মুম্বইয়ের কাছে একতরফা হার দিয়ে বিজয় হাজারে ট্রফির অভিযান শুরু করে বাংলা। তবে পরের ম্য়াচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান অভিমন্যু ঈশ্বরনরা। মিজোরামের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় তুলে নেয় বাংলা। এবার টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্যাচে শক্তিশালী মহারাষ্ট্রের কাছে শেষ বলের থ্রিলারে হেরে বসেন মনোজ তিওয়ারিরা।
শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জেতালেন হাঙ্গার্গেকর
শেষ ওভারে শাহবাজ আহমেদের প্রথম বলে ২ রান নেন আজিম কাজি। দ্বিতীয় বলে ছক্কা মেরে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন তিনি। তৃতীয় বল ২ রান সংগ্রহ করেন আজিম। চতুর্থ বলে পরিবর্ত ফিল্ডার করণ লালের হাতে ধরা পড়েন তিনি। ৭টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৯৭ বলে ১০৬ রান করে আউট হন আজিম। মহারাষ্ট্র ২৭৫ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ চৌধরী। জয়ের জন্য ২ বলে ৫ রান দরকার ছিল মহারাষ্ট্রের। মুকেশ ক্রিজে এসেই ১ রান নেন। শেষ বলে হাঙ্গার্গেকর চার মারলেই ম্য়াচ জিতত মহারাষ্ট্র। তবে শাহবাজের শেষ বলে ছক্কা হাঁকিয়ে মহারাষ্ট্রকে রোমাঞ্চকর জয় এনে দেন ভারতের যুব বিশ্বকাপজয়ী তারকা। বাংলার ৬ উইকেটে ২৭৯ রানের জবাবে মহারাষ্ট্র ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৮২ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬ বলে ৯ রান করে নট-আউট থাকেন হাঙ্গার্গেকর। ৫৭ রানে ২টি উইকেট নেন মুকেশ কুমার। শাহবাজ ৭৫ রান খরচ করে ১টি উইকেট দখল করেন। এছাড়া ১টি করে উইকেট নেন গীত পুরি ও প্রদীপ্ত প্রামানিক।
শেষ ওভারে মহারাষ্ট্রের দরকার ১৫ রান
৪৯ ওভারে মহারাষ্ট্রের স্কোর ৬ উইকেটে ২৬৫ রান। সুতরাং, শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ১৫ রান। আজিম কাজি ৯৬ রানে ব্যাট করছেন। ৩ রানে ব্যাট করছেন হাঙ্গার্গেকর।
শামশুজামা আউট
৪৬.২ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন শামশুজামা কাজি। ১০ বলে ৬ রান করেন তিনি। মহারাষ্ট্র ২৪১ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হাঙ্গার্গেকর। ৪৭ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৬ উইকেটে ২৪৮ রান। জয়ের জন্য শেষ ৩ ওভারে তাদের দরকার ৩২ রান। ৮২ রানে ব্যাট করছেন আজিম কাজি।
রান-আউট বাছাব
পরপর ২টি রান-আউট। ৪২.১ ওভারে সুদীপের থ্রোয়ে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সত্যজিৎ বাছাব। ১ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। মহারাষ্ট্র ২০৪ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শামশুজামা কাজি। ৪৩ ওভারে মহারাষ্ট্রের স্কোর ৫ উইকেটে ২১০ রান। ৭ ওভারে জয়ের জন্য মহারাষ্ট্রের দরকার ৭০ রান।
রান-আউট নাওয়ালে
৪১.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সৌরভ নাওয়ালে। ৪১ বলে ৩৪ রান করেন তিনি। মারেন ৩টি চার। মহারাষ্ট্র ২০০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সত্যজিৎ বাছাব। ৪২ ওভারে মহারাষ্ট্রের স্কোর ৪ উইকেটে ২০৪ রান। জয়ের জন্য ৮ ওভারে ৭৬ রান দরকার তাদের। ৪৮ রানে ব্যাট করছেন আজিম কাজি।
উত্তেজক হচ্ছে ম্যাচ
৩৭ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৬৯ রান। কাজি ২৬ ও নাওয়ালে ২৫ রানে ব্যাট করছেন। জয়ের জন্য ১৩ ওভারে ১১১ রান দরকার মহারাষ্ট্রের।
অঙ্কিতকে ফেরালেন মুকেশ
২৮.১ ওভারে মুকেশ কুমারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অঙ্কিত বাউনি। ৩৩ বলে ২৮ রান করেন তিনি। মারেন ২টি চার ও ১টি ছক্কা। ১৩১ রানে ৩ উইকেট হারায় মহারাষ্ট্র। ব্যাট করতে নামেন নাওয়ালে। ৩০.৪ ওভারে মহারাষ্ট্রের স্কোর ৩ উইকেটে ১৪০ রান। ১৯ রানে ব্যাট করছেন কাজি।
অবসৃত কেদার
৫৫ বলে ৪২ রান করার পরে চোট পেয়ে মাঠ ছাড়েন কেদার যাদব। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ব্যাট করতে নামেন আজিম কাজি। ২৪ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ২ উইকেটে ১৯৫ রান। অঙ্কিত ৮ ও আজিম ৯ রানে ব্যাট করছেন।
রুতুরাজকে ফেরালেন প্রদীপ্ত
১৭.১ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন রুতুরাজ গায়কোয়াড়। ৪২ বলে ৪০ রান করেন তিনি। মারেন ৩টি চার ও ১টি ছক্কা। মহারাষ্ট্র ৮১ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অঙ্কিত।
কেদারকে নিয়ে প্রতিরোধ গড়ছেন রুতুরাজ
১৪ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৬২ রান। রুতুরাজ ২৯ ও কেদার যাদব ২৭ রানে ব্যাট করছেন। দু'জনেই ২টি করে চার ও ১টি করে ছক্কা মেরেছেন।
রাহুল ত্রিপাঠী আউট
৩.৬ ওভারে গীত পুরির বলে মনোজ তিওয়ারির হাতে ধরা পড়েন রাহুল ত্রিপাঠী। ১৪ বলে ২ রান করে মাঠ ছাড়েন রাহুল। মহারাষ্ট্র ১০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন কাদর। ১০ ওভার শেষে মহারাষ্ট্রের স্কোর ১ উইকেটে ৩৭ রান। রুতুরাজ ১৭ ও কেদার ১৬ রানে ব্যাট করছেন।
রান তাড়া শুরু মহারাষ্ট্রের
রাহুল ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন রুতুরাজ গায়কোয়াড়। ৩.৫ ওভারে মহারাষ্ট্র বিনা উইকেটে ১০ রান তুলেছে। রুতুরাজ ৬ ও রাহুল ২ রানে ব্যাট করছেন।
বড় রানের ইনিংস গড়ল বাংলা
প্রাথমিক ব্যাটিং বিপর্যয় সামলে বড় রানের ইনিংস গড়ল বাংলা। নির্ধারিত ৫০ ওভারে তারা ৬ উইকেটের বিনিময়ে ২৭৯ রান সংগ্রহ করে। ৬৪ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন শাহবাজ আহমেদ। তিনি ১টি চার ও ৩টি ছক্কা মারেন। ১৭ বলে ২২ রান করে নট-আউট থাকেন ঋত্বিক চট্টোপাধ্যায়। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৩ রানে ২টি উইকেট নেন হাঙ্গার্গেকর। ৪৭ রানে ২টি উইকেট নেন মুকেশ চৌধরী। সুতরাং, জয়ের জন্য মহারাষ্ট্রের দরকার ২৮০ রান।
শাহবাজের হাফ-সেঞ্চুরি
মাত্র ৫৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শাহবাজ আহমেদ। অর্ধশতরানে পৌঁছতে বাংলার তারকা অল-রাউন্ডার ১টি চার ও ২টি ছক্কার সাহায্য নেন।
অগ্নিভ আউট
৪৪.৫ ওভারে মুকেশ চৌধরীর বলে রুতুরাজের হাতে ধরা পড়েন অগ্নিভ পান। ৭ বলে ৮ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলা ২৩৯ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋত্বিক চট্টোপাধ্যায়। ৪৬ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ২৪৩ রান। ৪৬ রানে ব্যাট করছেন শাহবাজ। তিনি ১টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
সুদীপ ঘরামি আউট
৪২.৪ ওভারে হাঙ্গার্গেকরের বলে অঙ্কিতের হাতে ধরা পড়েন সুপীদ ঘরামি। চাপের মুখে ১২৭ রানের ঝকঝকে ইনিংস খেলে মাঠ ছাড়েন তিনি। ১৩২ বলের ইনিংসে ১১টি চার ও ২টি ছক্কা মারেন সুদীপ। বাংলা ২২১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অগ্নিভ পান।
২০০ টপকাল বাংলা
৪১ ওভারে বাংলার সংগ্রহ ৪ উইকেটে ২০২ রান। ১২৮ বলে ১১৯ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ১টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ২৪ রান করেছেন শাহবাজ আহমেদ।
দুরন্ত শতরান সুদীপের
১০টি বাউন্ডারির সাহায্যে ১১৫ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন সুদীপ ঘরামি। ৩৭ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১৭৬ রান। ১০০ রানে ব্যাট করছেন সুদীপ। ২৬ বলে ১৮ রান করেছেন শাহবাজ।
দেড়শো টপকাল বাংলা
৩৫.১ ওভারে বাংলার স্কোর ৪ উইকেটে ১৬৬ রান। ১০৮ বলে ৯২ রান করেছেন সুদীপ। ২২ বলে ১৬ রান করেছেন শাহবাজ। সুদীপ ৯টি চার মেরেছেন। ১টি ছক্কা মেরেছেন শাহবাজ।
ঋত্বিক রায়চৌধুরী আউট
২৮.৩ ওভারে বাছাবের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋত্বিক রায়চৌধুরী। ১টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ২৯ রান করেন তিনি। বাংলা ১৩০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। ৩১ ওভার শেষে বাংলার স্কোর ৪ উইকেটে ১৩৭ রান। ৭৮ রানে ব্যাট করছেন সুদীপ। ৩ রান করেছেন শাহবাজ।
দুর্দান্ত হাফ-সেঞ্চুরি সুদীপের
লড়াকু ব্যাটিংয়ে চাপে থাকা বাংলাকে টেনে নিয়ে যাচ্ছেন সুদীপ ঘরামি। অভিমন্যু, অনুষ্টুপ, মনোজরা সস্তায় আউট হলেও হাল ছাড়েননি বাংলার ওপেনার। তিনি দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করেন। ২৭.১ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ১২৫ রান। সুদীপ ৮৬ বলে ৭১ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ঋত্বিক ৪২ বলে ২৭ রান করেছেন। মেরেছেন ১টি চার।
ঋত্বিককে নিয়ে লড়ছেন সুদীপ
ঋত্বিক রায়চৌধুরীকে সঙ্গে নিয়ে লড়াই চালাচ্ছেন সুদীপ ঘরামি। ১৭ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ৭৩ রান। সুদীপ ৩৮ রানে ব্যাট করছেন। ১১ রান করেছেন ঋত্বিক। সুদীপ ৫টি ও ঋত্বিক ১টি চার মেরেছেন।
মনোজ তিওয়ারি আউট
ক্রিজে এসে বেশিক্ষণ স্থায়ী হতে পারলেন না মনোজ। ১১.২ ওভারে মুকেশ চৌধরীর বলে নাওয়ালের দস্তানায় ধরা পড়েন তিনি। ৩ বলে ১ রান করেন মনোজ। বাংলা ৪৬ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋত্বিক রায়চৌধুরী।
অনুষ্টুপ আউট
১০.৩ ওভারে হাঙ্গার্গেকরের বলে নাওয়ালের দস্তানায় ধরা পড়েন অনুষ্টুপ মজুমদার। ২টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৫ রান করেন অনুষ্টুপ। বাংলা ৪৫ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।
সুদীপকে নিয়ে প্রতিরোধ গড়ছেন অনুষ্টুপ
প্রাথমিক ধাক্কা সামলে সুদীপ ঘরামিকে নিয়ে প্রতিরোধ গড়ছেন অনুষ্টুপ মজুমদার। ১০ ওভার শেষে বাংলার স্কোর ১ উইকেটে ৪৫ রান। ২৩ রানে ব্যাট করছেন সুদীপ ঘরামি। ব্যাক্তিগত ১৫ রানে অপরাজিত রয়েছেন অনুষ্টুপ।
অভিমন্যু ঈশ্বরন আউট
সুদীপ ঘরামিকে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি বাংলার ওপেনিং জুটি। ৩.৪ ওভারে মনোজের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন অভিমন্যু। ১১ বলে ২ রান করেন বাংলার ক্যাপ্টেন। বাংলা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।
মহারাষ্ট্রের প্রথম একাদশ
রুতুরাজ গায়কোয়াড় (ক্যাপ্টেন), অঙ্কিত বাউনি, রাহুল ত্রিপাঠী, কেদার যাদব, আজিম কাজি, সত্যজিৎ বাছাব, শামশুজামা কাজি, মুকেশ চৌধরী, সৌরভ নাওয়ালে (উইকেটকিপার), মনোজ ইঙ্গালে ও রাজবর্ধন হাঙ্গার্গেকর।
বাংলার প্রথম একাদশ
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), সুদীপ ঘরামি, অগ্নিভ পান (উইকেটকিপার), অনুষ্টুপ মজুমদার, ঋত্বিক রায় চৌধুরী, মনোজ তিওয়ারি, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, গীত পুরি ও প্রদীপ্ত প্রামানিক।
টস জিতল বাংলা
মহারাষ্ট্রের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির লিগ ম্যাচে টস জিতল বাংলা। টস জিতে বাংলা দলনায়ক অভিমন্যু ঈশ্বরন শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, রাঁচিতে রান তাড়া করবেন রুতুরাজ গায়কোয়াড়ের মহারাষ্ট্র।