৫০ ওভারের ক্রিকেটে তিনশো রানের গণ্ডি টপকানোই বেশিরভাগ সময়ে মুশকিল হয়ে দাঁড়ায়। সেখানে তিনশো রানের ব্যবধানে ম্যাচ জিতলে অবিশ্বাস্য মনে হওয়াই স্বাভাবিক। চলতি বিজয় হাজারে ট্রফিতে এমনই চমকে দেওয়া কাণ্ড ঘটাল হরিয়ানা। অরুণাচলপ্রদেশকে তারা ৩০৬ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে।
যদিও বিজয় হাজারে ট্রফিতে তিনশোর বেশি রানে ম্যাচ জয় এই প্রথম নয়। এর আগে গতবছর ঝাড়খণ্ড ৩২৪ রানের বিরাট ব্যবধানে হারিয়ে দেয় মধ্যপ্রদেশকে। সেই নিরিখে অল্পের জন্য রেকর্ড ভাঙা হল না হরিয়ানার।
আলুরে এলিট সি-গ্রুপের ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে হরিয়ানা। তারা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ৩৯৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। ওপেনার যুবরাজ সিং ১১৬ বলে ১৩১ রান করেন। তিনি ১২টি চার ও ৩টি ছক্কা মারেন। শতরান করেন অপর ওপেনার চৈতন্য বিষ্ণোইও। তিনি ১৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২৪ বলে ১৩৪ রান করেন।
এছাড়া নিশান্ত সিন্ধু ৩৬ ও হিমাংশু রানা ৩৮ রান করেন। রাহুল তেওয়াটিয়া ৪ রান করে মাঠ ছাড়েন। ইয়াব নিয়া ৮৪ রান খরচ করে ৫টি উইকেট দখল করেন।
আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ফের সেঞ্চুরি রিয়ান পরাগের, তাঁর একার রানই তুলতে পারল না প্রতিপক্ষ
পালটা ব্যাট করতে নেমে অরুণাচলপ্রদেশ ৩২.৩ ওভারে মাত্র ৯১ রানে অল-আউট হয়ে যায়। কামশা ২৩ ও তেচি দরিয়া ১২ রান করেন। বাকিরা কেউ বলার মতো রান পাননি। রাহুল তেওয়াটিয়া ২৪ রানে ৪টি উইকেট দখল করেন। মোহিত শর্মা ও জয়ন্ত যাদব ২টি করে উইকেট পকেটে পোরেন।