরচ করেছেন জয়দেব উনাদকাট।
ঠুকঠুকে শুরু মহারাষ্ট্রের
৮ ওভার ব্যাট করে মহারাষ্ট্র ১ উইকেটের বিনিময়ে মাত্র ১০ রান সংগ্রহ করেছে। ২৬টি বল খেলে ৪ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। ৯ বল খেলে এখনও খাতা খোলেননি সত্যজিৎ। ৪ ওভারে ৪ রান খরচ করেছেন উনাদকাট।
রান-আউট পবন
পবন শাহকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। তবে ৪.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন পবন। ১৩ বলে ৪ রান করেন তিনি। মহারাষ্ট্র ৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সত্যজিৎ বাছাব।
সৌরাষ্ট্রের প্রথম একাদশ
হার্ভিক দেশাই (উইকেটকিপার), শেল্ডন জ্যাকসন, জয় গোহিল, সামর্থ ব্যাস, প্রেরক মানকড়, অর্পিত বাসবদা, চিরাগ জানি, জয়দেব উনাদকাট (ক্যাপ্টেন), ধর্মেন্দ্রসিং জাদেজা, পার্থ ভাট ও কুশাঙ্গ প্যাটেল।
মহারাষ্ট্রের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), পবন শাহ, অঙ্কিত বাউনি, আজিম কাজি, নৌশাদ শেখ, সত্যজিৎ বাছাব, সৌরভ নাওয়ালে (উইকেটকিপার), রাজবর্ধন হাঙ্গার্গেকর, মুকেশ চৌধরী, মনোজ ইঙ্গালে ও ভিকি ওস্তওয়াল।
টস জিতল সৌরাষ্ট্র
মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ফাইনালে টস জিতল সৌরাষ্ট্র। আমদাবাদে টস জিতে জয়দেব উনাদকাট শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান মহারাষ্ট্রকে। সেই মতো শুরুতে ব্যাটিং রুতুরাজ গায়কোয়াড়দের।