চলতি বিজয় হাজারে ট্রফির শুরুতেই মুম্বইয়ের কাছে হারের মুখ দেখতে হয় বাংলাকে। তবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে তারা মিজোরামের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয়। তৃতীয় ম্যাচে শেষ বলের থ্রিলারে মহারাষ্ট্রের কাছে হার মানেন অভিমন্যু ঈশ্বরনরা। এলিট ই-গ্রুপে নিজেদের চতুর্থ ম্যাচে বাংলা একতরফা জয় তুলে নেয় পুদুচেরির বিরুদ্ধে। পঞ্চম ম্যাচে রেলওয়েজকেও হারিয়ে দেয় বাংলা। এবার লিগের শেষ ম্যাচে ঈশ্বরনরা সার্ভিসেসকে হাফ-স্কোরিং ম্যাচে পরাজিত করে।
৪৭ রানে জয় বাংলার
বাংলার ৪ উইকেটে ৪২৬ রানের বিশাল ইনিংসের জবাবে ব্যাট করতে নেমে সার্ভিসেস ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ৩৭৯ রানে আটকে যায়। ৪৭ রানের ব্যবধানে ম্যাচ জেতে বাংলা। শাহবাজ ১০ ওভারে ৫৮ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।
অর্পিতকে ফেরালেন প্রদীপ্ত
৪৭.১ ওভারে প্রদীপ্তর বলে পরিবর্ত ফিল্ডার করণের হাতে ধরা দেন অর্পিত। ২ বলে ১ রান করেন তিনি। ৩৬৭ রানে ৯ উইকেট হারায় সার্ভিসেস। প্রদীপ্ত ১০ ওভারে ৮৩ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন।
একই ওভারে জোড়া উইকেট শাহবাজের
৪৬.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে পরিবর্ত ফিল্ডার করণ লালের হাতে ধরা পড়েন পুলকিত নারাং। পরে ওভারের পঞ্চম বলে ঈশ্বরনের হাতে ধরা দেন সদ্য ক্রিজে আসা রাহুল সিং। সার্ভিসেস ৩৬৬ রানে ৮ উইকেট হারায়।
দেবেন্দ্রকে ফেরালেন প্রদীপ্ত
৪৫.৬ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন দেবেন্দ্র লোচাব। ৪৯ বলে ৫৮ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ২টি ছক্কা। ৩৬৪ রানে ৬ উইকেট হারায় সার্ভিসেস। ব্যাট করতে নামেন অভিষেক তিওয়ারি।
৫ ওভারে ৭০ রান দরকার সার্ভিসেসের
৪৫ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ৫ উইকেটে ৩৫৭ রান। জয়ের জন্য শেষ ৫ ওভারে তাদের দরকার ৭০ রান। দেবেন্দ্র ৪৬ বলে ৫৩ রান করেছেন। ৮ বলে ১৪ রান করেছেন পুলকিত।
অর্জুনকে ফেরালেন শাহবাজ
৪২.৩ ওভারে শাহবাজ আহমেদের বলে মুকেশ কুমারের হাতে ধরা পড়েন অর্জুন। ৬২ বলে ৭৫ রান করেন তিনি। মারেন ৫টি চার ও ৩টি ছক্কা। ৩৩৪ রানে ৫ উইকেট হারায় সার্ভিসেস। ব্যাট করতে নামেন পুলকিত নারাং।
একাই একডজন রেকর্ড গড়লেন জগদীশান
বিজয় হাজারে ট্রফিতে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে দুর্দান্ত হাফ-সেঞ্চুরি করার পথে একাই একডজন রেকর্ড গড়েন তামিলনাড়ুর ওপেনার নারায়ন জগদীশান।
বিস্তারিত পড়ুন: Vijay Hazare Trophy: একটানা শতরান, সর্বোচ্চ ইনিংস, সব থেকে বেশি ছক্কা, এক ম্যাচেই একডজন রেকর্ড জগদীশানের, দেখুন তালিকা
৩০০ টপকাল সার্ভিসেস
৪০ ওভার শেষে সার্ভিসেস ৪ উইকেটের বিনিময়ে ৩০৯ রান সংগ্রহ করেছে। ৫২ বলে ৫৪ রান করেছেন অর্জুন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৩৪ বলে ৪২ রান করেছেন দেবেন্দ্র। তিনি ৪টি চার ও ২টি ছক্কা মেরেছেন।
হাফ-সেঞ্চুরি করে আউট রজত
৩০.৪ ওভারে প্রদীপ্ত প্রামানিকের বলে রজত পালিওয়ালকে স্টাম্প-আউট করেন অভিষেক পোড়েল। ৭টি বাউন্ডারির সাহায্যে ৫৮ বলে ৬৫ রান করেন তিনি। সার্ভিসেস ২৪০ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন দেবেন্দ্র লোচাব। ৩৪ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ৪ উইকেটে ২৬০ রান। ৪২ রানে ব্যাট করছেন অর্জুন।
হাফ-সেঞ্চুরি করে সার্ভিসেসকে টানছেন রজত
৩০ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ৩ উইকেটে ২৩৩ রান। ইতিমধ্যেই হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন ক্যাপ্টেন রজত পালিওয়াল। তিনি ৫৭ বলে ৬৫ রান করেছেন। মেরেছেন ৭টি চার। ২২ রানে ব্যাট করছেন অর্জুন শর্মা।
অংশুলকে ফেরালেন শাহবাজ
২০.৪ ওভারে শাহবাজ আহমেদের বলে অনুষ্টুপ মজুমদারের হাতে ধরা পড়েন অংশুল গুপ্ত। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৮ বলে ৫১ রান করে মাঠ ছাড়েন তিনি। ব্যাট করতে নামেন অর্জুন শর্মা। ২৪ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ৩ উইকেটে ১৮৮ রান। রজত পালিওয়াল ৩৬ রানে ব্যাট করছেন।
হাফ-সেঞ্চুরি অংশুলের
২০ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ২ উইকেটে ১৬৯ রান। ৪৫ বলে ৫০ রান করেছেন অংশুল গুপ্ত। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২টি বাউন্ডারির সাহায্যে ২৭ বলে ২৫ রান করেছেন রজত পালিওয়াল।
হাফ-সেঞ্চুরি করে আউট রোহিল্লা
১১.২ ওভারে ঋত্বিক চট্টোপাধ্যায়ের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন রোহিল্লা। ৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ৫৭ রান করেন তিনি। সার্ভিসেস ১০২ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন রজত পালিওয়াল।
৫০০ টপকে বিশ্বরেকর্ড তামিলনাড়ুর
বিজয় হাজারে ট্রফির অপর ম্যাচে অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে ৫০ ওভারে ২ উইকেটের বিনিময়ে ৫০৬ রানের রেকর্ড ইনিংস গড়ে তোলে তামিলনাড়ু।
বিস্তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: রেকর্ড ওপেনিং জুটিতে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ টপকে বিশ্বরেকর্ড গড়ল তামিলনাড়ু
রবি চৌহান রান-আউট
পালটা ব্যাট করতে নেমে আগ্রাসী শুরু করে সার্ভিসেস। তবে ৩.৪ ওভারের মাথায় তারা ওপেনার রবি চৌহানের উইকেট হারিয়ে বসে। ৪টি বাউন্ডারির সাহায্যে ১০ বলে ১৭ রান করে রান-আউট হন তিনি। সার্ভিসেস ৪৩ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন অংশুল গুপ্ত। ৭ ওভার শেষে সার্ভিসেসের স্কোর ১ উইকেটে ৬৬ রান। রোহিল্লা ৩৭ ও অংশুল ৭ রানে ব্যাট করছেন।
৪০০ টপকে বিরাট ইনিংস বাংলার
সার্ভিসেসের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৪২৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে বাংলা। মনোজ তিওয়ারি ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২০ রান করে অপরাজিত থাকেন। ৩ বলে ১ রান করেন ঋত্বিক চট্টোপাধ্যায়। সুতরাং, জয়ের জন্য সার্ভিসেসের দরকার ৪২৭ রান।
হাফ-সেঞ্চুরি করে আউট শাহবাজ
৪৮.৪ ওভারে অর্পিতের বলে রবি চৌহানের হাতে ধরা পড়েন শাহবাজ আহমেদ। ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ২৮ বলে ৫৯ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলা ৪১২ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ঋত্বিক চট্টোপাধ্যায়।
ঋত্বিক আউট
৪৬.৩ ওভারে অর্পিতের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন ঋত্বিক রায়চৌধুরী। ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ১২ বলে ৩১ রান করে মাঠ ছাড়েন তিনি। বাংলা ৩৭০ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মনোজ তিওয়ারি। ৪৮ ওভার শেষে বাংলার স্কোর ৩ উইকেটে ৩৯৬ রান। শাহবাজ ২৪ বলে ৪৩ রান করেছেন। মেরেছেন ৩টি চার ও ৩টি ছক্কা। মনোজ ৩ বলে ৮ রান করেছেন। মেরেছেন ১টি ছক্কা।
অভিমন্যু ঈশ্বরন আউট
৪৩.১ ওভারে পুলকিতের বলে নীতিন যাদবের হাতে ধরা পড়েন অভিমন্যু ঈশ্বরন। ১২৩ বলে ১২২ রান করেন তিনি। মারেন ৯টি চার ও ১টি ছক্কা। ৪৫ ওভার শেষে বাংলার স্কোর ২ উইকেটে ৩৫৩ রান। শাহবাজ আহমেদ ২৭ ও ঋত্বিক রায়চৌধুরী ১৮ রানে ব্যাট করছেন।
সুদীপ ঘরামি আউট
৪০.৪ ওভারে অর্জুন শর্মার বলে অর্পিতের হাতে ধরা পড়েন সুদীপ ঘরামি। ১২৯ বলে ১৬২ রান করে আউট হন সুদীপ। মারেন ১৫টি চার ও ৭টি ছক্কা। বাংলা ২৯৮ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন শাহবাজ আহমেদ। ৪৩ ওভারে বাংলার স্কোর ১ উইকেটে ৩২২ রান। ঈশ্বরন ১২২ বলে ১২২ রান করেছেন। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মেরেছেন। শাহবাজ ৯ বলে ১৪ রান করেছেন। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।
১৫০ টপকালেন সুদীপ
১৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১২২ বলে ব্যক্তিগত ১৫০ রানের গণ্ডি টপকে যান সুদীপ ঘরামি। ৪০ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৮৫ রান। সুদীপ ১৫৬ ও ঈশ্বরন ১০৭ রান করেছেন।
সেঞ্চুরি ঈশ্বরনের
সুদীপ ঘরামির পরে দাপুটে শতরান করলেন অভিমন্যু ঈশ্বরন। ৮টি বাউন্ডারির সাহায্যে ১০৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ঈশ্বরন। রেলওয়েজের বিরুদ্ধে গত ম্যাচে হাফ-সেঞ্চুরি করেন বাংলার ক্যাপ্টেন। সুতরাং, পরপর ২টি ম্যাচে বড় রানের ইনিংস খেললেন তিনি। বাংলা ৩৭তম ওভারে দলগত ২৫০ রানের গণ্ডি টপকে যায়।
ফের সেঞ্চুরি সুদীপের
চলতি বিজয় হাজারে ট্রফিতে নিজের দ্বিতীয় শতরান পূর্ণ করলেন সুদীপ ঘরামি। মহারাষ্ট্রের বিরুদ্ধে ১২৭ ও পুদুচেরির বিরুদ্ধে ৫৬ রানের অনবদ্য ২টি ইনিংস খেলার পরে এবার সার্ভিসেসের বিরুদ্ধে তিনি ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে ব্যক্তিগত শতরানের গণ্ডি টপকে যান। দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ৩৪.১ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ২২৪ রান। ১০৬ বলে ১১৩ রান করেছেন সুদীপ। ১০০ বলে ৯০ রান করেছেন অভিমন্যু। সুদীপ ১০টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। ৮টি চার মেরেছেন ঈশ্বরন।
শতরানের দোরগোড়ায় সুদীপ
৩১ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৯৪ রান। ৯৫ বলে ৯৬ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ১০টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৯২ বলে ৭৭ রান করেছেন ক্যাপ্টেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৬টি চার মেরেছেন।
অর্ধেক ইনিংস শেষ
২৫ ওভারের খেলা শেষ। অর্ধেক ইনিংস শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৫৯ রান। ৭৬ বলে ৭৪ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ৭টি চার ও ২টি ছক্কা মেরেছেন। ৭৫ বলে ৬৫ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৬টি চার মেরেছেন।
হাফ-সেঞ্চুরি ঈশ্বরনের
৫টি বাউন্ডারির সাহায্যে ৬৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অভিমন্যু ঈশ্বরন। ২২ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১৪২ রান। ৬৫ বলে ৬২ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ৭টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৬৮ বলে ৫৮ রান করেছেন ঈশ্বরন। মেরেছেন ৬টি চার।
বড় ইনিংস গড়ার ইঙ্গিত বাংলার
২০ ওভার শেষে বাংলা কোনও উইকেট না হারিয়ে ১২২ রান সংগ্রহ করেছে। ৬১ বলে ৫৮ রান করেছেন সুদীপ ঘরামি। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ৬০ বলে ৪৪ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। মেরেছেন ৪টি চার।
হাফ-সেঞ্চুরি সুদীপের
৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সুদীপ ঘরামি। বাংলা ১৬তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে যায়। ১৭ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ১০৬ রান। ৫৩ বলে ৫৩ রান করেছেন সুদীপ। ৫০ বলে ৩৭ রান করেছেন ঈশ্বরন।
বড় ইনিংস গড়ায় নজর দুই ওপেনারের
১৪ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ৮৩ রান। ৪৩ বলে ৩৭ রান করেছেন সুদীপ ঘরামি। মেরেছেন ৪টি চার ও ১টি ছক্কা। ৪২ বলে ৩০ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৩টি চার মেরেছেন।
৫০ টপকাল বাংলা
নবম ওভারে দলগত ৫০ রানের গণ্ডি টপকে যায় বাংলা। ৯ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ৬২ রান। ২৮ বলে ৩০ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ২৭ বলে ১৭ রান করেছেন অভিমন্যু ঈশ্বরন। তিনি ৩টি চার মেরেছেন।
ভিত গড়ছে বাংলা
৮ ওভার শেষে বাংলার স্কোর বিনা উইকেটে ৪৫ রান। সুদীপ ঘরামি ১৭ রান করেছেন। ঈশ্বরন করেছেন ১৩ রান। ১৫ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
দাপুটে শুরু বাংলার
সুদীপ ঘরামিকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন অভিমন্যু ঈশ্বরন। ৪ ওভারে বাংলা কোনও উইকেট না হারিয়ে ২৭ রান সংগ্রহ করেছে। ১৮ বলে ১২ রান করেছেন সুদীপ ঘরামি। তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন। ৭ বলে ১ রান করেছেন ঈশ্বরন। ১৪ রান এসেছে অতিরিক্ত হিসেবে।
সার্ভিসেসের প্রথম একাদশ
শুভম রোহিল্লা, রবি চৌহান, অংশুল গুপ্ত, রজত পালিওয়াল (ক্যাপ্টেন), দেবেন্দ্র লোচাব (উইকেটকিপার), অভিষেক তিওয়ারি, পুলকিত নারাং, অর্জুন শর্মা, নীতিন যাদব, অর্পিত গুলেরিয়া ও রাহুল সিং।
বাংলার প্রথম একাদশ
অভিমন্যু ঈশ্বরন (ক্যাপ্টেন), সুদীপ ঘরামি, অভিষেক পোড়েল (উইকেটকিপার), অনুষ্টুপ মজুমদার, ঋত্বিক রায় চৌধুরী, মনোজ তিওয়ারি, ঋত্বিক চট্টোপাধ্যায়, মুকেশ কুমার, শাহবাজ আহমেদ, গীত পুরি ও প্রদীপ্ত প্রামানিক।
লিগের প্রথম ৫ ম্যাচে বাংলার পারফর্ম্যান্স
১. মুম্বইয়ের কাছে ৮ উইকেটে পরাজিত হয়।
২. মিজোরামকে ৯ উইকেটে হারিয়ে দেয়।
৩. মহারাষ্ট্রের কাছে ৩ উইকেটে হার মানে।
৪. পুদুচেরিকে ৮ উইকেটে পরাজিত করে।
৫. রেলওয়েজকে ৫৭ রানে হারিয়ে দেয়।
টস হারল বাংলা
সার্ভিসেসের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে টস হারল বাংলা। টস জিতে সার্ভিসেস শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায় বাংলাকে। সুতরাং রাঁচিতে বিজয় হাজারে ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে রান তাড়া করবে সার্ভিসেস।