বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: রিয়ানের ব্যাটে মুশকিল আসান, চার-ছক্কার ঝড়ে অসমকে সেমিফাইনালে তুললেন পরাগ

Vijay Hazare Trophy: রিয়ানের ব্যাটে মুশকিল আসান, চার-ছক্কার ঝড়ে অসমকে সেমিফাইনালে তুললেন পরাগ

অসমকে সেমিফাইনালে তুললেন রিয়ান। ছবি- টুইটার (@assamcric)।

Assam vs Jammu & Kashmir Vijay Hazare Trophy: দল হারায় ব্যর্থ হয় শুভমের দুর্দান্ত ইনিংস। রিয়ানকে যোগ্য সঙ্গত করেন ঋষভ।

একে তো কোয়ার্টার ফাইনালের মতো নক-আউট ম্যাচের চাপ ছিলই। তার উপর অসমের ঘাড়ে সাড়ে তিনশো রানের বিশাল বোঝা চাপিয়ে দেয় জম্মু-কাশ্মীর। ইনিংসের বিরতিতে অসমকে কার্যক ব্যাকফুটে দেখাচ্ছিল। সেখান থেকে পালটা লড়াইয়ে তারা শেষ আটের হার্ডল টপকে যায় রিয়ান পরাগের দুর্দান্ত ইনিংসের সুবাদে। অবশ্য তাঁকে যোগ্য সঙ্গত করেন ঋষভ দাস। রিয়ান-ঋষভের যুগলবন্দিতে জম্মু-কাশ্মীরকে ৭ উইকেটে হারিয়ে বিজয় হাজারে ট্রফির সেমিফাইলের টিকিট নিশ্চিত করে অসম।

আমদাবাদে টস জিতে জম্মু-কাশ্মীরকে শুরুতে ব্যাট করতে পাঠায় অসম। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৫০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে জম্মু-কাশ্মীর। শুভম খাজুরিয়া ৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১২০ রান করে আউট হন। হেনান নাজির ১১৩ বলে ১২৪ রান করে সাজঘরে ফেরেন। তিনি ৫টি চার ও ৫টি ছক্কা মারেন।

এছাড়া ৩টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ৫৩ রান করেন ফাজিল রশিদ। অভিনব চৌধুরী ও রাজ্জাকউদ্দীন আহমেদ ২টি করে উইকেট নেন। ১০ ওভারে ৬০ রান খরচ করে ১টি উইকেট দখল করেন রিয়ান পরাগ।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: বিজয় হাজারের এক মরশুমে সব থেকে বেশি রান, পৃথ্বীর দুর্দান্ত রেকর্ড ছিনিয়ে নিলেন জগদীশান

জবাবে ব্যাট করতে নেমে অসম ৬.৩ ওভারে মাত্র ৪৫ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বসে। সেখান থেকে ঋষভ দাসকে সঙ্গে নিয়ে পালটা লড়াই শুরু করেন রিয়ান পরাগ। তৃতীয় উইকেটের জুটিতে তাঁরা ২৭৭ রান যোগ করেন। রিয়ান ১২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে মাঠ ছাড়েন। চলতি বিজয় হাজারে ট্রফিতে এটি তাঁর তৃতীয় শতরান। এর আগে রাজস্থানের বিরুদ্ধে ১১৭ ও সিকিমের বিরুদ্ধে ১২৮ রান করেন পরাগ।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: এক ওভারে ৭টি ছক্কা, কেউ ভেবেছেন কোনওদিন? দেখুন রুতুরাজের অবিশ্বাস্য কীর্তির ভিডিয়ো

রিয়ান আউট হলেও দলকে ম্যাচ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন ঋষভ দাস। ৪৬.১ ওভারে ৩ উইকেটে ৩৫৪ রান তুলে জয় নিশ্চিত করে অসম। ঋষভ ১১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১১৮ বলে ১১৪ রান করে অপরাজিত থাকেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘‌তাঁরা যখনই বলবেন তখনই সরকারকে রেডি থাকতে হবে!’‌, চন্দ্রিমার নিশানায় ডাক্তাররা রেল লাইন ছেড়ে চাষের জমিতে নামল ইঞ্জিন! 'রিল মন্ত্রী' বলে টিপ্পনী কংগ্রেসের 'সরকার গড়ার এক ঘণ্টার মধ্যেই মদে নিষেধাজ্ঞা তুলে দেব!' মাসাবার গায়ের রং কালো, গর্ভের সন্তান ফর্সা পেতে খেতে বলা হল, রোজ একটা করে… 'যারা মৃতদেহের পর্নোগ্রাফি বানায় তাদেরই রোগীকল্যাণ সমিতিতে রাখবেন মমতা' LSG ছাড়ছেন KL Rahul! ভাইরাল ভিডিয়োয় শুরু জল্পনা!RCB-তে যোগ স্রেফ সময়ের অপেক্ষা? ‘আমেরিকাতে মাঝরাতে খাবার পাওয়া যায় না, তবে কলকাতাতে রাতেও কেউ খালি পেটে থাকে না’ সহযোদ্ধাকে জড়িয়ে হাউ হাউ করে কান্না কিঞ্জলের! জোর হাতে বললেন-'চেয়ার চাই না..' দলীপে দুই ইনিংসে 50+ রুতুরাজের,দল সবার ওপরে!মায়াঙ্কের কাছে হারল শ্রেয়সের India D বাঁকুড়া হাসপাতালে কাজে ফিরলেন জুনিয়র চিকিৎসকরা, রবিবার থেকেই উঠল কর্মবিরতি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.