বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: শুধু সেঞ্চুরি নয়, পরপর দু'ম্যাচে দেড়শো টপকালেন ভরত, চাপ বাড়ছে ঋদ্ধির উপর

Vijay Hazare Trophy: শুধু সেঞ্চুরি নয়, পরপর দু'ম্যাচে দেড়শো টপকালেন ভরত, চাপ বাড়ছে ঋদ্ধির উপর

কেএস ভরত। ছবি- বিসিসিআই।

জিতেও বিজয় হাজারে ট্রফি থেকে ছিটকে গেল অন্ধ্র।

যতটুকু সুযোগ হাতে আসবে, জাতীয় দলে জায়গা ধরে রাখতে হলে তা যথাযথভাবে কাজে লাগাতে হবে ঋদ্ধিমান সাহাকে। জাতীয় নির্বাচকরা নন, বাংলার তারকা উইকেটকিপারকে কার্যত এমন বার্তা দিয়ে রাখলেন কেএস ভরত।

ঋষভ পন্ত টেস্ট দলের এক নম্বর উইকেটকিপার। দ্বিতীয় উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা দলে রয়েছেন বটে। তবে কেএস ভরত যেভাবে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিকভাবে বড় রান করে চাপ সৃষ্টি করছেন নির্বাচকদের উপর, তাতে ভারতীয় দল বেছে নেওয়ার সময় খুব বেশিদিন তাঁকে উপেক্ষা করা সহজ হবে না নিশ্চিত।

হতে পারে ভিন্ন ফর্ম্যাট, তবে বিজয় হাজারে ট্রফিতে যেরকম লম্বা লম্বা ইনিংস খেলছেন ভরত, তাতে তাঁর বড় ইনিংস খেলার প্রবণতার কথা স্পষ্ট বোঝা যায়।

হিমাচলপ্রদেশের বিরুদ্ধে এলিট গ্রুপ-এ'র গত ম্যাচে ১৬১ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন অন্ধ্রর উইকেটকিপার-ব্যাটসম্যান। ১০৯ বলের সেই আগ্রাসী ইনিংসে ভরত ১৬টি চার ও ৮টি ছক্কা মারেন। ঠিক পরের ম্যাচেই গুজরাতের বিরুদ্ধে ফের সেঞ্চুরি করলেন ভরত। বরং বলা ভালো যে, চলতি বিজয় হাজারে ট্রফির পরপর দু'টি ম্যাচে দেড়শো রানের গণ্ডি টপকে গেলেন তিনি।

গুজরাতের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে ভরত ১৩৮ বলে ১৫৬ রান করে আউট হন। তিনি ১৬টি চার ও ৭টি ছক্কা মারেন। প্রথমে ব্যাট করে অন্ধ্র নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৫৩ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে গুজরাত ৪১.৩ ওভারে ১৭২ রানে অল-আউট হয়ে যায়।

৮১ রানের বড় ব্যবধানে ম্যাচ জিতলেও বিজয় হাজারে ট্রফির নক-আউটের টিকিট হাতে আসেনি অন্ধ্রর। তারা হিমাচল ও বিদর্ভের মতোই ১২ পয়েন্ট সংগ্রহ করলেও নেট রান-রেটের নিরিখে ছিটকে যায় টুর্নামেন্ট থেকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শুধু নেট পরীক্ষার স্কোর দিয়েই PhDতে ভর্তি, হবে না পৃথক পরীক্ষা, জানিয়ে দিল UGC ‘‌বিজেপি প্রার্থীকে ভোট না দিলে পরে ব্যবস্থা হবে’‌,‌ তদন্তে নির্বাচন কমিশন বিয়ে নয়, কেবল বাগদানই সেরেছেন অদিতি-সিদ্ধার্থ? আংটি দেখিয়ে কী লিখলেন? ব্যক্তি মমতা নন, তাঁর রাজনীতিকে বোঝাতে চেয়েছি, মৃত্যুকামনা বললেন অভিজিৎ গাঙ্গুলি শীঘ্রই শুরু হবে বৃষ্টি, সঙ্গী হবে ঝড়, এরপর শুক্র-শনিতে কেমন থাকবে আবহাওয়া? দু’সপ্তাহ, ৩৫০ ঘণ্টা পার, শ্বেতপত্র কই? প্রশ্ন অভিষেকের, জবাব দিল বিজেপিও 'রসে ভরা আঙুর' খেয়ে ভাইরাল যুবক, ভিডিয়ো দেখলে আপনিও এমন আঙুর কিনতে ছুটবেন কাউকে না বলে মাঝরাতে পাকিস্তানে ঘোরাঘুরি! সৌরভকে ফোনে বকা দেন প্রেসিডেন্ট মুশারফ দেবের পা ছুঁয়ে প্রণাম, প্রচারের মাঝে ভক্তকে জড়িয়ে ধরলেন TMC-র তারকা প্রার্থী পরপর দুই ম্যাচ হারতেই রোহিতের সঙ্গে লম্বা আলোচনায় আকাশ আম্বানি, জল্পনা নেটপাড়ায়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.