বাংলা নিউজ > ময়দান > ২০টি চার ও ৯টি ছক্কায় একাই ২০০ সৌরাষ্ট্র ওপেনারের, জাদেজা একাই নিলেন ৭টি উইকেট, অবিশ্বাস্য জয় পূজারাদের

২০টি চার ও ৯টি ছক্কায় একাই ২০০ সৌরাষ্ট্র ওপেনারের, জাদেজা একাই নিলেন ৭টি উইকেট, অবিশ্বাস্য জয় পূজারাদের

সামর্থ ব্যাস। ছবি- টুইটার।

Saurashtra vs Manipur Vijay Hazare Trophy 2022: পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে ডাবল সেঞ্চুরি করেন সৌরাষ্ট্রের তারকা ক্রিকেটার। সেই সুবাদে তিনি বসে পড়েন পৃথ্বী শ-সঞ্জু স্যামসনদের সঙ্গে একাসনে।

পয়সা উসুল মনোরঞ্জন বোধহয় একেই বলে। বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্র বনাম মণিপুর ম্যাচে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা গিয়েছে এমনটা বলা যাবে না কখনই। তবে একতরফা ম্যাচে যে রকম চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়, সেরকম ক্রিকেট দেখতেই দর্শকরা মাঠে আসেন।

একই ম্যাচে একজন ডাবল সেঞ্চুরি করলেন, আরও একজন করলেন শতরান। অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন পূজারার মতো তারকা ক্রিকেটার। অন্যদিকে বল হাতে একাই ৭টি উইকেট নেন এক বাঁ-হাতি স্পিনার। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সৌরাষ্ট্র ২৮২ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জেতে।

দিল্লিতে এলিট এ-গ্রুপের ম্যাচে টস জিতে সৌরাষ্ট্রকে শুরুতে ব্যাট করতে পাঠায় মণিপুর। সৌরাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সামর্থ ব্যাস ২০০ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন। ১৩১ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ২০টি চার ও ৯টি ছক্কা মারেন।

আরও পড়ুন:- Vijay Hazare Trophy: ডাহা ফেল কোহলি, ২ রানে ৪ উইকেট প্রদীপ্তর, ৫০ ওভারের ম্যাচ ৩৮ বলেই জিতে গেল বাংলা

পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরান করার নজির গড়েন সামর্থ। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে করণবীর কৌশল, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ-র।

এছাড়া হার্ভিক দেশাই ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১০০ রান করে আউট হন। চেতেশ্বর পূজারা ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৪৮ রান করেন। শেল্ডন জ্যাকসন ১৭ বলে ২০ রান করেন। প্রেরক মানকড় করেন ৫ বলে ১৬ রান।

আরও পড়ুন:- Bengal vs Mumbai: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রাহানের, বাংলাকে বিধ্বস্ত করল মুম্বই

জবাবে ব্যাট করতে নেমে মণিপুর ৪১.৪ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ৫৫ রান করেন ক্যাপ্টেন কেইশাংবাম। ধর্মেন্দ্রসিং জাদেজা ১০ ওভারে ৬টি মেডেন-সহ মাত্র ১০ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল… ‘একটি পর্যবেক্ষণে…',CBIকে ‘খাঁচা বন্দি পাখি’ বলে SCর মন্তব্যের পর সরব ধনখড়

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.