বাংলা নিউজ > ময়দান > Bengal vs Mumbai: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রাহানের, বাংলাকে বিধ্বস্ত করল মুম্বই
হাফ-সেঞ্চুরি রাহানের। ছবি- টুইটার।

Bengal vs Mumbai: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রাহানের, বাংলাকে বিধ্বস্ত করল মুম্বই

Bengal vs Mumbai Vijay Hazare Trophy 2022 Live Score: বাংলার হয়ে ব্যাট হাতে একা লড়াই চালান মনোজ তিওয়ারি। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরির দোরগোড়া থেকে সাজঘরে ফেরেন মন্ত্রীমশাই। মুম্বইকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন রাহানে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফির লিগ পর্যায়ে দুর্দান্ত ক্রিকেট উপহার দেয় বাংলা। তবে নক-আউটে খেই হারায় তারা। বড় রানের ইনিংস গড়েও জাতীয় টি-২০ ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় অভিমন্যু ঈশ্বরনদের। এবার শুরু বাংলার বিজয় হাজারে ট্রফির অভিযান। শুরুতেই তাদের লড়াই ছিল মুস্তাক আলি চ্যাম্পিয়ন মুম্বইের বিরুদ্ধে। জাতীয় ওয়ান ডে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারতে হয় মনোজ তিওয়ারিদের।

12 Nov 2022, 02:13:32 PM IST

হাফ-সেঞ্চুরি রাহানের, বড় জয় মুম্বইয়ের

বাংলার ১২১ রানের জবাবে ব্যাট করতে নেমে মুম্বই ৩০.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১২৩ রান তুলে ম্যাচ জিতে যায়। ১১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে তারা। অজিঙ্কা রাহানে ৭২ বলে ৫৯ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা মারেন। হার্দিক তামোরে ১টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ১৮ রান করে নট-আউট থাকেন। মুকেশ ৮ ওভার বল করে ২০ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন। শাহবাজ আহমেদ ৭.২ ওভার বল করে ৩৩ রান খরচ করেন। কোনও উইকেট পাননি তিনি। মুকেশ কুমার ছাড়া বাংলার আর কোনও বোলার উইকেট পাননি এই ম্যাচে। রবিবার গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলা মাঠে নামবে মিজোরামের বিরুদ্ধে। এই ম্যাচে বাংলার বিপক্ষে খেলতে দেখা যেতে পারে ‘ঘরের ছেলে’ শ্রীবৎস গোস্বামীকে। আসলে শ্রীবৎস বাংলা ছেড়ে মাঠে নামছেন মিজোরামের হয়ে।

12 Nov 2022, 02:00:31 PM IST

১০০ টপকাল মুম্বই

২৭ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ২ উইকেটে ১০২ রান। ৫৫ বলে ৩৯ রান করেছেন অজিঙ্কা রাহানে। তিনি ৫টি চার মেরেছেন। ৪৪ বলে ১৭ রান করেছেন হার্দিক তামোরে। তিনি ১টি চার মেরেছেন। জয়ের জন্য ৩৩ ওভারে ২০ রান দরকার মুম্বইয়ের।

12 Nov 2022, 01:33:42 PM IST

যশস্বী জসওয়াল আউট

১৩.২ ওভারে মুকেশ কুমারের বলে প্রদীপ্ত প্রামানিকের হাতে ধরা পড়েন যশস্বী জসওয়াল। ৩৩ বলে ১০ রান করেন জসওয়াল। মারেন ২টি চার। মুম্বই ৪৭ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অজিঙ্কা রাহানে। 

12 Nov 2022, 12:42:23 PM IST

মধ্যাহ্নভোজের বিরতি

বাংলার ইনিংস যেহেতু দ্রুত শেষ হয়ে যায়, তাই তড়িঘড়ি পালটা ব্যাট করতে নামে মুম্বই। দ্বিতীয় ইনিংসে ১০ ওভার খেলা হওয়ার পরে দু'দল মধ্যাহ্নভোজের বিরতিতে যায়।

12 Nov 2022, 12:15:51 PM IST

১০ ওভারের খেলা শেষ

১০ ওভার শেষে মুম্বই ১ উইকেট হারিয়ে ৩৯ রান সংগ্রহ করেছে। ২২ বলে ৫ রান করেছেন যশস্বী জসওয়াল। তিনি ১টি চার মেরেছেন। ৭ বলে ১ রান করেছেন হার্দিক। মুকেশ কুমার ৫ ওভারে ১৩ রানের বিনিময়ে ১টি উইকেট দখল করেন। গীত পুরি ৩ ওভারে ২০ রান খরচ করেছেন। ২ ওভারে ১টি মেডেন-সহ ৫ রান খরচ করেছেন সায়ন শেখর মণ্ডল।

12 Nov 2022, 11:51:18 AM IST

পৃথ্বী শ আউট

৭.১ ওভারে মুকেশ কুমার আউট করেন পৃথ্বী শ-কে। ৬টি বাউন্ডারির সাহায্যে ৩১ বলে ২৬ রান করে বোল্ড হন পৃথ্বী। মুম্বই দলগত ৩৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন হার্দিক তামোরে। ৫ রানে ব্যাট করছেন যশস্বী জসওয়াল।

12 Nov 2022, 11:29:04 AM IST

দাপুটে শুরু মুম্বইয়ের

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন পৃথ্বী শ ও যশস্বী জসওয়াল। প্রথম ৩ ওভারে মুম্বই কোনও উইকেট না হারিয়ে ১৫ রান সংগ্রহ করেছে। ১৭ বলে ১৩ রান করেছেন পৃথ্বী শ। তিনি ৩টি চার মেরেছেন। ১ বল খেলে এখনও খাতা খোলেননি যশস্বী।

12 Nov 2022, 11:07:53 AM IST

সস্তায় গুটিয়ে গেল বাংলা

মুম্বইয়ের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচেই চূড়ান্ত ব্যটিং বিপর্যয়ে পড়ে বাংলা। অতি সস্তায় গুটিয়ে যায় বাংলার ইনিংস। ৩১.৩ ওভারে বাংলা অল-আউট হয়ে যায় মাত্র ১২১ রানে। ২৭ বলে ৯ রান করে মুলানির বলে বোল্ড হন গীত পুরি। ব্যক্তিগত ১০ রানে নট-আউট থাকেন মুকেশ। তনুষ ৩১ রানে ৪টি উইকেট নেন। ২৩ রানে ২টি উইকেট নেন তুষার। ১৪ রানে একজোড়া উইকেট নিয়েছেন মুলানি। ১টি করে উইকেট দখল করেন মোহিত ও আমন।

12 Nov 2022, 10:59:25 AM IST

হাফ-সেঞ্চুরি হাতছাড়া মনোজের

২৯.১ ওভারে শামস মুলানির বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন মনোজ তিওয়ারি। নিশ্চিত হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন তিনি। ৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৪ বলে ৪৭ রান করে আউট হন মনোজ। বাংলা ১০৭ রানে ৯ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মুকেশ কুমার। ৩১ ওভার শেষে বাংলার স্কোর ৯ উইকেটে ১২১ রান। ৮ বলে ১০ রান করেছেন মুকেশ কুমার। ২৪ বলে ৯ রান করেছেন গীত পুরি।

12 Nov 2022, 10:36:52 AM IST

প্রদীপ্ত আউট

২২.১ ওভারে তনুষের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন প্রদীপ্ত প্রামানিক। ২ বলে ১ রান করেন তিনি। বাংলা ৭৪ রানে ৮ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গীত পুরি। ২৬ ওভার শেষে বাংলার স্কোর ৮ উইকেটে ৮৮ রান। মনোজ ২৮ ও গীত ৬ রানে ব্যাট করছেন। তনুষ ৭ ওভারে ১৬ রানের বিনিময়ে ৪টি উইকেট নিয়েছেন।

12 Nov 2022, 10:21:44 AM IST

অগ্নিভ পান আউট

২০.৩ ওভারে তনুষের বলে পৃথ্বীর হাতে ধরা পড়ে যান অগ্নিভ পান। ১৭ বলে ৪ রান করেন তিনি। বাংলা ৭২ রানে ৭ উইকেট হারায়। ব্যাট করতে নামেন প্রদীপ্ত প্রামানিক।

12 Nov 2022, 10:16:22 AM IST

লড়ছেন মনোজ

২০ ওভার শেষে বাংলার স্কোর ৬ উইকেটে ৭২ রান। মনোজ তিওয়ারি ৩৫ বলে ২২ রান করে অপরাজিত রয়েছেন। তিনি ২টি চার মেরেছেন। ৪ রানে ব্যাট করছেন অগ্নিভ পান।

12 Nov 2022, 10:01:43 AM IST

ঋত্বিক রায়চৌধুরী আউট

১৪.৪ ওভারে তনুষের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ঋত্বিক রায়চৌধুরী। ৯ বলে ৩ রান করেন তিনি। বাংলা ৫২ রানে ৬ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অগ্নিভ পান। মনোজ ১৩ রানে ব্যাট করছেন।

12 Nov 2022, 09:44:16 AM IST

শাহবাজ আউট

১১.২ ওভারে আমন খানের বলে পৃথ্বী শ-র হাতে ধরা দেন সদ্য ক্রিজে আসা শাহবাজ আহমেদ। ৩ বলে ১ রান করেন তিনি। বাংলা ৪১ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋত্বিক রায় চৌধুরী। ১৩ ওভারে বাংলার স্কোর ৫ উইকেটে ৪৮ রান। মনোজ তিওয়ারি ৮ রানে ব্যাট করছেন।

12 Nov 2022, 09:42:50 AM IST

শায়ন শেখর আউট

১০.৫ ওভারে তনুশ কোটিয়ানের বলে মোহিত আবস্তির হাতে ধরা পড়েন সায়ন শেখর মণ্ডল। ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। বাংলা ৪০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ।

12 Nov 2022, 09:28:09 AM IST

অনুষ্টুপ মজুমদার আউট

৯.৪ ওভারে মোহিত আবস্তির বলে তনুষের হাতে ধরা পড়েন অনুষ্টুপ মজুমদার। ২৭ বলে ৯ রান করেন তিনি। মারেন ১টি চার। বাংলা ৩৯ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন সায়ন শেখর মণ্ডল। মনোজ ৩ রানে ব্যাট করছেন।

12 Nov 2022, 09:16:27 AM IST

ঈশ্বরন আউট

৬.৫ ওভারে তুষারের বলে মুলানির হাতে ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ২০ বলে ১১ রান করেন বাংলার ক্যাপ্টেন। মারেন ১টি চার। বাংলা ২০ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি।

12 Nov 2022, 09:04:28 AM IST

শুরুতেই উইকেট হারিয়ে ধীর শুরু বাংলার

৬ ওভারে বাংলা ১ উইকেটের বিনিময়ে মাত্র ১৯ রান সংগ্রহ করেছে। ঈশ্বরন ১২ ও অনুষ্টুপ ৪ রানে ব্যাট করছেন। ৩ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৪ রান খরচ করে ১টি উইকেট নিয়েছেন তুষার। ৩ ওভারে ১৫ রান খরচ করেছেন মোহিত আবস্তি।

12 Nov 2022, 09:00:57 AM IST

ঋত্বিক চট্টোপাধ্যায় আউট

ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরনের সঙ্গে ওপেন করতে নামেন ঋত্বিক চট্টোপাধ্যায়। যদিও ইনিংসের শুরুতেই আউট হয়ে বসেন ঋত্বিক। ২.৫ ওভারে তুষার দেশপান্ডের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন তিনি। ৮ বলে ১ রান করেন ঋত্বিক। বাংলা ৭ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অনুষ্টুপ মজুমদার।

12 Nov 2022, 08:59:22 AM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

অজিঙ্কা রাহানে (ক্যাপ্টেন), আমন খান, হার্দিক তামোরে (উইকেটকিপার), মোহিত আবস্তি, পৃথ্বী শ, সরফরাজ খান, শামস মুলানি, সাইরাজ পাতিল, তনুষ কোটিয়ান, তুষার দেশপান্ডে ও যশস্বী জসওয়াল।

12 Nov 2022, 08:57:02 AM IST

বাংলার প্রথম একাদশ

অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), অগ্নিভ পান (উইকেটকিপার), অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, মনোজ তিওয়ারি, মুকেশ কুমার, প্রদীপ্ত প্রামানিক, ঋত্বিক রায় চৌধুরী, সায়ন শেখর মণ্ডল, শাহবাজ আহমেদ ও ঋত্বিক চট্টোপাধ্যায়।

12 Nov 2022, 08:53:05 AM IST

টস জিতল মুম্বই

বাংলার বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে টস জিতল মুম্বই। টস জিতে মুম্বই দলনায়ক অজিঙ্কা রাহানে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান বাংলাকে। সুতরাং রাঁচিতে রান তাড়া করবে মুম্বই।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

তিল ধারণের জায়গা নেই! ট্রেনের দ্বিতীয় AC কামরায় ঠাসাঠাসি ভিড়, ভিডিয়ো ঘিরে চর্চা জিনাতের 'লিভ-ইন' মন্তব্যে চটলের মুকেশ, বললেন, ভেবেচিন্তে কথা বলা উচিত… কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার রাজভবনে বৈঠক ডাকলেন রাজ্যপাল, সংঘাতের আবহেই স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আলোচনা শেক্সপিয়রের ওথেলো আসছে বড় পর্দায়, কবে মুক্তি পাচ্ছে অনির্বাণ-সোহিনীর অথৈ? ফল ঘোষণার আগেই ভোটের রাতে তৃণমূলের বিজয় মিছিল! উত্তরের ৩ কেন্দ্রে উচ্ছ্বাস নির্বাচনী বন্ড ফেরানো হবে, HT-কে বললেন নির্মলা, স্বীকার করলেন যে আগেরটায় গলদ ছিল রজনীকান্ত থেকে কমল হাসান, প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন আর কোন সেলেব দীপিকার প্রেন্যান্সির সত্যতা নিয়ে প্রশ্ন! ‘লেডি সিংঘম’কে নিয়ে কী ঘোষণা রোহিতের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে বড় ঘোষণা, এবার রায় দেবে কলকাতা হাইকোর্ট

Latest IPL News

কেন ভারতের সেরা ফিল্ডার, বোঝালেন আরও একবার,KL-কে ফেরাতে অবিশ্বাস্য ক্যাচ জাদেজার জয়ের চেষ্টায় মরিয়া হয়ে নিয়ম ভেঙেছে ২ দল, লোকেশ ও রুতুরাজকে উচিত শিক্ষা দিল BCCI IPL-এ ইতিহাস মহেন্দ্র সিং ধোনির, বিশ্বের প্রথম উইকেটকিপার হিসেবে গড়লেন এই নজির দিনের শেষে জিততে ভালো লাগে, মনে হয় সব সিদ্ধান্ত সঠিক নিয়েছি- কেএল রাহুল RCB-র আড্ডার মাঝে হঠাৎ কেন দীনেশ কার্তিকের স্ত্রীর কথা তুললেন বিরাট কোহলি? ওদের সঙ্গে আবার দেখা হবে- হেরেই ঘরের মাঠে বদলা নেওয়ার হুমকি দিলেন রুতুরাজ লখনউয়ে মাহি ঝড়কে ফিকে করল রাহুল-ডি কক জুড়ি, হাসতে হাসতে জিতল LSG মুম্বইয়ে থাকার সময়ে MI-এর টিম হোটেলে থাকেন না রোহিত! জানেন কেন এমন করেন হিটম্যান IPL 2024: MI ক্যাম্পে ফাটল? ক্যাপ্টেন হার্দিকের সমালোচনায় দলের তারকা অল-রাউন্ডার পন্তকে ঘিরে DC-র খেলোয়াড়দের বাচ্চারা, ফিরল পেইনের বেবি সিটার স্লেজিংয়ের স্মৃতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.