বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy 2022: ১৯৫ রান করে ‘লিস্ট এ’ ক্রিকেটে নজির যশের! ঝোড়ো ৫০ পতিদারের, ৩২১ রানে জয় MP-র

Vijay Hazare Trophy 2022: ১৯৫ রান করে ‘লিস্ট এ’ ক্রিকেটে নজির যশের! ঝোড়ো ৫০ পতিদারের, ৩২১ রানে জয় MP-র

যশ দুবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)

Vijay Hazare Trophy 2022: নাগাল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ১৯৫ রানের ইনিংসের সুবাদে ‘লিস্ট এ’ ক্রিকেটে নজির গড়েন মধ্যপ্রদেশের যশ দুবে। সেইসঙ্গে রজত পতিদারের বিধ্বংসী ইনিংসের সুবাদে বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডকে ৩২১ রানে হারাল মধ্যপ্রদেশ।

‘লিস্ট এ’ ক্রিকেটে নজির গড়লেন যশ দুবে। এই প্রথম ১৯৫ রান করলেন কোনও ব্যাটার। সেইসঙ্গে রজত পতিদারের বিধ্বংসী ইনিংসের সুবাদে বিজয় হাজারে ট্রফিতে নাগাল্যান্ডকে ৩২১ রানে হারাল মধ্যপ্রদেশ।

সোমবার বিজয় হাজারে ট্রফিতে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় নাগাল্যান্ড। কিন্তু সেই সিদ্ধান্ত একেবারে কাজে দেয়নি। প্রথম উইকেটের জুটিতেই ১৬৩ রান তুলে ফেলে মধ্যপ্রদেশ। ২১ তম ওভারের শেষ বলে মধ্যপ্রদেশের প্রথম উইকেট পড়ে যায়। হিমাংশু মন্ত্রী ৬১ বলে ৭৩ রানে আউট হয়ে গেলেও নিজের ছন্দ ধরে রাখেন যশ। যোগ্যসংগত করেন তিন নম্বরে নামা শুভম শর্মা।

শুভম ৫০ বলে ৪৩ রান করে আউট হয়ে যাওয়ার পর ঝড় তোলে মধ্যপ্রদেশ। পতিদার (২৯ বলে ৫০ রান) এবং যশের জুটিতে ৬০ বলে ১১৬ রান তোলে রঞ্জি চ্যাম্পিয়নরা। চতুর্থ উইকেটের জুটিতেও সেই ছন্দ বজায় থাকে। সেই উইকেটে ১৯ বলে ৩৯ রান ওঠে। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে তিন উইকেটে ৪২৪ রান তোলে মধ্যপ্রদেশ। ১৫০ বলে ১৯৫ রানে অপরাজিত থাকেন যশ। ১৯ টি চার মারেন তিনি। ছক্কা মারেন চারটি।

আরও পড়ুন: Vijay Hazare Trophy: একটানা শতরান, সর্বোচ্চ ইনিংস, সব থেকে বেশি ছক্কা, এক ম্যাচেই একডজন রেকর্ড জগদীশানের, দেখুন তালিকা

সেই ইনিংসের সুবাদে ‘লিস্ট এ’ ক্রিকেটে নজির গড়েন যশ। পরিসংখ্যান অনুযায়ী, 'লিস্ট এ' ক্রিকেটে প্রথম খেলোয়াড় হিসেবে ১৯৫ রান করেন মধ্যপ্রদেশ। এতদিনে শূন্য থেকে ১৯৮ পর্যন্ত রান কমপক্ষে একবার হয়েছে। কিন্তু ১৯৫ রান কখনও হয়নি। আজ নাগাল্যান্ডের বিরুদ্ধে ঠিক সেটাই করেছেন যশ। এখনও কোনও খেলোয়াড় ১৯৯ রান করেননি। তবে আজ এন জগদীশনের ২৭৭ রানের ইনিংসের ধাক্কায় তাঁর সেই ইনিংস কিছুটা চাপা পড়ে গিয়েছে।

আরও পড়ুন: Vijay Hazare Trophy 2022: টানা ৩ ম্যাচে সেঞ্চুরি! বিজয় হাজারেতে থামানোই যাচ্ছে না প্রাক্তন KKR তারকাকে

সেই রান তাড়া করতে নেমে একেবারেই ছন্দ পায়নি নাগাল্যান্ড। দুর্বল নাগাল্যান্ড একেবারেই দাঁড়াতে পারেনি। শেষপর্যন্ত ২৮.১ ওভারে ১০৩ রানে অল-আউট হয়ে যায়। পাঁচ ওভারে ২১ রান দিয়ে চার উইকেট নেন শুভম শর্মা। দুটি করে উইকেট নেন কুলদীপ এবং কুমার কার্তিকেয় সিং (৭.১ ওভারে ১৮ রান দিয়ে দুই উইকেট)। চার ওভারে ছয় রান দিয়ে এক উইকেট নেন আবেশ খান।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন