বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: ৪৩৫ রানে ম্যাচ জয়, ৫০ ওভারের ক্রিকেটে নতুন ইতিহাস লিখল তামিলনাড়ু, ভাঙল ৩২ বছর আগের বিশ্বরেকর্ড

Vijay Hazare Trophy: ৪৩৫ রানে ম্যাচ জয়, ৫০ ওভারের ক্রিকেটে নতুন ইতিহাস লিখল তামিলনাড়ু, ভাঙল ৩২ বছর আগের বিশ্বরেকর্ড

তামিলনাড়ু ক্রিকেট দল। ফাইল ছবি (টিএনসিএ)।

Tamil Nadu vs Arunachal Pradesh Vijay Hazare Trophy: বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তামিলনাড়ু। জয় তুলে নেয় সব থেকে বেশি রানের ব্যবধানে।

৫০ ওভারের ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রানের পার্টনারশিপ, সবথেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস, সর্বোচ্চ দলগত সংগ্রহ, সব থেকে বড় ব্যবধানে জয়। বিজয় হাজারে ট্রফিতে আক্ষরিক অর্থেই ইতিহাস গড়ল তামিলনাড়ু।

অরুণাচলপ্রদেশের বিরুদ্ধে শুরুতে ব্যাট করে ২ উইকেটের বিনিময়ে ৫০৬ রানের বিশাল ইনিংস গড়ে তোলে তামিলনাড়ু। বিশ্বের প্রথম দল হিসেবে ৫০ ওভারের ক্রিকেটে ৫০০ রানের গণ্ডি টপকায় তারা। সেই নিরিখে ইংল্যান্ডের জাতীয় দলকে টপকে দুর্দান্ত এক বিশ্বরেকর্ড গড়ে তামিলনাড়ু। ২০২২ সালেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে ইংল্যান্ড ৬ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করেছিল।

পরে পালটা ব্যাট করতে নামা অরুণাচলপ্রদেশকে ২৮.৪ ওভারে মাত্র ৭১ রানে অল-আউট করে দেয় তামিলনাড়ু। সুতরাং ৪৩৫ রানের বিরাট ব্যাবধানে ম্যাচ জিতে মাঠ ছাড়ে তারা। জয়ের ব্যবধানের নিরিখেও এটি বিশ্বরেকর্ড। ৫০ ওভারের ক্রিকেটে বিশ্বের কোনও দল আগে কখনও এত বড় ব্যবধানে ম্যাচ জেতেনি। আগের রেকর্ড ছিল সামারসেটের নামে। তারা ১৯৯০ সালে ডেভনকে ৩৪৬ রানের ব্যবধানে পরাজিত করেছিল।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: একাই ২৭৭ জগদীশানের, ভেঙে চুরমার রোহিত শর্মার স্বপ্নের ইমারত, ভেঙে গেল ব্রাউনের বিশ্বরেকর্ড

তামিলনাড়ুর হয়ে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন নারায়ন জগদীশান। তিনি ২৫টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ১৪১ বলে ২৭৭ রানের অতিমানবিক ইনিংস খেলে আউট হন। ৫০ ওভারের ক্রিকেটে কোনও ব্যাটসম্যানের এটিই সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংসের বিশ্বরেকর্ড।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: একটানা শতরান, সর্বোচ্চ ইনিংস, সব থেকে বেশি ছক্কা, এক ম্যাচেই একডজন রেকর্ড জগদীশানের, দেখুন তালিকা

এছাড়া অপর ওপেনার সাই সুদর্শন ১৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০২ বলে ১৫৪ রান করে আউট হন। উল্লেখযোগ্য বিষয় হল, সুদর্শন ও জগদীশান ওপেনিং জুটিতে ৪১৬ রান তোলেন। ৫০ ওভারের ক্রিকেটে যে কোনও জুটিতে এটিই সব থেকে বেশি রানের পার্টনারশিপের বিশ্বরেকর্ড।

পরে তামিলনাড়ুর হয়ে ১২ রানের বিনিময়ে ৫টি উইকেট নেন এম সিদ্ধার্থ। এছাড়া রঘুপতি ও এম মহম্মদ ২টি করে উইকেট দখল করেন। ১টি উইকেট নিয়েছেন সাই কিশোর।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই ১৮ ঘণ্টার মধ্যে দাবিপূরণ করুন, তবেই কর্মবিরতি তোলার কথা ভাবব, ডেডলাইন ডাক্তারদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.