বাংলা নিউজ > ময়দান > Vijay Hazare Trophy: মণীশ পান্ডেদের হারিয়েও নক-আউটে যাওয়া হল না বাংলার

Vijay Hazare Trophy: মণীশ পান্ডেদের হারিয়েও নক-আউটে যাওয়া হল না বাংলার

জিতেও ছিটকে যেতে হল বাংলাকে। ছবি- সিএবি।

বাংলার কাছে হেরেও বিজয় হাজারে ট্রফির প্রি-কোয়ার্টারে কর্নাটক।

শক্তিশালী কর্নাটকের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে জিতেও বিজয় হাজারে ট্রফির নক-আউটে যাওয়া হল না বাংলার। অন্যদিকে, শেষ ম্যাচে হেরেও প্রি-কোয়ার্টারের টিকিট হাতে পেয়ে গেলেন মণীশ পান্ডেরা। পুদুচেরির কাছে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পরাজিত হওয়াই এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় সুদীপ চট্টোপাধ্যায়দের নক-আউটের পথে।

শেষ ম্যাচে কর্নাটককে একতরফাভাবে হারালে বাংলার নক-আউটে যাওয়ার ক্ষীণ একটা সম্ভাবনা রয়ে গিয়েছিল। মণীশ পান্ডেদের শেষমেশ হারিয়ে দিলেও নেট রান-রেটের নিরিখে ছিটকে যেতে হয় বাংলাকে। এলিট গ্রুপ-বি'র এক নম্বরে থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় তামিলনাড়ু। যদিও শেষ ম্যাচে তারা হেরে যায় বরোদার কাছে। কর্নাটক দ্বিতীয় দল হিসেবে নক-আউটে চলে যায়।

টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে কর্নাটক নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ২৫২ রান তোলে। ক্যাপ্টেন মণীশ পান্ডে ৪টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৮৫ বলে ৯০ রান করে আউট হন। রবিকুমার সামর্থ ১৭, রোহন কদম ৩৭, করুণ নায়ার ২৫ ও প্রবীণ দুবে অপরাজিত ৩৭ রান করেন। প্রদীপ্ত প্রামানিক ৪৮ রানে ৪ উইকেট দখল করেন। ২টি উইকেট নেন ঋত্ত্বিক চট্টোপাধ্যায়। ১টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ ও শাহবাজ আহমেদ।

পালটা ব্যাট করতে নেমে বাংলা ৪৮.৩ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৫৩ রান তুলে ম্যাচ জিতে যায়। অভিষেক দাস ৫৮, অনুষ্টুপ মজুমদার ৮, সুদীপ চট্টপাধ্যায় ৬৩, ঋত্ত্বিক রায়চৌধুরি ৪৯ ও শাহবাজ আহমেদ অপরাজিত ২৬ রান করেন। ৪ উইকেটে ম্যাচ জেতে বাংলা।

এলিট গ্রুপ-বি:-
১. তামিলনাড়ু: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-১২, নেট রান-রেট: +১.০৫২।
২. কর্নাটক: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-১২, নেট রান-রেট: +০.৭৮৯।
৩. বাংলা: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-১২, নেট রান-রেট: -০.২৩৫।
৪. পুদুচেরি: ম্যাচ-৫, জয়-৩, হার-২, পয়েন্ট-১২, নেট রান-রেট: -১.৩৬০।
৫. বরোদা: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৮, নেট রান-রেট: +০.২৯০।
৬. মুম্বই: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-৪, নেট রান-রেট: -০.৭০৭।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা রিল লাইফ পুত্রবধূকেই বউমা করতে চান নন্দিনী! শাশুড়ির প্রশংসায় অরুণিমা বললেন কী? RR vs DC: রিয়ান ঝড়ের পর, শেষ ওভারে আবেশের বাজিমাত, পরপর দুই ম্যাচে হার দিল্লির দেশের সবচেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দাল যোগ দিলেন BJPতে, ছাড়লেন কংগ্রেস টলিউডে অসফল, সেটারই প্রতিশোধ রাজনীতির ময়দানে নিচ্ছেন হিরণ! দাবি দেবের 'অডিশন না নিয়েই বাদ দিয়েছে...' অভিনেত্রী হতে কী কী সহ্য করেছেন আরত্রিকা?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.