পয়সা উসুল মনোরঞ্জন বোধহয় একেই বলে। বিজয় হাজারে ট্রফিতে সৌরাষ্ট্র বনাম মণিপুর ম্যাচে ব্যাট-বলের উত্তেজক লড়াই দেখা গিয়েছে এমনটা বলা যাবে না কখনই। তবে একতরফা ম্যাচে যে রকম চার-ছক্কার ফুলঝুরি দেখা যায়, সেরকম ক্রিকেট দেখতেই দর্শকরা মাঠে আসেন।
একই ম্যাচে একজন ডাবল সেঞ্চুরি করলেন, আরও একজন করলেন শতরান। অল্পের জন্য হাফ-সেঞ্চুরি হাতছাড়া করেন পূজারার মতো তারকা ক্রিকেটার। অন্যদিকে বল হাতে একাই ৭টি উইকেট নেন এক বাঁ-হাতি স্পিনার। আরও উল্লেখযোগ্য বিষয় হল, সৌরাষ্ট্র ২৮২ রানের অবিশ্বাস্য ব্যবধানে ম্যাচ জেতে।
দিল্লিতে এলিট এ-গ্রুপের ম্যাচে টস জিতে সৌরাষ্ট্রকে শুরুতে ব্যাট করতে পাঠায় মণিপুর। সৌরাষ্ট্র নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ৩৯৭ রানের বিশাল ইনিংস গড়ে তোলে। সামর্থ ব্যাস ২০০ রানের ঝকঝকে ইনিংস খেলে আউট হন। ১৩১ বলের ধ্বংসাত্মক ইনিংসে তিনি ২০টি চার ও ৯টি ছক্কা মারেন।
পঞ্চম ব্যাটসম্যান হিসেবে বিজয় হাজারে ট্রফিতে দ্বিশতরান করার নজির গড়েন সামর্থ। তাঁর আগে এই কৃতিত্ব রয়েছে করণবীর কৌশল, যশস্বী জসওয়াল, সঞ্জু স্যামসন ও পৃথ্বী শ-র।
এছাড়া হার্ভিক দেশাই ৯টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০৭ বলে ১০০ রান করে আউট হন। চেতেশ্বর পূজারা ৬টি বাউন্ডারির সাহায্যে ৪০ বলে ৪৮ রান করেন। শেল্ডন জ্যাকসন ১৭ বলে ২০ রান করেন। প্রেরক মানকড় করেন ৫ বলে ১৬ রান।
আরও পড়ুন:- Bengal vs Mumbai: অধিনায়কোচিত হাফ-সেঞ্চুরি রাহানের, বাংলাকে বিধ্বস্ত করল মুম্বই
জবাবে ব্যাট করতে নেমে মণিপুর ৪১.৪ ওভারে ১১৫ রানে অল-আউট হয়ে যায়। ৫৫ রান করেন ক্যাপ্টেন কেইশাংবাম। ধর্মেন্দ্রসিং জাদেজা ১০ ওভারে ৬টি মেডেন-সহ মাত্র ১০ রানের বিনিময়ে ৭টি উইকেট দখল করেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।