বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে, দেখে নিন সূচি
কোয়ার্টার ফাইনালে দুরন্ত দ্বিশতরান রুতুরাজের। ছবি- টুইটার।

Vijay Hazare Trophy: বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে কোন দল কাদের বিরুদ্ধে মাঠে নামবে, দেখে নিন সূচি

Vijay Hazare Trophy Quarter Finals Live Score And Updates: চলতি বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত ডাবল সেঞ্চুরি করেন রুতুরাজ গায়কোয়াড়। শতরান করেন অভিষেক শর্মা, শুভম খাজুরিয়া, হেনান নাজির, রিয়ান পরাগ, ঋষভ দাস ও আরিয়ান জুয়েল।

গ্রুপ লিগের পারফর্ম্যান্সের নিরিখে সরাসরি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে তামিলনাড়ু, সৌরাষ্ট্র, অসম, মহারাষ্ট্র ও পঞ্জাব। প্রি-কোয়ার্টারের বাধা টপকে চলতি বিজয় হাজারে ট্রফির শেষ আটে জায়গা করে নেয় কর্ণাটক, উত্তরপ্রদেশ ও জম্মু-কাশ্মীর। এবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের বাধা টপকে সেমিফাইনালের টিকিট হাতে পায় অসম, মহারাষ্ট্র, কর্ণাটক ও সৌরাষ্ট্র। বিদায় নিতে হয় জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও তামিলনাড়ুকে।

28 Nov 2022, 06:06:29 PM IST

সেমিফাইনালের সূচি

৩০ নভেম্বর, বুধবার খেলা হবে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল ম্যাচ দু'টি। প্রথম সেমিফাইনালে কর্ণাটক মাঠে নামবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মহারাষ্ট্র লড়াই চালাবে অসমের বিরুদ্ধে। মোতেরায় ২টি ম্যাচই শুরু হবে সকাল ৯টা থেকে।

28 Nov 2022, 05:54:15 PM IST

সেমিফাইনালে উঠল কারা?

কোয়ার্টার ফাইনালের বাধা টপকে চলতি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল অসম, মহারাষ্ট্র, কর্ণাটক ও সৌরাষ্ট্র। শেষ আটের হার্ডলে আটকে বিদায় নিল জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, পঞ্জাব ও তামিলনাড়ু।

28 Nov 2022, 05:28:40 PM IST

ছিটকে গেল তামিলনাড়ু

তামিলনাড়ুকে ছিটকে দিয়ে চলতি বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল সৌরাষ্ট্র। শুরুতে ব্যাট করে সৌরাষ্ট্র ৮ উইকেটে ২৯৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৪৮ ওভারে ২৪৯ রানে অল-আউট হয়ে যায়। ৪৪ রানে ম্যাচ জেতে সৌরাষ্ট্র। সাই কিশোর ৭৪ ও বাবা ইন্দ্রজিৎ ৫৩ রান করেন।

28 Nov 2022, 05:15:21 PM IST

শেষ চারের টিকিট হাতে পেল কর্ণাটক

পঞ্জাবকে ৪ উইকেটে পরাজিত করে বিজয় হাজারে ট্রফির সেমিফাইনালে উঠল কর্ণাটক। পঞ্জাবের ২৩৫ রানের জবাবে ব্যাট করতে নেমে কর্ণাটক ৪৯.২ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৩৮ রান তুলে ম্যাচ জিতে যায়। রবিকুমার সামর্থ ৭১, শ্রেয়স গোপাল ৪২ ও মণীশ পান্ডে ৩৫ রান করেন।

28 Nov 2022, 04:57:12 PM IST

সেমিফাইনালে মহারাষ্ট্র

মহারাষ্ট্রের ৫ উইকেটে ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৪৭.৪ ওভারে ২৭২ রানে অল-আউট হয়ে যায়। ৫৮ রানে ম্যাচ জিতে শেষ চারের টিকিট পকেটে পোরেন রুতুরাজ গায়কোয়াড়ররা। আরিয়ান জুয়েল ১৫৯ রান করেন। শিবম শর্মা করেন ৩৩ রান। হাঙ্গার্গেকর ৫৩ রানের বিনিময়ে ৫টি উইকেট দখল করেন।

28 Nov 2022, 04:46:41 PM IST

দাপুটে জয়ে সেমিফাইনালে অসম

জম্মু-কাশ্মীরের ৭ উইকেটে ৩৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে অসম ৪৬.১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ৩৫৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ২৩ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন রিয়ান পরাগরা। ঋষভ দাস ১১৪ রানে অপরাজিত থাকেন।
বিস্তারিত পড়ুন:- Vijay Hazare Trophy: রিয়ানের ব্যাটে মুশকিল আসান, চার-ছক্কার ঝড়ে অসমকে সেমিফাইনালে তুললেন পরাগ

28 Nov 2022, 04:41:15 PM IST

১৫০ টপকালেন আরিয়ান

১৮টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৩৯ বলে ব্যক্তিগত দেড়শো রানের গণ্ডি টপকে যান উত্তরপ্রদেশের আরিয়ান জুয়েল। মহারাষ্ট্রের বিরুদ্ধে ৪৬ ওভার শেষে ৭ উইকেটে ২৬৬ রান তুলেছে ইউপি। আরিয়ান ১৫৯ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 04:29:50 PM IST

রিয়ান পরাগ আউট

১২টি চার ও ১২টি ছক্কার সাহায্যে ১১৬ বলে ১৭৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজঘরে ফেরেন রিয়ান পরাগ। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে অসম ৩২২ রানে ৩ উইকেট হারায়।

28 Nov 2022, 04:21:20 PM IST

সেঞ্চুরি ঋষভের

১১টি বাউন্ডারির সাহায্যে ১০৬ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন ঋষভ দাস। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে অসম ৪১.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ৩২০ রান সংগ্রহ করেছে। রিয়ান ১৭৩ ও ঋষভ ১০১ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 04:14:04 PM IST

সেঞ্চুরি আরিয়ানের

১২টি বাউন্ডারির সাহায্যে ১১১ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন আরিয়ান জুয়েল। মহারাষ্ট্রের ৩৩০ রানের জবাবে উত্তরপ্রদেশ ৩৯.৩ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২০৭ রান সংগ্রহ করেছে।

28 Nov 2022, 04:08:23 PM IST

১৫০ টপকালেন রিয়ান

১১টি চার ও ১১টি ছক্কার সাহায্যে ৯৮ বলে দেড়শো রানের গণ্ডি টপকে যান রিয়ান পরাগ। ৩৯ ওভারে অসমের স্কোর ২ উইকেটে ২৯৯ রান। জম্মু-কাশ্মীরকে হারাতে ১১ ওভারে তাদের দরকার ৫২ রান। রিয়ান ১৫৮ ও ঋষভ দায় ৯৬ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 03:58:34 PM IST

ব্যর্থ রিঙ্কু, উত্তরপ্রদেশ ইনিংসে ধস

মহারাষ্ট্রের বিরুদ্ধে ১টি ছক্কার সাহায্যে ১৮ বলে ১১ রান করে মাঠ ছাড়েন রিঙ্কু সিং। উত্তরপ্রদেশ ১৫৪ রানে ৭ উইকেট হারিয়ে বসে। শিবম মাভি ৪ রান করে আউট হয়েছেন।

28 Nov 2022, 03:55:37 PM IST

জোড়া হাফ-সেঞ্চুরি সাই কিশোর ও ইন্দ্রজিৎ-এর

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ২টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫০ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সাই কিশোর। ৩টি বাউন্ডারির সাহায্যে ৬৩ বলে অর্ধশতরানের গণ্ডি টপকান বাবা ইন্দ্রজিৎ। তামিলনাড়ু ৩২ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬০ রান সংগ্রহ করেছে। ইন্দ্রজিৎ ৫১ ও সাই কিশোর ৬৩ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 03:36:24 PM IST

দুর্দান্ত শতরান রিয়ানের

৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৭৭ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রিয়ান পরাগ। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ৩১ ওভারে অসমের সংগ্রহ ২ উইকেটে ২২৬ রান। রিয়ান ১০১ ও ঋষভ দাস ৮৩ রানে ব্যাট করছেন। চলতি বিজয় হাজারে ট্রফিতে এই নিয়ে তৃতীয় শতরান করলেন রিয়ান।

28 Nov 2022, 03:18:01 PM IST

২০০ টপকাল অসম

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে ২৭.২ ওভারে ২ উইকেটের বিনিময়ে ২০২ রান সংগ্রহ করেছে অসম। রিয়ান পরাগ ৮৯ রানে ব্যাট করছেন। ৭১ রানে অপরাজিত রয়েছেন ঋষভ দাস।

28 Nov 2022, 03:16:30 PM IST

১০০ টপকাল তামিলনাড়ু

২২ ওভার শেষে তামিলনাড়ুর স্কোর ৪ উইকেটে ১০৯ রান। বাবা ইন্দ্রজিৎ ২৫ রানে ব্যাট করছেন। ৩৮ রানে অপরাজিত রয়েছেন সাই কিশোর।

28 Nov 2022, 03:12:59 PM IST

লড়ছেন আরিয়ান

মহারাষ্ট্রের বিরুদ্ধে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩১ রান সংগ্রহ করেছে উত্তরপ্রদেশ। ৮১ বলে ৭৫ রান করেছেন আরিয়ান জুয়েল। রিঙ্কু সিং ব্যাট করছেন ব্যক্তিগত ৯ রানে। 

28 Nov 2022, 03:10:57 PM IST

হাফ-সেঞ্চুরি সামর্থের

পঞ্জাবের বিরুদ্ধে ৪টি বাউন্ডারির সাহায্যে ৭৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রবিকুমার সামর্থ। ২৪ ওভার শেষে কর্ণাটকের স্কোর ২ উইকেটে ১০৩ রান।

28 Nov 2022, 02:46:27 PM IST

দীনেশ কার্তিক আউট

সৌরাষ্ট্রের বিরুদ্ধে ৫১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে তামিলনাড়ু। ২টি বাউন্ডারির সাহায্যে ১৫ বলে ৯ রান করে মাঠ ছাড়েন দীনেশ কার্তিক। ১৫ ওভারে তামিলনাড়ু ৪ উইকেটের বিনিময়ে ৭১ রান সংগ্রহ করেছে।

28 Nov 2022, 02:42:41 PM IST

ঝোড়ো হাফ-সেঞ্চুরি রিয়ানের

৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন রিয়ান পরাগ। অসম ১৯ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৪৩ রান তুলেছে। রিয়ান ৬৭ ও ঋষভ দাস ৩৮ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 02:22:32 PM IST

জোর ধাক্কা তামিলনাড়ু শিবিরে

সৌরাষ্ট্রের ২৯৩ রানের জবাবে ব্যাট করতে নেমে তামিলনাড়ু ৪০ রানে ৩ উইকেট হারিয়ে বসে। নারায়ন জগদীশান ৮, সাই সুদর্শন ২৪ ও বাবা অপরাজিত ৪ রানে আউট হয়েছেন।

28 Nov 2022, 02:19:29 PM IST

শুরুতে উইকেট হারিয়েছে উত্তরপ্রদেশ

মহারাষ্ট্রের ৩৩০ রানের জবাবে ব্যাট করতে নেমে উত্তরপ্রদেশ ৪৫ রানের মাথায় ওপেনার মাধব কৌশিকের উইকেট হারিয়ে বসে। ১৮ বলে ১০ রান করেন তিনি। ১২.৩ ওভারে উত্তরপ্রদেশের সংগ্রহ ১ উইকেটে ৬৩ রান।৪৮ রানে ব্যাট করছেন আরিয়ান জুয়েল।

28 Nov 2022, 02:18:15 PM IST

ব্যর্থ মায়াঙ্ক

পঞ্জাবের ২৩৫ রানের জবাবে পালটা ব্যাট করতে নেমে কর্ণাটক শুরুতেই ক্যাপ্টেন মায়াঙ্ক আগরওয়ালের উইকেট হারিয়ে বসে। ৯ বলে ১ রান করে মাঠ ছাড়েন মায়াঙ্ক। ১২ ওভারে কর্ণাটকের সংগ্রহ ১ উইকেটে ৪৮ রান। ২৯ রানে ব্যাট করছেন সামর্থ।

28 Nov 2022, 02:14:06 PM IST

২ উইকেট হারিয়ে চাপে অসম

জয়ের জন্য ৩৫১ রানের বিশাল লক্ষ্যমাত্রা সামনে নিয়ে পালটা ব্যাট করতে নামে অসম। তারা দলগত ৪৫ রানের মাথায় ২টি উইকেট হারিয়ে বসে। কুণাল সাইকিয়া ২৩ ও রাহুল হাজারিকা ৮ রানে আউট হন। ১৩ ওভারে অসম ২ উইকেটের বিনিময়ে ৯৫ রান সংগ্রহ করেছে। রিয়ান পরাগ ২৯ বলে ৪১ রান করেছেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

28 Nov 2022, 01:34:06 PM IST

৩০০-র দোরগোড়ায় থামল সৌরাষ্ট্র

তামিলনাড়ুর বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৯৩ রান তোলে সৌরাষ্ট্র। হার্ভিক ৬১, বাসবদা ৫১ ও চিরাগ জানি ৫২ রান করেন। সাই কিশোর ২টি উইকেট নিয়েছেন।

28 Nov 2022, 01:31:13 PM IST

২৩৫ রানে অল-আউট পঞ্জাব

কর্ণাটকের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ২৩৫ রানে অল-আউট হয়ে যায় পঞ্জাব। অভিষেক শর্মা ১০৯ ও সনভীর সিং ৩৯ রান করেন। ৪টি উইকেট নেন কাভেরাপ্পা।

28 Nov 2022, 12:48:37 PM IST

ডাবল সেঞ্চুরি রুতুরাজের

উত্তরপ্রদেশের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত দ্বিশতরান করেন রুতুরাজ গায়কোয়াড়। ১০টি চার ও ১৩টি ছক্কার সাহায্যে ডাবল সেঞ্চুরির গণ্ডি টপকে যান রুতুরাজ। মহারাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৩৩০ রান সংগ্রহ করে। ১০টি চার ও ১৬টি ছক্কার সাহায্যে ১৫৯ বলে ২২০ রান করে অপরাজিত থাকেন গায়কোয়াড়। কার্তিক ত্যাগী ৩টি উইকেট নেন।

28 Nov 2022, 12:37:11 PM IST

নাজিরের শতরান, বড় রানের ইনিংস জম্মু-কাশ্মীরের

অসমের বিরুদ্ধে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ৩৫০ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে জম্মু-কাশ্মীর। শুভম খাজুরিয়া ১২০ ও হেনান নাজির ১২৪ রান করেন। ৫৩ রান করেছেন ফাজিল রশিদ। জয়ের জন্য অসমের দরকার ৩৫১ রান।

28 Nov 2022, 12:00:43 PM IST

দুর্দান্ত শতরান করে আউট অভিষেক

১২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২০ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন অভিষেক শর্মা। কর্ণাটকের বিরুদ্ধে ৪২ ওভারে পঞ্জাবের সংগ্রহ ৫ উইকেটে ১৯২ রান। অভিষেক ১২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১২৩ বলে ১০৯ রান করে আউট হন।

28 Nov 2022, 11:56:31 AM IST

দাপুটে শতরান রুতুরাজের

৫টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ১০৯ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। উত্তরপ্রদশের বিরুদ্ধে ৪১ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২০৬ রান সংগ্রহ করেছে মহারাষ্ট্র। রুতুরাজ ১১৬ ও কাজি ২৪ রানে ব্যাট করছেন।

28 Nov 2022, 11:30:56 AM IST

হাফ-সেঞ্চুরি করে আউট দেশাই

তামিলনাড়ু বিরুদ্ধে ৩০.৩ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৪৪ রান সংগ্রহ করেছে সৌরাষ্ট্র। ৬১ রান করে আউট হয়েছেন হার্ভিক দেশাই। ৩৪ রান করে সাজঘরে ফিরেছেন গোহিল। সামর্থ আউট হয়েছেন ২৭ রান করে।  

28 Nov 2022, 11:26:03 AM IST

১৫০ ছুঁল মহারাষ্ট্র

উত্তরপ্রদেশের বিরুদ্ধে ৩৪ ওভার শেষে মহারাষ্ট্র ৩ উইকেট হারিয়ে ১৫০ রান সংগ্রহ করেছে। ৯৬ বলে ৭৯ রান করেছেন রুতুরাজ গায়কোয়াড়। তিনি ৫টি চার ও ২টি ছক্কা মেরেছেন। 

28 Nov 2022, 11:22:49 AM IST

সেঞ্চুরি করে আউট শুভম

৮টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ৮৪ বলে ১২০ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হলেন শুভম খাজুরিয়া। অসমের বিরুদ্ধে ৩৪ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ২১৫ রান সংগ্রহ করেছে জম্মু-কাশ্মীর। ৫৩ রানে ব্যাট করছেন নাজির।

28 Nov 2022, 10:58:32 AM IST

হাফ-সেঞ্চুরি দেশাইয়ের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬৬ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন হার্ভিক দেশাই। তামিলনাড়ুর বিরুদ্ধে সৌরাষ্ট্র ২৩.৩ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৫ রান সংগ্রহ করেছে। ৫২ রানে ব্যাট করছেন দেশাই।

28 Nov 2022, 10:56:06 AM IST

ঝোড়ো শতরান খাজুরিয়ার

অসমের বিরুদ্ধে ৬টি চার ও ৭টি ছক্কার সাহায্যে মাত্র ৭৩ বলে ব্যক্তিগত শতরান পূর্ণ করেন শুভম খাজুরিয়া। ২৭.৪ ওভারে জম্মু-কাশ্মীরের স্কোর ১ উইকেটে ১৮০ রান। ১০২ রানে ব্যাট করছেন শুভম। ৪৩ রান করেছেন নাজির।

28 Nov 2022, 10:52:51 AM IST

রুতুরাজের অর্ধশতরান

৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৭১ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন রুতুরাজ গায়কোয়াড়। উত্তরপ্রদেশের বিরুদ্ধে মহারাষ্ট্র ২৬.৫ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১০৯ রান সংগ্রহ করেছে। ৫৭ রানে ব্যাট করছেন গায়কোয়াড়।

28 Nov 2022, 10:48:29 AM IST

অভিষেকের হাফ-সেঞ্চুরি

৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৬২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন পঞ্জাব ওপেনার অভিষেক শর্মা। কর্ণাটকের বিরুদ্ধে ২৪ ওভারে পঞ্জাব ৩ উইকেটের বিনিময়ে ৮৯ রান সংগ্রহ করেছে। ৫৪ রানে ব্যাট করছেন অভিষেক।

28 Nov 2022, 10:42:30 AM IST

হাফ-সেঞ্চুরি শুভমের

অসমের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন শুভম খাজুরিয়া। ২৪ ওভার শেষে জম্মু-কাশ্মীরের স্কোর ১ উইকেটে ১৫৩ রান। ৬৭ বলে ৮৯ রান করেছেন শুভম। তিনি ৬টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। ৩৮ বলে ২৯ রান করেছেন হেনান নাজির।

28 Nov 2022, 10:05:19 AM IST

বিব্রান্ত আউট

৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯ বলে ৩৪ রান করে আউট হন জম্মু-কাশ্মীর ওপেনার বিব্রান্ত শর্মা। অসমের বিরুদ্ধে ১৩.১ ওভারে ১ উইকেটের বিনিময়ে ৭৮ রান সংগ্রহ করেছে জম্মু-কাশ্মীর।

28 Nov 2022, 10:04:00 AM IST

রাহুল ত্রিপাঠী আউট

২৩ বলে ৩ রান করে আউট হন মহারাষ্ট্র ওপেনার রাহুল ত্রিপাঠী। উত্তরপ্রদেশের বিরুদ্ধে মাত্র ১১ রান করে আউট হন বাছাব। ৪১ রানে ২ উইকেট হারিয়ে বসে মহারাষ্ট্র।

28 Nov 2022, 10:01:57 AM IST

মনদীপ সিং আউট

২৮ বলে ৬ রানের ধীর ইনিংস খেলে আউট হন পঞ্জাব দলনায়ক মনদীপ সিং। কর্ণাটকের বিরুদ্ধে ৩৪ রানে ৩ উইকেট হারায় পঞ্জাব। ১৯ রানে ব্যাট করছেন অভিষেক শর্মা।

28 Nov 2022, 10:00:10 AM IST

শেল্ডন জ্যাকসন আউট

গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ব্যাট হাতে দলকে নির্ভরতা দিতে পারলেন না শেল্ডন জ্যাকসন। তামিলনাড়ুর বিরুদ্ধে ওপেন করতে নেমে তিনি ১১ বলে ৮ রান করে আউট হন। সৌরাষ্ট্র ২২ রানে ১ উইকেট হারায়। ১০ ওভারে তাদের স্কোর ১ উইকেটে ৪০ রান।

28 Nov 2022, 09:39:40 AM IST

৫০ টপকাল জম্মু-কাশ্মীর

ঝড়ের গতিতে দগগত ৫০ রানের গণ্ডি টপকে গেল জম্মু-কাশ্মীর। অসমের বিরুদ্ধে ৮.১ ওভারে তারা কোনও উইকেট না হারিয়ে ৬১ রান সংগ্রহ করেছে। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৭ বলে ২৮ রান সংগ্রহ করেছেন বিব্রান্ত শর্মা। ২২ বলে ৩২ রান করেছেন শুভম খাজুরিয়া। তিনি ৩টি চার ও ২টি ছক্কা মেরেছেন।

28 Nov 2022, 09:20:23 AM IST

শুরুতেই ধাক্কা পঞ্জাব শিবিরে

কর্ণাটকের বিরুদ্ধে ৩.২ ওভারেই ২ উইকেট হারিয়ে বসে পঞ্জাব। শূন্য রানে আউট হন প্রভসিমরন সিং। ১২ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন আনমোলপ্রীত সিং। ১০ রানে ২ উইকেট হারায় পঞ্জাব।

28 Nov 2022, 08:55:23 AM IST

টস জিতে ফিল্ডিং নিয়েছে চার দল

পঞ্জাবের বিরুদ্ধে টস জেতে কর্ণাটক। মহারাষ্ট্রের বিরুদ্ধে টস জেতে উত্তরপ্রদেশ। জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে টস জেতে অসম। সৌরাষ্ট্রের বিরুদ্ধে টস জেতে তামিলনাড়ু। টস জিতে চারদলই প্রতিপক্ষকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। অর্থাৎ সকলেই রান তাড়া করা শ্রেয় মনে করে।

28 Nov 2022, 08:53:43 AM IST

কোয়ার্টারে কোন দল কাদের বিরুদ্ধে লড়ছে

প্রথম কোয়ার্টার ফাইনালে পঞ্জাবের লড়াই কর্ণাটকের বিরুদ্ধে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মহারাষ্ট্রের লড়াই উত্তরপ্রদেশের বিরুদ্ধে।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে জন্মু-কাশ্মীরের লড়াই অসমের বিরুদ্ধে।
চতুর্থ কোয়ার্টার ফাইনালে তামিলনাড়ুর লড়াই সৌরাষ্ট্রের বিরুদ্ধে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘রাতে আমার বেডরুমে…’, বলিউডের প্রথম সারির নায়কের হাতে হেনস্থার শিকার হন মল্লিকা ‘‌আমি দশ বছর ধরে লড়াই করছি’‌, বাংলা ভাষা ধ্রুপদী ভাষার স্বীকৃতি নিয়ে দাবি মমতার আগামিকাল কেমন কাটবে? ভাগ্যের আকাশ উজ্জ্বল থাকবে? জানুন ৫ অক্টোবরের রাশিফল ‘রক্তের ফোয়ারা দেখলাম...’ নিজের দুর্ঘটনা ঠিক কেমন ছিল? কী বললেন গোবিন্দা স্বয়ং? হুমকি চিঠি পেয়ে দুর্গাপুজো বাতিল করছেন বাংলাদেশি হিন্দুরা, ভারতের বার্তা... পুজো উদ্বোধনে গিয়ে ছবি আঁকলেন মুখ্যমন্ত্রী, দর্শক সুদীপার ছেলে,কী বলছে নেটপাড়া? অনিয়মিত তো বটেই, নিয়মিত পিরিয়ড হলেও হতে পারে PCOD, কী করবেন তাহলে দুর্গাপুজোর প্রাক্কালে পাতালপথে বিভ্রাট, দমদম থেকে দক্ষিণেশ্বরে বন্ধ মেট্রো এক দশক পর 'ডেভিল' হয়ে ফিরছেন সলমন! কিক ২-এর কাজ শুরু করলেন ভাইজান শনির নক্ষত্র পরিবর্তনে শশ রাজযোগ, এবার দীপাবলিতে এই ৫ রাশি হবে লক্ষ্মীর কৃপাধন্য

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.