বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: শেষ ম্যাচে দিল্লিকে হারাল অসম, বরোদাকে ৫৯ রানে গুটিয়ে দিল MP
নীতিশ রানা। ছবি- টুইটার।

Vijay Hazare Trophy: শেষ ম্যাচে দিল্লিকে হারাল অসম, বরোদাকে ৫৯ রানে গুটিয়ে দিল MP

Vijay Hazare Trophy Live Score And Updates: সরফরাজ খানের শতরানে রেলওয়েজকে হারায় মুম্বই। সৌরাষ্ট্রের বিরুদ্ধে উত্তেজক জয় ছিনিয়ে নেয় উত্তরপ্রদেশ।

অত্যন্ত রোমাঞ্চকর রূপ নেয় বিজয় হাজারে ট্রফির শেষ রাউন্ডের লিগ ম্যাচগুলি। গুটিকয়েক দল শেষ রাউন্ডের লিগ ম্যাচের আগে নক-আউটের টিকিট নিশ্চিত করেছিল। তবে কারা কোয়ার্টার ফাইনাল খেলবে এবং কারা খেলবে প্রি-কোয়ার্টার, বেশিরভাগ দলের ভাগ্য নির্ধারিত হয় লিগের শেষ রাউন্ডের ম্য়াচগুলির ফলাফলের ভিত্তিতে। বাংলা ক্রিকেট দল তাকিয়ে ছিল মুম্বই বনাম রেলওয়েজ ম্যাচের দিকে। মুম্বই জেতায় টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় বাংলাকে। রেলওয়েজ জিতলে নক-আউটের টিকিট হাতে পেতেন অভিমন্যু ঈশ্বরনরা।

23 Nov 2022, 05:37:50 PM IST

উত্তেজক জয় উত্তরপ্রদেশের

সৌরাষ্ট্রের ৯ উইকেটে ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৪৭.৪ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২১৯ রান তুলে ম্যাচ জিতে যায়। আকাশদীপ নাথ ৮৯ ও সৌরভ কুমার ৬৩ রান করেন। একসময় ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছিল উত্তরপ্রদেশ।

23 Nov 2022, 04:56:47 PM IST

পরিত্যক্ত হয় তামিলনাড়ুর ম্যাচ

কেরলের ৮ উইকেটে ২৮৭ রানের জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৭ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৪৩ রান তুললে বৃষ্টিতে ম্যাচ বন্ধ হয়ে যায়। শেষমেশ পরিত্যক্ত হয় ম্যাচটি।

23 Nov 2022, 04:55:11 PM IST

গোয়া-হরিয়ানা ম্যাচ টাই

গোয়ার ৯ উইকেটে ২৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে হরিয়ানা ৫ উইকেটে ১৫৪ রান তুললে বৃষ্টিতে ম্য়াচ বন্ধ হয়ে যায়। ভিজেডি নিয়মে ম্যাচ টাই ঘোষিত হয়। 

23 Nov 2022, 04:52:57 PM IST

হিমাচলকে হারাল গুজরাট

হিমাচলপ্রদেশের ২৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে গুজরাট ২ উইকেটে ২৭০ রান তুলে ম্যাচ জিতে যায়। প্রিয়ঙ্ক পাঞ্চাল ৭৮ রান করেন।কথন প্যাটেল ৮০ রানের যোগদান রাখেন।

23 Nov 2022, 04:40:40 PM IST

১১০ রানে জয় হায়দরাবাদের

চণ্ডীগড়কে ১১০ রানের বড় ব্যবধানে পরাজিত করে হায়দরাবাদ। ৩০৭ রানের লক্ষ্যমাত্রা সামনে নিয়ে ব্যাট করতে নামা চণ্ডীগড় ১৯৬ রানে অল-আউট হয়ে যায়।

23 Nov 2022, 04:38:51 PM IST

৯ উইকেটে জয় জম্মু-কাশ্মীরের

উত্তরাখণ্ডের ৬ উইকেটে ২৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে জম্মু-কাশ্মীর ৪২.২ ওবারে ১ উইকেটের বিনিময়ে ২৫৭ রান তুলে ম্যাচ জিতে যায়। বিব্রান্ত শর্মা ১৫৪ রান করে অপরাজিত থাকেন।

23 Nov 2022, 04:36:07 PM IST

তীরে এসে তরী ডুবল ঝাড়খণ্ডের

বিদর্ভের ৩ উইকেটে ২৯৭ রানের জবাবে ব্যাট করতে নেমে ঝাড়খণ্ড ৬ উইকেটে ২৮৮ রানে আটকে যায়। ৯ রানের সংক্ষিপ্ত ব্যবধানে ম্যাচ জেতে বিদর্ভ। ১৩৮ রান করে অপরাজিত থাকেন সৌরভ তিওয়ারি।

23 Nov 2022, 04:36:07 PM IST

রাজস্থানকে হারাল কর্ণাটক

কর্ণাটকের ২০৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান ৪১.১ ওভারে ১৪৮ রানে অল-আউট হয়ে যায়। ৬০ রানের ব্যবধানে ম্যাচ জেতে কর্ণাটক।

23 Nov 2022, 04:31:19 PM IST

বড় জয় সার্ভিসেসের

মিজোরামকে ১২১ রানের বড় ব্যবধানে পরাজিত করে সার্ভিসেস। প্রথমে ব্যাট করে সার্ভিসেস ৬ উইকেটে ৩১৮ রান তোলে। পালটা ব্যাট করতে নেমে মিজোরাম ৮ উইকেটে ১৯৭ রানে আটকে যায়। ৮৯ রান করেন তরুবর কোহলি। ২৪ রান করে আউট হন শ্রীবৎস গোস্বামী।

23 Nov 2022, 04:23:53 PM IST

দিল্লিকে হারাল অসম

অসমের কাছে লিগের শেষ ম্যাচে হেরে বসল দিল্লি। অসমের ২৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে দিল্লি ২২৫ রানে অল-আউট হয়ে যায়। যশ ধুল ২৯, নীতিশ রানা ৩৪ ও হিম্মত সিং ৮৪ রান করেন। ২টি উইকেট নেন রিয়ান পরাগ। ২৫ রানে ম্যাচ জেতে অসম।

23 Nov 2022, 04:19:34 PM IST

১০৫ রানে জয় মহারাষ্ট্রের

মহারাষ্ট্রের ৭ উইকেটে ৩৭৯ রানের জবাবে ব্যাট করতে নেমে পুদুচেরি ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২৭৪ রান সংগ্রহ করে। ১০৭ রান করেন অঙ্কিত শর্মা। ১০৫ রানের বড় ব্যবধানে ম্যাচ জেতে মহারাষ্ট্র। 

23 Nov 2022, 04:08:18 PM IST

দুর্দান্ত জয় মুম্বইয়ের

রেলওয়েজের ৫ উইকেটে ৩৩৭ রানের বিশাল ইনিংসকে টপকে দুর্দান্ত জয় তুলে নেয় মুম্বই। ৪৮.৩ ওভারে তারা ৫ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৩৪৮ রান সংগ্রহ করে নেয়। সেঞ্চুরি করেন সরফরাজ খান। হাফ-সেঞ্চুরি করেন রাহানে ও পৃথ্বী।বিস্তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: সরফরাজের শতরানে স্বপ্নভঙ্গ বাংলার, ঈশ্বরনদের ছিটকে দিয়ে নক-আউটে পৃথ্বী-রাহানেদের মুম্বই

23 Nov 2022, 03:29:57 PM IST

বড় জয় ঋদ্ধিদের

ত্রিপুরার ৬ উইকেটে ৩৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে মণিপুর ২৮ ওভারে ১০৬ রানে অল-আউট হয়ে যায়। ২৪০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতেন ঋদ্ধিমান সাহারা।

23 Nov 2022, 03:27:20 PM IST

৬ উইকেটে জয় পঞ্জাবের

নাগাল্যান্ডের ১৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ২৯.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৪৬ রান তুলে নেয়। ৬৫ রান করেন আনমোলপ্রীত সিং। ৬ উইকেটে ম্যাচ জেতে পঞ্জাব।

23 Nov 2022, 03:24:28 PM IST

অজিঙ্কা রাহানে আউট

৯টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৮২ বলে ৮৮ রানের অধিনায়কোচিত ইনিংস খেলে আউ হন অজিঙ্কা রাহানে। ২৫৯ রানে ৪ উইকেট হারায় মুম্বই।

23 Nov 2022, 03:10:47 PM IST

আবেশের ৬ উইকেটে বিরাট জয় MP-র

মধ্যপ্রদেশের ৭ উইকেটে ৩৪৯ রানের জবাবে ব্যাট করতে নেমে বরোদা ১৭.১ ওভারে মাত্র ৫৯ রানে অল-আউট হয়ে যায়। ২৯০ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জেতে মধ্যপ্রদেশ। রায়াড়ু ৯ ও ক্রুণাল পান্ডিয়া ৭ রান করেন। আবেশ খান ৩৭ রানে ৬টি উইকেট নেন। কুলদীপ সেন দখল করেন ২টি উইকেট।

23 Nov 2022, 03:04:19 PM IST

৮ উইকেটে জয় ছত্তিশগড়ের

অন্ধ্রপ্রদেশকে ১৪৪ রানে অল-আউট করে ৮ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতল ছত্তিশগড়। তারা ২৬.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে যায়। ৬৫ রান করেন হরপ্রীত সিং ভাটিয়া।

23 Nov 2022, 03:02:05 PM IST

হাফ-সেঞ্চুরি পাঞ্চালের

হিমাচলপ্রদেশের ২৬৫ রানের জবাবে ব্য়াট করতে নেমে গুজরাট ২৫ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২৭ রান তুলেছে। কাথান প্াটেল ৭৫ ও প্রিয়ঙ্কা পাঞ্চাল ৫১ রান করেছেন।

23 Nov 2022, 02:59:13 PM IST

ব্যাটিং বিপর্যয়ে উত্তরপ্রদেশ

সৌরাষ্ট্রের ৯ উইকেটে ২১৮ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে বসেছে। খাতা খুলতে পারেননি প্রিয়ম গর্গ। রিঙ্কু সিং আউট হয়েছেন ৩ রান করে। ২টি উইকেট নিয়েছেন জয়দেব উনাদকাট।

23 Nov 2022, 02:37:08 PM IST

হাফ-সেঞ্চুরি রাহানের

সরফরাজ খানকে সঙ্গে নিয়ে পালটা লড়াই চালাচ্ছেন অজিঙ্কা রাহানে। ২৮ ওভার শেষে মুম্বই ৩ উইকেটের বিনিময়ে ১৮৫ রান তুলেছে। রাহানে ৫৪ ও সরফরাজ ৪৬ রানে ব্যাট করছেন।

23 Nov 2022, 02:20:17 PM IST

সবার নজর জগদীশানের দিকে

তামিলনাড়ুর বিরুদ্ধে শুরুতে ব্যাট করে কেরল ৮ উইকেটেক বিনিময়ে ২৮৭ রান তোলে। বৃষ্টির জন্য সময় নষ্ট হলে তামিলনাড়ুর সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৪৭ ওভারে ২৭৬ রানের। ৭ ওভারে তামিলনাড়ু ১ উইকেট হারিয়ে ৪৩ রান তুলেছে। ২১ বলে ২৩ রান করে অপরাজিত রয়েছেন জগদীশান।

23 Nov 2022, 02:02:45 PM IST

হাফ-সেঞ্চুরি করে আউট পৃথ্বী

৮টি বাউন্ডারির সাহায্যে ৪৭ বলে ৫১ রান করে আউট হন পৃথ্বী শ। মুম্বই ১০৭ রানে ৩ উইকেট হারায়। ১৯ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১২৩ রান। রাহানে ২৮ ও সরফরাজ ১০ রানে ব্য়াট করছেন।

23 Nov 2022, 01:33:24 PM IST

বরোদার বিরুদ্ধে বড় রান মধ্যপ্রদেশের

বরোদার বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৪৯ রান সংগ্রহ করে মধ্যপ্রদেশ। যশ দুবে ৫৮, হিমাংশু মন্ত্রী ৬০, শুভম শর্মা ৮৮ ও রজত পতিদার ৫২ রান করেন। জিততে বরোদার দরকার ৩৫০ রান।

23 Nov 2022, 01:27:23 PM IST

২ উইকেট হারিয়ে চাপে মুম্বই

রেলওয়েজের ঝুলিয়ে দেওয়া বড় রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বই ৬৬ রানে ২ উইকেট হারিয়ে বসে। ২ বলে ৪ রান করে আউট হয়েছেন যশস্বী জসওয়াল। ২৭ বলে ৩০ রান করে মাঠ ছাড়েন আরমান জাফর। ১০ ওভারে মুম্বইয়ের সংগ্রহ ২ উইকেটে ৬৯ রান। ৩০ বলে ৩৪ রান করেছেন পৃথ্বী শ। মেরেছেন ৬টি চার।

23 Nov 2022, 12:55:21 PM IST

বড় রানের ইনিংস গড়ল ঋদ্ধির ত্রিপুরা

মণিপুরের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩৪৬ রান তোলে ত্রিপুরা। বিক্রম কুমার দাস ১২৩ রান করেন। ৫৩ রান করেন সুদীপ চট্টোপাধ্যায়। ঋদ্ধি ৪ বলে ৫ রান করে অপরাজিত থাকেন। জয়ের জন্য় মণিপুরের দরকার ৩৪৭ রান।

23 Nov 2022, 12:27:02 PM IST

সস্তায় গুটিয়ে গেল কর্ণাটক

রাজস্থানের বিরুদ্ধে ২০৮ রানে অল-আউট হয়ে যায় কর্ণাটক। নীকিন জোস ৬৭ ও শ্রেয়স গোপাল ৫৭ রান করেন। জিততে রাজস্থানের দরকার ২০৯ রান।

23 Nov 2022, 12:25:17 PM IST

৩০০-র দোরগোড়ায় বিদর্ভ

ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৫০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৯৭ রান সংগ্রহ করে বিদর্ভ। ১২০ রান করেন ফৈয়জ ফজল। গণেশ সতীশ ৫৫ রান করেন। জিততে ২৯৮ রান দরকার ঝাড়খণ্ডের।

23 Nov 2022, 12:22:49 PM IST

অসমকে নাগালে বাঁধল দিল্লি

অসমকে ২৫০ রানে অল-আউট করে দেয় দিল্লি। ৯৩ রানে অপরাজিত থাকেন ঋষভ দাস। ৩৩ রানে ৩টি উইকেট নেন নীতিশ রানা। জয়ের জন্য দিল্লির দরকার ২৫১ রান।

23 Nov 2022, 12:21:05 PM IST

রানের পাহাড়ে মহারাষ্ট্র

পুদুচেরির বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৭৯ রানের বিশাল ইনিংস গড়ে তোলে মহারাষ্ট্র। অঙ্কিত বাউনি ২৮টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১৪৩ বলে ১৮৪ রান করে অপরাজিত থাকেন। ৮৮ রান করেন আজিম কাজি। রাহুল ত্রিপাঠীর অবদান ৬১। জিততে পুদুচেরির দরকার ৩৮০ রান।

23 Nov 2022, 12:18:31 PM IST

বড় ইনিংস সার্ভিসেসের

মিজোরামের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ৩১৮ রান সংগ্রহ করে সার্ভিসেস। রোহিল্লা ৯৯, রবি চৌহান ৬০ ও অর্জুন শর্মা ৫৩ রান করেন। সুতরাং, জয়ের জন্য মিজোরামের দরকার ৩১৯ রান।

23 Nov 2022, 12:12:37 PM IST

মুম্বইয়ের বিরুদ্ধে বড় রান রেলওয়েজের

মুম্বইয়ের বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে বড় রানের ইনিংস গড়ল রেলওয়েজ। তারা নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩৭ রান সংগ্রহ করে। প্রথম সিং ১০৯ ও মহম্মদ সইফ ৯২ রান করেন। সুতরাং, জয়ের জন্য মুম্বইয়ের দরকার ৩৩৮ রান। আশায় বুক বাঁধছে বাংলা। মুম্বই এই ম্যাচে হারলেই নক-আউটে যাবেন অভিমন্যু ইশ্বরনরা।

23 Nov 2022, 11:41:05 AM IST

দুর্দান্ত শতরান প্রথম সিংয়ের

কলকাতা নাইট রাইডার্স এবছর স্কোয়াড থেকে ছেড়ে দিয়েছে প্রথম সিংকে। কেকেআর বাদ দেওয়ার পরে এবছর বিজয় হাজারে ট্রফিতে এই প্রথমবার মাঠে নামেন তিনি। রেলওয়েজের হয়ে ব্যাট করতে নেমে মুম্বইয়ের শক্তিশালী বোলিং আক্রমণের বিরুদ্ধে দুর্দান্ত শতরান করেন প্রথম। তিনি ৮টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১০৮ বলে ১০৯ রান করে আউট হন। রেলওয়েজ ৪৩.৪ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৬১ রান তুলেছে। 

23 Nov 2022, 11:31:54 AM IST

অঙ্কিতের সেঞ্চুরি

পুদুচেরির বিরুদ্ধে দাপুটে শতরান মহারাষ্ট্র দলনায়ক অঙ্কিত বাউনির। ২৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২২ বলে ১৪৩ রান করে অপরাজিত রয়েছেন তিনি। হাফ-সেঞ্চুরি করেছেন আজিম কাজি। ৪২ ওভার শেষে মহারাষ্ট্র ২ উইকেটের বিনিময়ে ২৮৭ রান সংগ্রহ করেছে।

23 Nov 2022, 10:57:52 AM IST

৯৯ রানে আউট রোহিল্লা

মিজোরামের বিরুদ্ধে ব্যক্তিগত ৯৯ রানের মাথায় দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন সার্ভিসেসের ওপেনার রোহিল্লা। ৯০ বলের ইনিংসে তিনি ১০টি চার মারেন।

23 Nov 2022, 10:56:30 AM IST

আশায় বুক বাঁধছে বাংলা

মুম্বইয়ের বিরুদ্ধে বড় রানের ইনিংস গড়ার ইঙ্গিত দিচ্ছে রেলওয়েজ। তারা ৩৪ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৬৮ রান সংগ্রহ করেছে। বিবেক সিং ৪৭ রানে আউট হয়েছেন। ৬৬ রানে অপরাজিত রয়েছেন প্রথম সিং। ৩১ রানে ব্যাট করছেন মহম্মদ সইফ। সুতরাং, আশায় বুক বাঁধছে বাংলা।

23 Nov 2022, 10:52:52 AM IST

শূন্য রানে আউট রিয়ান

দিল্লির বিরুদ্ধে খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রিয়ান পরাগ। তাঁকে এক বলেই আউট করেন নীতিশ রানা। নীতিশ ৫ ওভারে ১৭ রানের বিনিময়ে ২টি উইকেট নিয়েছেন।

23 Nov 2022, 10:50:55 AM IST

বড় রান পেলেন না মণীশ

রাজস্থানের বিরুদ্ধে কর্ণাটকের হয়ে চার নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানে আউট হয়ে বসেন মণীশ পান্ডে। ৩৮ বলের ইনিংসে তিনি ১টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

23 Nov 2022, 10:49:15 AM IST

হাফ-সেঞ্চুরি যশ ও মন্ত্রীর

বরোদার বিরুদ্ধে হাফ-সেঞ্চুরি করেছেন মধ্যপ্রদেশের দুই ওপেনার যশ দুবে ও হিমাংশু মন্ত্রী। যশ ৮টি বাউন্ডারির সাহায্যে ৫৫ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন। ৬৫ বলে ৬০ রান করে আউট হয়েছেন হিমাংশু।

23 Nov 2022, 10:46:31 AM IST

লড়ছেন সুদীপ

মণিপুরের বিরুদ্ধে ত্রিপুরার হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমে লড়াই চালাচ্ছেন সুদীপ চট্টোপাধ্যায়। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৫ বলে ৩৫ রান করে অপরাজিত রয়েছেন।

23 Nov 2022, 10:44:54 AM IST

হাফ-সেঞ্চুরি আগরওয়ালের

চণ্ডীগড়ের বিরুদ্ধে হায়দরাবাদের হয়ে ওপেন করতে নেমে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তন্ময় আগরওয়াল। ৭২ বলে ৫২ রান করে অপরাজিত রয়েছেন তিনি। মেরেছেন ৬টি চার। 

23 Nov 2022, 10:43:07 AM IST

সেট হয়ে আউট জ্যাকসন

উত্তরপ্রদেশের বিরুদ্ধে সৌরাষ্ট্রের হয়ে ওপেন করতে নেমে শেল্ডন জ্যাকসন ৬১ বলে ৩২ রান করে আউট হন। তিনি ৩টি চার ও ১টি ছক্কা মারেন।

23 Nov 2022, 10:37:13 AM IST

রাহুল ত্রিপাঠী আউট, হাফ-সেঞ্চুরি অঙ্কিতের

পুদুচেরির বিরুদ্ধে ওপেন করতে নেমে রাহুল ত্রিপাঠী ব্যক্তিগত ৬১ রানের মাথায় আউট হয়ে বসেন। ৭৩ বলের ইনিংসে তিনি ৭টি টার ও ১টি ছক্কা মারেন। ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেছেন মহারাষ্ট্র অধিনায়ক অঙ্কিত বাউনি।

23 Nov 2022, 10:08:55 AM IST

হাফ-সেঞ্চুরি রাহুল ত্রিপাঠীর

মুম্বই (অপরাজিত ১৫৬), সার্ভিসেস (১১১) ও মিজোরামের (অপরাজিত ১০৭) বিরুদ্ধে টানা তিন ম্যাচে সেঞ্চুরি করার পরে এবার পুদুচেরির বিরুদ্ধে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করলেন রাহুল ত্রিপাঠী। তিনি ৭টি বাউন্ডারির সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন। উল্লেখ্য, রেলওয়েজের বিরুদ্ধে প্রথম ম্য়াচে তিনি ৭৫ রানের অনবদ্য ইনিংস খেলেন। কেবল বাংলার বিরুদ্ধে লিগের ম্যাচে ২ রান করে আউট হন ত্রিপাঠী।

23 Nov 2022, 09:29:40 AM IST

হাফ-সেঞ্চুরি রোহিল্লার

মিজোরামের বিরুদ্ধে ওপেন করতে নেমে আগ্রাসী হাফ-সেঞ্চুরি করেন সার্ভিসেসের ওপেনার রোহিল্লা। ৫টি বাউন্ডারির সাহায্যে ৪৫ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন তিনি।

23 Nov 2022, 08:56:37 AM IST

মায়াঙ্ক ব্যর্থ

রাজস্থানের বিরুদ্ধে ওপেন করতে নেমে মাত্র ২ রান করে আউট হন কর্ণাটক অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল। ৩ রানে ১ উইকেট হারায় কর্ণাটক।

23 Nov 2022, 08:54:04 AM IST

শুরুতেই উইকেট হারাল রেলওয়েজ

মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই ওপেনার শিবম চৌধুরীর উইকেট হারাল রেলওয়েজ। ১২ বলে ৬ রান করে রয়স্টোনের বলে যশস্বীর হাতে ধরা দেন শিবম। ১২ রানে ১ উইকেট হারায় রেলওেজ।

23 Nov 2022, 08:54:04 AM IST

শুরুতেই উইকেট হারাল রেলওয়েজের

মুম্বইয়ের বিরুদ্ধে শুরুতেই উইকেট হারাল রেলওয়েজ। 

23 Nov 2022, 08:19:24 AM IST

টস হারল মুম্বই

রেলওয়েজের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে টস হারল মুম্বই। টস জিতে রেলওয়েজ শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুতরাং, রাঁচিতে রান তাড়া করবেন অজিঙ্কা রাহানেরা।

23 Nov 2022, 08:02:37 AM IST

কীভাবে নক-আউটে যেতে পারে বাংলা

মুম্বই যদি শেষ ম্যাচে রেলওয়েজকে হারায়, তবে বাংলার সঙ্গে পয়েন্ট সংখ্যা সমান হলেও তারা প্রি-কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে। অন্যদিকে, রেলওয়েজ যদি শেষ ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয়, তবে বাংলার মতোই ১৬ পয়েন্টে পৌঁছেও ছিটকে যাবে তারা। লিগের ম্যাচে রেলওয়েজকে হারানোর সুবাদে বাংলা পৌঁছে যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে।বিস্তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: মুম্বই হারলে বিজয় হাজারে ট্রফির নক-আউটে উঠবে বাংলা, দেখে নিন অঙ্কটা

23 Nov 2022, 07:59:20 AM IST

কারা নক-আউটের দৌড়ে টিকে রয়েছে

এ-গ্রুপ থেকে সৌরাষ্ট্র, উত্তরপ্রদেশ, চণ্ডীগড় ও হায়দরাবাদ নক-আউটের দৌড়ে রয়েছে।বি-গ্রুপ থেকে লড়াইয়ে রয়েছে কর্ণাটক, ঝাড়খণ্ড, অসম ও রাজস্থান।সি-গ্রুপ থেকে নক-আউটের দৌড়ে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল ও হরিয়ানা।ই-গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়ার রাস্তা খোলা রয়েছে বাংলা ও মুম্বইয়ের সামনে।

23 Nov 2022, 07:59:20 AM IST

কারা ইতিমধ্যেই যোগ্যতা অর্জন করেছে

শেষ রাউন্ডের ম্যাচের ফলাফল যাই হোক না কেন, ইতিমধ্যেই নক-আউটের টিকিট নিশ্চিত করেছে এলিট ডি-গ্রুপের পঞ্জাব ও জম্মু-কাশ্মীর এবং এলিট ই-গ্রুপের মহারাষ্ট্র।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কলকাতায় নয়া রেকর্ড গড়ল সোনা, ৭০ হাজার ছুঁইছুঁই হলুদ ধাতুর দাম চিনে নিন KKR-এর ১৬ বছর বয়সী রহস্য স্পিনার গজনফরকে, দেখুন চমকপ্রদ বোলিংয়ের ভিডিয়ো ‘‌অভিষেক বন্দ্যোপাধ্যায় চাপে আছেন’‌, প্রার্থী দিতে না পেরেও দাবি করলেন দিলীপ প্রযোজকরা বলেছিলেন ভারতীয় দর্শক টিভিতে গর্ভবতী মহিলাদের দেখতে অপছন্দ করেন: মিনি নতুন দুলহানিয়া হচ্ছেন জাহ্নবী, ‘সানি কতটা সংস্কারি’ এবার সেই আপডেট দিলেন বরুণ সিএএ ইস্যু ব্যুমেরাং হতে পারে, চাপে পড়ে ইস্যু বদল করল বিজেপি, প্রচারে এল কী? বাংলায় এখনও ঝুলে জোট, বিহারে RJD-র সঙ্গে হাত মিলিয়ে লড়ছে বাম-কংগ্রেস, কত আসনে? নির্মাণ সংস্থায় বেআইনি লেনদেন, আয়কর স্ক্যানারে ৫০০ তৃণমূল নেতা কড়া শাসন-সুরক্ষার মধ্যে বড় করেছেন অভিষেক-শ্বেতাকে, গোপন কথা ফাঁস করলেন জয়া হুগলিতে প্রচারে তৃণমূলের রচনা, ব্যস্ততার ফাঁকেই শুনলেন, BJP-তো প্রাক্তন স্বামী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.