বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করার নজির নতুন কিছু নয়। ইতিমধ্যেই বেশ কয়েকজন ব্যাটসম্যানের মুকুটে রয়েছে এমন রঙিন পালক। তবে উত্তরপ্রদেশের বিরুদ্ধে চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত দ্বিশতরান করার পথে রুতুরাজ গায়কোয়াড় এমন এক রেকর্ড গড়েন, যা ভারতীয় ক্রিকেটে তো বটেই এমনকি বিশ্ব ক্রিকেটেও বেনজির।
ইউপি-র বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি করার পথে এক ওভারে ৭টি ছক্কা মারার অবিশ্বাস্য রেকর্ড গড়েন রুতুরাজ। ঘরোয়া ও আন্তর্জাতিক মিলিয়ে ৫০ ওভারের ক্রিকেটে এক ওভারে ৭টি ছক্কা মারার নজির আর কারও নেই।
মোতেরায় টস হেরে শুরুতে ব্যাট করতে নামে মহারাষ্ট্র। প্রথম ইনিংসের ৪৯তম ওভারে বল করতে আসেন শিব সিং। ওভারের প্রথম চারটি বৈধ বলে পরপর ৪টি ছক্কা মারেন রুতুরাজ। বাঁ-হাতি স্পিনার ঠিক তার পরেই একটি নো-বল করেন, যেটিতেও ছক্কা হাঁকান গায়কোয়াড়। ওভারের শেষ ২টি বলেও ছয় মারেন রুতুরাজ। সেই ওভারে মোট ৪৩ রান ওঠে।
রুতুরাজ শেষমেশ ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন। মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে। শিব সিং ৯ ওভারে ৮৮ রান খরচ করেও কোনও উইকেট পাননি।
সপ্তম ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরির করার কৃতিত্ব অর্জন করেন রুতুরাজ। তাঁর আগে টুর্নামেন্টের ইতিহাসে ব্যক্তিগত দ্বিশতরানের গণ্ডি টপকেছেন করণবীর কৌশল, পৃথ্বী শ, সঞ্জু স্যামসন, যশস্বী জসওয়াল, সামর্থ ব্যাস ও নারায়ন জগদীশান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।