বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: হ্যাটট্রিক-সহ ৫ উইকেট রমনদীপের, '২৪ রানে ১০ উইকেট' হারিয়ে লজ্জার হার বরোদার

Vijay Hazare Trophy: হ্যাটট্রিক-সহ ৫ উইকেট রমনদীপের, '২৪ রানে ১০ উইকেট' হারিয়ে লজ্জার হার বরোদার

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে রমনদীপ। ছবি- বিসিসিআই।

Punjab vs Baroda Vijay Hazare Trophy 2022: আম্বাতি রায়াড়ুদের বিরুদ্ধে মাত্র ৪ ওভার বল করেই ৫ উইকেট তুলে নেন রমনদীপ সিং। পালটা ব্যাট করতে নেমে ঝোড়ো হাফ-সেঞ্চুরি করেন প্রভসিমরন সিং।

১১.১ ওভারে বরোদা বিনা উইকেটে ৫৭ রান তুলে ফেলে। স্বাভাবিকভাবেই পঞ্জাবের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির ম্যাচে শক্ত ভিত গড়ছে তারা, এমনটা মনে হচ্ছিল একসময়। তবে সেখান থেকে বরোদা ২০.৪ ওভারে মাত্র ৮১ রানে অল-আউট হয়ে যাবে, এমনটা ভাবা সহজ ছিল না ক্রিকেটপ্রেমীদের পক্ষে।

রমনদীপ সিং বল করতে আসার পরেই ধস নামে বরোদার ইনিংসে। শেষ ৯.৩ ওভারে অর্থাৎ ৫৭ বলে ২৪ রান তুলতে বরোদা ১০টি উইকেট হারিয়ে বসে। রমনদীপ মাত্র ৪ ওভার বল করে হ্যাটট্রিক-সহ ৫টি উইকেট দখল করেন। মাত্র ১৭ রান খরচ করেন তিনি।

মুম্বইয়ে এলিট ডি-গ্রুপের ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বরোদা। জ্যোৎস্নিল সিংকে সঙ্গে নিয়ে ওপেনিং জুটিতে বরোদাকে ৫০ রানের গণ্ডি পার করান আদিত্য ওয়াঘমোরে। ১১.২ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন আদিত্য। ব্যক্তিগত ২৩ রানের মাথায় তিনি ফেরার পরেই একের পর এক উইকেট হারাতে থাকে বরোদা।

বিজয় হাজারে ট্রফিতে বাংলা বনাম মহারাষ্ট্র ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন

রমনদীপ ১৪তম ওভারের শেষ তিনটি বলে (১৩.৪, ১৩.৫ ও ১৩.৬ ওভারে) পরপর আউট করেন বিষ্ণু সোলাঙ্কি, নিনাদ ও আম্বাতি রায়াড়ুকে। সেই সুবাদে ব্যক্তিগত হ্যাটট্রিক পূর্ণ করেন রমনদীপ। খাতা খুলতে পারেননি তিন ব্যাটসম্যানের কেউই। পরে অতীত শেঠ (৬) ও ভার্গবের (৭) উইকেটও তুলে নেন রমনদীপ এবং পাঁচ উইকেটের বৃত্ত পূর্ণ করেন।

আরও পড়ুন:- IPL 2023: শার্দুলকে দলে নিতে তরুণ ক্রিকেটারকে দিল্লির হাতে তুলে দিল KKR

বরোদার হয়ে সব থেকে বেশি ২৯ রান করেন জ্যোৎস্নিল। দুই ওপেনার ছাড়া দলের আর কেউ দু'অঙ্কের রান করতে পারেননি। বরোদা ১০টি উইকেট হারায় যথাক্রমে দলগত ৫৭, ৬১, ৬২, ৬২, ৬২, ৬২, ৭০, ৭৩, ৮০ ও ৮১ রানের মাথায়। অর্থাৎ ৬২ রানে দাঁড়িয়ে ৪টি উইকেট হারায় বরোদা। রমনদীপের ৫ উইকেট ছাড়া ১৭ রানে ৩টি উইকেট দখল করেন অভিষেক শর্মা।

জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১২ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ৮২ রান সংগ্রহ করে নেয়। ৪৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন প্রভসিমরন। তিনি ১১টি চার ও ১টি ছক্কা মারেন। অভিষেক শর্মা ১ রান করে বরুণ অ্যারনের বলে আউট হন। ১৪ রানে নট-আউট থাকেন আনমোলপ্রীত সিং। ২২৮ বল বাকি থাকতে ৯ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জেতে পঞ্জাব।

বন্ধ করুন