চলতি বিজয় হাজারে ট্রফির পারফর্ম্যান্সের নিরিখে ইতিমধ্যেই বেশ কয়েকটি বিশ্বরেকর্ড গড়েছেন নারায়ন জগদীশান। টুর্নামেন্টের ইতিহাসে একঝাঁক ব্যক্তিগত নজির নিজের দখলে নিয়েছেন তামিলনাড়ুর ওপেনার। এবার সৌরাষ্ট্রের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আরও একটি দুর্দান্ত রেকর্ড গড়ার হাতছানি রয়েছে জগদীশানের সামনে।
বিজয় হাজারে ট্রফির একটি মরশুমে সব থেকে বেশি রান করার সর্বকালীন রেকর্ড গড়তে পারেন জগদীশান। তার জন্য মাত্র ৬ রান দরকার তাঁর। সেক্ষত্রে তিনি ভেঙে দেবেন পৃথ্বী শ-র ব্যক্তিগত নজির।
২০২০-২১ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে পৃথ্বী শ ৮২৭ রান সংগ্রহ করেন, যা এখনও পর্যন্ত টুর্নামেন্টের একটি মরশুমে কোনও ব্যাটসম্যানের সংগ্রহ করা সব থেকে বেশি ব্যক্তিগত রানের রেকর্ড। জগদীশান চলতি বিজয় হাজারে ট্রফিতে ৫টি শতরান-সহ ৮২২ রান সংগ্রহ করেছেন ইতিমধ্যেই। সুতরাং, কোয়ার্টার ফাইনালে ৫ রান করলেই পৃথ্বীকে ছুঁয়ে ফেলবেন তিনি। ৬ রান করলে জগদীশান ছিনিয়ে নেবেন পৃথ্বীর রেকর্ড।
উল্লেখযোগ্য বিষয় হল, এই নিরিখে দ্বিতীয় স্থানে থাকা মায়াঙ্ক আগরওয়ালকে টপকাতে মাত্র ২ রান দরকার জগদীশানের। ২০১৭-১৮ মরশুমের বিজয় হাজারে ট্রফিতে মায়াঙ্ক ৮২৩ রান সংগ্রহ করেছিলেন। পরে তাঁর থেকে রেকর্ড ছিনিয়ে নেন পৃথ্বী। এবার জগদীশানের কাছে পৃথ্বীর রেকর্ড হাতছাড়া হয় কিনা, সেটাই হবে দেখার।
ভারত বনাম নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
চলতি বিজয় হাজারে ট্রফির মঞ্চে জগদীশানের ৫টি বিশ্বরেকর্ড:-
১. বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ৫০ ওভারের খেলায় (ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে) একটানা ৫টি সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন জগদীশান।
২. লিস্ট-এ (৫০ ওভারের) ক্রিকেটে সব থেকে বেশি রানের (২৭৭) ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড গড়েন জগদীশান।
৩. সাই সুদর্শনকে সঙ্গে নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে যে কোনও উইকেটের জুটিতে সব থেকে বেশি (৪১৬) রানের পার্টনারশিপ গড়েন জগদীশান।
৪. ৫০ ওভারের ক্রিকেটে যুগ্মভাবে সব থেকে কম বলে (১১৪) ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েন জগদীশান।
৫. লিস্ট-এ ক্রিকেটে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে থামা ইনিংসে সব থেকে বেশি স্ট্রাইক-রেট (১৯৬.৪৫) জগদীশানের।